লখনউ, 15 নভেম্বর: রাজনৈতিক স্বার্থে প্রায়শই ইতিহাস বিকৃতির অভিযোগ ওঠে গেরুয়া শিবিরে বিরুদ্ধে । গ্রিক রাজা আলেকজান্ডার দ্য গ্রেট এবং মৌর্য সাম্রাজ্যের পত্তনকারী চন্দ্রগুপ্ত মৌর্যকে প্রতিদ্বন্দ্বী বলে উল্লেখ করে ফের বিতর্ক উদ্রেক করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তাঁর দাবি, আলেকজান্ডারকে যুদ্ধে পরাজিত করেছিলেন চন্দ্রগুপ্ত । যদিও ইতিহাসবিদদের মতে, আলেকজান্ডার এবং চন্দ্রগুপ্ত যুদ্ধক্ষেত্রে কখনও মুখোমুখিই হননি । আলেকজান্ডারের মৃত্যুর দু’বছর পর সিংহাসনে বসেন চন্দ্রগুপ্ত ৷
উত্তরপ্রদেশে জোরকদমে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন যোগী ৷ রবিবার বিজেপির ওবিসি মোর্চা আয়োজিত ‘সামাজিক প্রতিনিধি সম্মেলন’-এ যোগ দেন তিনি ৷ সেখানে তাবড় ইতিহাসবিদদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন যোগী ৷ তিনি বলেন, ‘‘ইতিহাস কত ভাবে বিকৃত করা যায় জানেন! ইতিহাস অশোক বা চন্দ্রগুপ্ত মৌর্যকে মহান আখ্যা দেয়নি ৷ কাকে দিয়েছে? এমন একজনকে, যিনি চন্দ্রগুপ্তের কাছে পরাজিত হয়েছিলেন ৷ আলেকজান্ডারকে মহান বলেন ইতিহাসবিদরা ৷ দেশের সঙ্গে প্রতারণা হয়েছে ৷ কিন্তু ইতিহাসবিদরা সব মুখে কুলুপ এঁটে রয়েছেন ৷’’
আরও পড়ুন: Kangana Ranaut : মোদি-মোহাচ্ছন্নতাই কি পদ্মশ্রী পাওয়ার মাপকাঠি, প্রশ্ন তুললেন সুজন
-
Hindutva is a fake history factory. Chandragupta & Alexander never met in war. This is yet another example of why we need good public education system. In absence of good schools, Baba-log get to make up facts according to convenience. Baba doesn’t value education & it shows https://t.co/nFWqvoRZLy
— Asaduddin Owaisi (@asadowaisi) November 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Hindutva is a fake history factory. Chandragupta & Alexander never met in war. This is yet another example of why we need good public education system. In absence of good schools, Baba-log get to make up facts according to convenience. Baba doesn’t value education & it shows https://t.co/nFWqvoRZLy
— Asaduddin Owaisi (@asadowaisi) November 14, 2021Hindutva is a fake history factory. Chandragupta & Alexander never met in war. This is yet another example of why we need good public education system. In absence of good schools, Baba-log get to make up facts according to convenience. Baba doesn’t value education & it shows https://t.co/nFWqvoRZLy
— Asaduddin Owaisi (@asadowaisi) November 14, 2021
যোগীর এই মন্তব্য সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে সর্বত্র ৷ ইতিহাসবিদদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা যোগী নিজেই ইতিহাস বিকৃত করে পেশ করেছেন বলে অভিযোগ ওঠে ৷ এ নিয়ে যোগীকে তীব্র আক্রমণ করেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি ৷ টুইটারে লেখেন, ‘হিন্দুত্ববাদ ভুয়ো ইতিহাসের কারখানা ৷ চন্দ্রগুপ্ত এবং আলেকজান্ডারের যুদ্ধক্ষেত্রে দেখাই হয়নি কখনও ৷ কেন ভাল শিক্ষাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন দেশে, এটাই তার উদাহরণ ৷ ভাল স্কুল না থাকায়, এই সব বাবারা নিজেদের ইচ্ছে মতো মনগড়া কাহিনী শুনিয়ে যান ৷ বাবার কাছে শিক্ষার যে কোনও কদর নেই, এতেই তা বোঝা যায় ৷’
-
Chandragupta Maurya defeated Alexander.
— Yuvraj Singh (@Tyson_009) November 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
We got freedom on 99 years lease.
India became independent in 2014.
Is this happening?#FarmersProtest #JusticeForLakhimpurFarmers pic.twitter.com/Sq4foKGTiy
">Chandragupta Maurya defeated Alexander.
— Yuvraj Singh (@Tyson_009) November 15, 2021
We got freedom on 99 years lease.
India became independent in 2014.
Is this happening?#FarmersProtest #JusticeForLakhimpurFarmers pic.twitter.com/Sq4foKGTiyChandragupta Maurya defeated Alexander.
— Yuvraj Singh (@Tyson_009) November 15, 2021
We got freedom on 99 years lease.
India became independent in 2014.
Is this happening?#FarmersProtest #JusticeForLakhimpurFarmers pic.twitter.com/Sq4foKGTiy
আলেকজান্ডার এবং চন্দ্রগুপ্ত সম্পর্কে ইতিহাসে যে তথ্য পাওয়া যায়, সেই অনুযায়ী, খ্রীস্টপূর্ব 326 সালে ভারত আক্রমণ করেন আলেকজান্ডার ৷ তার তিন বছর পর, খ্রীস্টপূর্ব 323 সালে মারা যান তিনি ৷ তার দু’বছর পর, খ্রীস্টপূর্ব 321 সালে মৌর্য সাম্রাজ্যের পত্তন করেন চন্দ্রগুপ্ত ৷ বাল্যকালে একবার আলেকজান্ডারের ব্যারাকে তাঁর সঙ্গে চন্দ্রগুপ্তের সাক্ষাৎ হয় বলে শোনা যায়, কিন্তু এর সত্যতা নিয়েও ধন্দ রয়েছে ইতিহাসবিদদের মনে ।
আরও পড়ুন: Luizinho Faleiro : রাজ্যসভা ভোটে মনোনয়ন জমা দিলেন লুইজিনহো ফেলেইরো
-
Yogi Adityanath says :
— बाबा UAE वाले (@BABA_UAEwale) November 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Chandragupta Maurya defeated Alexander
Yet Alexander not Chandragupta is called great
This is like saying that India got independence in 2014 !
Time to rewrite history !
Yogi ji resign as CM and start teaching Indian history !
">Yogi Adityanath says :
— बाबा UAE वाले (@BABA_UAEwale) November 15, 2021
Chandragupta Maurya defeated Alexander
Yet Alexander not Chandragupta is called great
This is like saying that India got independence in 2014 !
Time to rewrite history !
Yogi ji resign as CM and start teaching Indian history !Yogi Adityanath says :
— बाबा UAE वाले (@BABA_UAEwale) November 15, 2021
Chandragupta Maurya defeated Alexander
Yet Alexander not Chandragupta is called great
This is like saying that India got independence in 2014 !
Time to rewrite history !
Yogi ji resign as CM and start teaching Indian history !
তবে আলেকজান্ডারের মৃত্যুর পর গ্রিক সাম্রাজ্যের হাত থেকে সিন্ধু উপত্যকা, আফগানিস্তান-সহ বিস্তীর্ণ অঞ্চল দখল করেন চন্দ্রগুপ্ত । আলেকজান্ডারের মৃত্যুর পর তৎকালীন ম্যাসিডোনিয়া সাম্রাজ্য চার ভাগে বিভক্ত হয়ে যায় । পূর্বের ভাগটির দায়িত্ব পান আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস । খ্রীস্টপূর্ব 305 সালে যুদ্ধক্ষেত্রে মুখোমুখি হন সেলুকাস এবং চন্দ্রগুপ্ত । তাতে পরাজিত হন সেলুকাস । কাবুল, কান্দাহার-সহ বিস্তীর্ণ অঞ্চল চন্দ্রগুপ্তের হাতে সমর্পণ করেন তিনি । তাই যোগীর দাবি নিয়ে প্রশ্ন উঠছে ।