ETV Bharat / bharat

Triple Engine Govt in UP: কর্ণাটকে ডাবল ইঞ্জিন বেলাইন হওয়ার দিনে যোগীরাজ্যে বিজেপির ট্রিপল ইঞ্জিন সরকার - বিজেপি

কর্ণাটকে কংগ্রেসের কাছে হেরে বেলাইন বিজেপির ডাবল ইঞ্জিন সরকার ৷ অথচ সেই একই দিনে উত্তরপ্রদেশে তৈরি হল ট্রিপল ইঞ্জিন সরকার ৷ তাই ওই রাজ্য়ের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

Triple Engine Govt in UP
Triple Engine Govt in UP
author img

By

Published : May 13, 2023, 7:44 PM IST

লখনউ, 13 মে: শনিবার সকাল থেকে চর্চার কেন্দ্রে কর্ণাটক ৷ কারণ, দক্ষিণ ভারতের ওই রাজ্যে বিজেপিকে হারিয়ে সরকার গড়তে চলেছে কংগ্রেস ৷ অনেকেই বিজেপির এই হারকে কটাক্ষ করে বলছে, ডাবল ইঞ্জিন সরকার লাইনচ্যূত হয়ে গিয়েছে কর্ণাটকে ৷ এই পরিস্থিতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, তাঁর রাজ্যের মানুষ আস্থা রেখেছেন ট্রিপল ইঞ্জন সরকারে ভরসা রেখেছেন ৷ তাই তিনি ওই রাজ্যের মানুষকে ধন্যবাদ দিয়েছেন ৷

আসলে শনিবার যেমন একদিকে কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে, অন্যদিকে তেমনই ফল বেরিয়েছে উত্তরপ্রদেশের পৌর নির্বাচনে ৷ সেখানে আবার গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, কংগ্রেসের মতো বিরোধীরা ৷ বলা যেতে পারে, দক্ষিণ ভারতে পর্যুদস্ত হওয়ার দিনে উত্তর ভারতের এই রায় কিছুটা হলেও মান বাঁচিয়েছে গেরুয়া শিবিরের ৷

তাই শনিবার দুপুরে এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশের পৌরসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের জন্য বিজেপির সমস্ত নিবেদিত ও পরিশ্রমী কর্মীদের এবং উত্তরপ্রদেশের জনগণকে, যাঁরা সুশাসন পছন্দ করেন, তাঁদের আন্তরিক অভিনন্দন ।’’ তাঁর আরও বক্তব্য, মোদির দেখানো পথে চলে তাঁর ডাবল ইঞ্জিন সরকার যে উন্নয়নমূলক কাজ করেছে, সেই কাজের জন্যই রাজ্যের মানুষ তাঁদের উপর আস্থা রাখতে পেরেছেন ৷

তাই যোগী আদিত্যনাথের মতে, উত্তরপ্রদেশে এবার ট্রিপল ইঞ্জিন সরকার তৈরি হতে চলেছে ৷ এর জন্য তিনি উত্তরপ্রদেশের মানুষকে ধন্যবাদ দিয়েছেন ৷

এই নির্বাচন যেহেতু স্থানীয় প্রশাসনের, তাই এই নিয়ে দিনভর সেভাবে হইচই হয়নি৷ প্রচারের পুরো আলো ছিল কর্ণাটকের উপর ৷ সেখানে 2018 সালে একক বৃহত্তম দল হতে হয়েছিল বিজেপি ৷ কিন্তু সরকার গড়তে পারেনি৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা কংগ্রেস ও জেডিএস জোট করে সরকার তৈরি করে ৷ যদিও বছর খানেকের মধ্যে বিধায়কদের বিদ্রোহের জেরে সেই সরকারের পতন হয় ৷

সেই সুযোগে বিদ্রোহীদের দলে টেনে সরকার গড়ে বিজেপি ৷ যদিও কংগ্রেস-সহ অন্য বিরোধীরা অভিযোগ করে, অনৈতিক ভাবে বিধায়ক ভাঙিয়ে সরকার ফেলে দিয়েছিল বিজেপি ৷ চার বছর ধরে দক্ষিণ ভারতের ওই রাজ্যে সরকার চালানোর পর ভোটে হেরে বিদায় নিতে হচ্ছে বিজেপিকে ৷ তাই এই নিয়ে বিরোধীরা সরব ৷ তাদের দাবি, মোদি জমানার শেষের শুরু হল কর্ণাটক থেকেই ৷

আরও পড়ুন: 'কর্ণাটকে পুঁজিবাদের বিরুদ্ধে গরিবের শক্তির জয়', বিজেপি 'সাফ' করে প্রতিক্রিয়া রাহুলের

লখনউ, 13 মে: শনিবার সকাল থেকে চর্চার কেন্দ্রে কর্ণাটক ৷ কারণ, দক্ষিণ ভারতের ওই রাজ্যে বিজেপিকে হারিয়ে সরকার গড়তে চলেছে কংগ্রেস ৷ অনেকেই বিজেপির এই হারকে কটাক্ষ করে বলছে, ডাবল ইঞ্জিন সরকার লাইনচ্যূত হয়ে গিয়েছে কর্ণাটকে ৷ এই পরিস্থিতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, তাঁর রাজ্যের মানুষ আস্থা রেখেছেন ট্রিপল ইঞ্জন সরকারে ভরসা রেখেছেন ৷ তাই তিনি ওই রাজ্যের মানুষকে ধন্যবাদ দিয়েছেন ৷

আসলে শনিবার যেমন একদিকে কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে, অন্যদিকে তেমনই ফল বেরিয়েছে উত্তরপ্রদেশের পৌর নির্বাচনে ৷ সেখানে আবার গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, কংগ্রেসের মতো বিরোধীরা ৷ বলা যেতে পারে, দক্ষিণ ভারতে পর্যুদস্ত হওয়ার দিনে উত্তর ভারতের এই রায় কিছুটা হলেও মান বাঁচিয়েছে গেরুয়া শিবিরের ৷

তাই শনিবার দুপুরে এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশের পৌরসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের জন্য বিজেপির সমস্ত নিবেদিত ও পরিশ্রমী কর্মীদের এবং উত্তরপ্রদেশের জনগণকে, যাঁরা সুশাসন পছন্দ করেন, তাঁদের আন্তরিক অভিনন্দন ।’’ তাঁর আরও বক্তব্য, মোদির দেখানো পথে চলে তাঁর ডাবল ইঞ্জিন সরকার যে উন্নয়নমূলক কাজ করেছে, সেই কাজের জন্যই রাজ্যের মানুষ তাঁদের উপর আস্থা রাখতে পেরেছেন ৷

তাই যোগী আদিত্যনাথের মতে, উত্তরপ্রদেশে এবার ট্রিপল ইঞ্জিন সরকার তৈরি হতে চলেছে ৷ এর জন্য তিনি উত্তরপ্রদেশের মানুষকে ধন্যবাদ দিয়েছেন ৷

এই নির্বাচন যেহেতু স্থানীয় প্রশাসনের, তাই এই নিয়ে দিনভর সেভাবে হইচই হয়নি৷ প্রচারের পুরো আলো ছিল কর্ণাটকের উপর ৷ সেখানে 2018 সালে একক বৃহত্তম দল হতে হয়েছিল বিজেপি ৷ কিন্তু সরকার গড়তে পারেনি৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা কংগ্রেস ও জেডিএস জোট করে সরকার তৈরি করে ৷ যদিও বছর খানেকের মধ্যে বিধায়কদের বিদ্রোহের জেরে সেই সরকারের পতন হয় ৷

সেই সুযোগে বিদ্রোহীদের দলে টেনে সরকার গড়ে বিজেপি ৷ যদিও কংগ্রেস-সহ অন্য বিরোধীরা অভিযোগ করে, অনৈতিক ভাবে বিধায়ক ভাঙিয়ে সরকার ফেলে দিয়েছিল বিজেপি ৷ চার বছর ধরে দক্ষিণ ভারতের ওই রাজ্যে সরকার চালানোর পর ভোটে হেরে বিদায় নিতে হচ্ছে বিজেপিকে ৷ তাই এই নিয়ে বিরোধীরা সরব ৷ তাদের দাবি, মোদি জমানার শেষের শুরু হল কর্ণাটক থেকেই ৷

আরও পড়ুন: 'কর্ণাটকে পুঁজিবাদের বিরুদ্ধে গরিবের শক্তির জয়', বিজেপি 'সাফ' করে প্রতিক্রিয়া রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.