ETV Bharat / bharat

প্রথম ডোজ় টিকা নেওয়ার পরেই করোনা পজিটিভ যোগী আদিত্য়নাথ

করোনা পজিটিভ উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ ৷ আজ টুইট করে নিজেই একথা জানিয়েছেন তিনি ৷

Yogi
যোগী আদিত্য়নাথ (ফাইল ফোটো)
author img

By

Published : Apr 14, 2021, 1:58 PM IST

লখনউ, 14 এপ্রিল : করোনা পজিটিভ উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ ৷ আজ টুইট করে নিজেই একথা জানিয়েছেন তিনি ৷

আজ নিজের করা টুইটে তিনি লিখেছেন, "আমি করোনা পজিটিভ ৷ এখন আমি সেল্ফ আইসোলেশনে আছি ৷ এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁদের সমস্ত নির্দেশ পালন করছি ৷ "

আরও পড়ুন-কুম্ভমেলা হতে পারে করোনার ‘সুপার স্প্রেডার’, চিন্তায় সরকার

গতকাল আদিত্য়নাথের অফিসের কয়েক জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে ৷ এরপরেই আদিত্য়নাথ নিজেই আইসোলেশনে চলে যান ৷ একথা টুইট করে গতকালই জানিয়েছিলেন স্বয়ং আদিত্য়নাথ ৷ তারপর তাঁর করোনা টেস্ট হয় এবং আজ রিপোর্ট পজিটিভ আসে ৷ এক সপ্তাহ আগে করোনার টিকা নেন যোগী আদিত্যনাথ। লখনউয়ের সিভিল হাসপাতালে টিকা নেন তিনি।

  • शुरुआती लक्षण दिखने पर मैंने कोविड की जांच कराई और मेरी रिपोर्ट पॉजिटिव आई है।

    मैं सेल्फ आइसोलेशन में हूं और चिकित्सकों के परामर्श का पूर्णतः पालन कर रहा हूं। सभी कार्य वर्चुअली संपादित कर रहा हूं।

    — Yogi Adityanath (@myogiadityanath) April 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন- অফিসার করোনা পজিটিভ, আইসোলেশনে যোগী আদিত্য়নাথ

এদিকে করোনা আক্রান্তের সংখ্য়া দিন দিন বাড়ছে ভারতে ৷ একাধিক রাজ্য় নাইট কার্ফুর রাস্তায় হেঁটেছে ৷ অন্য়দিকে কুম্ভমেলা নিয়েও চিন্তিত প্রশাসন ৷ কুম্ভমেলা করোনা সংক্রমণের দ্বিতীয় পর্যায়ে ‘সুপার স্প্রেডার’ হতে পারে ৷ কেন্দ্রীয় সরকারের সচিব পর্যায়ের বৈঠকে এমনই আলোচনা হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার এনিয়ে উদ্বেগে রয়েছে ৷

লখনউ, 14 এপ্রিল : করোনা পজিটিভ উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ ৷ আজ টুইট করে নিজেই একথা জানিয়েছেন তিনি ৷

আজ নিজের করা টুইটে তিনি লিখেছেন, "আমি করোনা পজিটিভ ৷ এখন আমি সেল্ফ আইসোলেশনে আছি ৷ এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁদের সমস্ত নির্দেশ পালন করছি ৷ "

আরও পড়ুন-কুম্ভমেলা হতে পারে করোনার ‘সুপার স্প্রেডার’, চিন্তায় সরকার

গতকাল আদিত্য়নাথের অফিসের কয়েক জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে ৷ এরপরেই আদিত্য়নাথ নিজেই আইসোলেশনে চলে যান ৷ একথা টুইট করে গতকালই জানিয়েছিলেন স্বয়ং আদিত্য়নাথ ৷ তারপর তাঁর করোনা টেস্ট হয় এবং আজ রিপোর্ট পজিটিভ আসে ৷ এক সপ্তাহ আগে করোনার টিকা নেন যোগী আদিত্যনাথ। লখনউয়ের সিভিল হাসপাতালে টিকা নেন তিনি।

  • शुरुआती लक्षण दिखने पर मैंने कोविड की जांच कराई और मेरी रिपोर्ट पॉजिटिव आई है।

    मैं सेल्फ आइसोलेशन में हूं और चिकित्सकों के परामर्श का पूर्णतः पालन कर रहा हूं। सभी कार्य वर्चुअली संपादित कर रहा हूं।

    — Yogi Adityanath (@myogiadityanath) April 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন- অফিসার করোনা পজিটিভ, আইসোলেশনে যোগী আদিত্য়নাথ

এদিকে করোনা আক্রান্তের সংখ্য়া দিন দিন বাড়ছে ভারতে ৷ একাধিক রাজ্য় নাইট কার্ফুর রাস্তায় হেঁটেছে ৷ অন্য়দিকে কুম্ভমেলা নিয়েও চিন্তিত প্রশাসন ৷ কুম্ভমেলা করোনা সংক্রমণের দ্বিতীয় পর্যায়ে ‘সুপার স্প্রেডার’ হতে পারে ৷ কেন্দ্রীয় সরকারের সচিব পর্যায়ের বৈঠকে এমনই আলোচনা হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার এনিয়ে উদ্বেগে রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.