লখনউ, 10 জুলাই : হাম দো, হামারে দো ৷ এই নীতিকে সামনে রেখে জনসংখ্যা নিয়ন্ত্রণে বড় পদক্ষেপের পথে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার ৷ এবার তাঁর সরকার উত্তর প্রদেশে (Uttar Pradesh) দুই সন্তান নীতি চালু করার উদ্যোগ নিয়েছে ৷ এই নিয়ে শীঘ্রই আইন আনা হতে চলেছে ওই রাজ্যে ৷
উত্তর প্রদেশের আইন কমিশন (UP Law Commission) এই নিয়ে খসড়া বিল তৈরি করে ফেলেছে ৷ কমিশনের চেয়ারম্যান আদিত্যনাথ মিত্তল জানিয়েছেন, দুইয়ের বেশি সন্তান থাকলে কোনওরকম সরকারি সুবিধা দেওয়া হবে না ৷ এমনকি, নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না ৷ যাঁরা সরকারের এই আইন মেনে চলবেন, তাঁরা সমস্ত সরকারি সুবিধা ভোগ করতে পারবেন ৷
আরও পড়ুন : Sikkim Tourism : করোনা টিকার একটি ডোজ নিয়েই ঢোকা যাবে সিকিমে
তিনি জানিয়েছেন, যে পরিবারের সদস্য সংস্থা চারের বেশি হবে, তাঁদের রেশন কার্ডের সংখ্যা চারেই সীমাবদ্ধ করে রাখা হবে ৷ ওই পরিবারে কেউ সরকারি চাকরিজীবী থাকলে আর কেউ সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না ৷ এমনকি, যিনি সরকারি চাকরি করছেন, তাঁর পদোন্নতি আটকে দেওয়া হবে ৷
কমিশনের তরফে এই আইনের খসড়া তৈরি করে আপাতত, তা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে ৷ আগামী 19 জুলাই পর্যন্ত সেখানে উত্তর প্রদেশের মানুষ মতামত জানাতে পারবেন ৷ শীঘ্রই এই আইন তৈরি করা হবে জানা গিয়েছে ৷
আরও পড়ুন : 2024-র মধ্যে 60 হাজার কিমি জাতীয় সড়ক নির্মাণের ঘোষণা গড়করির
বিশেষজ্ঞরা বলছেন যে ভারতের যা জনসংখ্যা, তাতে জন্মনিয়ন্ত্রণ (Population Control) সংক্রান্ত একটি নির্দিষ্ট আইন থাকা উচিত ৷ কিন্তু এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও আইন নেই দেশে ৷ তবে অসম, রাজস্থানের মতো কয়েকটি রাজ্যে এই নিয়ে আইন রয়েছে ৷
কিন্তু জন্মনিয়ন্ত্রণ নিয়ে যেহেতু দেশের প্রায় প্রতিটি প্রান্তেই সচেতনতার অভাব রয়েছে, তাই এই ধরনের আইন তৈরি করতে গেলে শোরগোল তৈরি হবে ৷ ফলে উত্তর প্রদেশ সরকারের এই পদক্ষেপ ঘিরে স্বাভাবিকভাবেই হইচই পড়ে গিয়েছে ৷ অনেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করতে শুরু করেছেন ৷
আরও পড়ুন : Uniform Civil Code : অভিন্ন দেওয়ানি বিধি আনতে কেন্দ্রকে পদক্ষেপের নির্দেশ দিল্লি হাইকোর্টের
যদিও উত্তর প্রদেশের আইন কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন যে এই সিদ্ধান্ত পুরোটাই ঐচ্ছিক ৷ কারও ইচ্ছে হলে এই আইন মানতে পারেন, আবার নাও পারেন ৷ যাঁর মানবেন, তাঁরা সরকারি সুবিধা পাবেন ৷ আর যাঁরা মানবেন না, তাঁদের সরকারি সুবিধা দেওয়া হবে না ৷
একই সঙ্গে তিনি জানিয়েছেন যে উত্তর প্রদেশে জনসংখ্যা হু হু করে বাড়ছে ৷ এতে বেকারত্ব-সহ নানা রকম সমস্যাও বৃদ্ধি পাচ্ছে ৷ তাই এই আইন খুব জরুরি হয়ে পড়েছে ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন যে 2011 সালের জনগণনা অনুযায়ী, উত্তর প্রদেশের জনসংখ্যা 20 কোটি ৷ তা বর্তমানে 24 কোটি হয়েছে বলে অনুমান করা হচ্ছে ৷
আরও পড়ুন : সিংহভাগ ভারতীয়র মতে ডিজিটাল ওয়ালেটে কেনাকাটা সহজ, বলছে সমীক্ষা