ETV Bharat / bharat

নির্বাচন ও উৎসবের জেরে কোরোনা পরিস্থিতির কী হয় সেটাই এখন দেখার : স্বাস্থ্য সচিব - পশ্চিমবঙ্গ

স্বাস্থ্যমন্ত্রকের অনলাইন ব্রিফিংয়ে কোরোনা ভাইরাসের মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বন জানান কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ৷

রাজেশ ভূষণ
রাজেশ ভূষণ
author img

By

Published : Nov 17, 2020, 10:49 PM IST

দিল্লি, 17 নভেম্বর : বর্তমানে দেশে দৈনিক কোরোনা সংক্রমণের হার নিম্নমুখী ৷ তবে কোরোনা সংক্রমণের মধ্যে নির্বাচন ও উৎসবের প্রভাব আগামী সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে প্রকাশ পাবে৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ৷

তিনি বলেন, "আমরা বিশ্বাস করি কোরোনা পরিস্থিতিতে বিহার এবং বিভিন্ন জায়গায় নির্বাচনের পাশাপাশি দুর্গাপুজো, দীপাবলি এবং অন্যান্য উৎসবের প্রভাব বাকি আছে৷ আমাদের নতুন সংক্রমণের ঘটনাগুলিকে অত্যন্ত যত্ন সহকারে নজরে রাখতে হবে ৷ দেশে প্রতি দশ লাখে সংক্রমণের সংখ্যা অনেক কম। " তাও মানুষকে সতর্কতা বজায় রাখতে হবে ৷ মাস্ক ও ফেস শিল্ড ব্যবহার করতে হবে ৷

আজ স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত পরিসংখ্যান আনুয়ায়ী, চার সপ্তাহ দৈনিক কোরোনা সংক্রমণ ছিল গড়ে 48 হাজার। তবে, গত দুই দিনে দেশের দৈনিক কোরোনা সংক্রমণের হার নেমে এসেছে গড়ে 30 হাজারে৷ স্বাস্থ্য সচিব বলেন, কোরোনা পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে তা ভালো বোঝা যায় সাপ্তাহিক প্রবণতা থেকে৷

তবে, দুর্গাপুজোর সময় থেকে পশ্চিমবঙ্গে ও ওরামের সময় থেকে কেরালায় দৈনিক কোরোনা সংক্রমণের হার স্থির ৷ একই ছবি দেখা গিয়েছে বিহারেও ৷ মূলত মাস্ক ও সামাজিক দূরত্ববিধি মানার কারণেই এই স্থির সংক্রমণের হার ৷ তবে সম্প্রতি বিহারে তৃতীয় দফা নির্বাচনে স্বাস্থ্যবিধি কিছুটা বিঘ্নিত হয়েছে৷ আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ৷

দিল্লি, 17 নভেম্বর : বর্তমানে দেশে দৈনিক কোরোনা সংক্রমণের হার নিম্নমুখী ৷ তবে কোরোনা সংক্রমণের মধ্যে নির্বাচন ও উৎসবের প্রভাব আগামী সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে প্রকাশ পাবে৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ৷

তিনি বলেন, "আমরা বিশ্বাস করি কোরোনা পরিস্থিতিতে বিহার এবং বিভিন্ন জায়গায় নির্বাচনের পাশাপাশি দুর্গাপুজো, দীপাবলি এবং অন্যান্য উৎসবের প্রভাব বাকি আছে৷ আমাদের নতুন সংক্রমণের ঘটনাগুলিকে অত্যন্ত যত্ন সহকারে নজরে রাখতে হবে ৷ দেশে প্রতি দশ লাখে সংক্রমণের সংখ্যা অনেক কম। " তাও মানুষকে সতর্কতা বজায় রাখতে হবে ৷ মাস্ক ও ফেস শিল্ড ব্যবহার করতে হবে ৷

আজ স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত পরিসংখ্যান আনুয়ায়ী, চার সপ্তাহ দৈনিক কোরোনা সংক্রমণ ছিল গড়ে 48 হাজার। তবে, গত দুই দিনে দেশের দৈনিক কোরোনা সংক্রমণের হার নেমে এসেছে গড়ে 30 হাজারে৷ স্বাস্থ্য সচিব বলেন, কোরোনা পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে তা ভালো বোঝা যায় সাপ্তাহিক প্রবণতা থেকে৷

তবে, দুর্গাপুজোর সময় থেকে পশ্চিমবঙ্গে ও ওরামের সময় থেকে কেরালায় দৈনিক কোরোনা সংক্রমণের হার স্থির ৷ একই ছবি দেখা গিয়েছে বিহারেও ৷ মূলত মাস্ক ও সামাজিক দূরত্ববিধি মানার কারণেই এই স্থির সংক্রমণের হার ৷ তবে সম্প্রতি বিহারে তৃতীয় দফা নির্বাচনে স্বাস্থ্যবিধি কিছুটা বিঘ্নিত হয়েছে৷ আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.