ETV Bharat / bharat

Presidential Election 2022: শেষবেলায় প্রতিদ্বন্দ্বীকে তীব্র আক্রমণ, বিবৃতি পেশ করে ভোট চাইলেন যশবন্ত

রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election 2022) আগে শেষবারের মতো ভোট ভিক্ষা করলেন বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha) ৷ বিবৃতি জারি করে কড়া আক্রমণ করলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) ৷

Yashwant Sinha last appeal to voters before Presidential Election 2022
Presidential Election 2022: শেষবেলায় প্রতিদ্বন্দ্বীকে তীব্র আক্রমণ, বিবৃতি পেশ করে ভোট চাইলেন যশবন্ত
author img

By

Published : Jul 17, 2022, 6:34 PM IST

নয়াদিল্লি, 17 জুলাই: রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election 2022) আগের দিন শেষবারের মতো সমস্ত রাজনৈতিক দলের বিধায়ক ও সাংসদদের কাছে ভোট প্রার্থনা করলেন বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha) ৷ এ দিন তাঁর বার্তায় যশবন্ত বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কখনই কেবলমাত্র দু'জন প্রার্থীর লড়াই নয় ৷ এই নির্বাচন আদতে দু'টি মতাদর্শের প্রতিদ্বন্দ্বিতা ৷ এই প্রসঙ্গে যশবন্ত বলেন, তিনি গণতন্ত্রের রক্ষাকবচ হিসাবে ভোটে দাঁড়িয়েছেন ৷ কিন্তু, এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) যাঁদের সমর্থনে নির্বাচনে লড়ছেন, তাঁরা প্রতিদিনই গণতন্ত্রের উপর আক্রমণ করে চলেছেন !

এ দিন এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেন যশবন্ত ৷ তাতে তিনি লেখেন, "আমি সেই ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার জন্য লড়াই করছি, যা আমাদের সংবিধানের অন্যতম প্রধান একটি স্তম্ভ ৷ কিন্তু, আমার প্রতিদ্বন্দ্বী এমন একটি দলের সমর্থনে ভোটে দাঁড়িয়েছেন, যারা এই স্তম্ভকে ধ্বংস করতে কোনও রাখঢাক করে না এবং সংখ্যাগুরুদের আধিপত্য কায়েম করে ৷ আমি ঐক্যমত এবং সহযোগিতার রাজনীতিতে বিশ্বাসী ৷ কিন্তু, আমার প্রতিদ্বন্দ্বী যে দলের সমর্থন পেয়েছেন, তারা শুধুমাত্র দ্বন্দ্ব আর বিবাদই বোঝে ৷ "

আরও পড়ুন: Presidential Election 2022: রাষ্ট্রপতি ভবনে কোনও মূর্তি স্থাপন করতে চাই না ! দ্রৌপদীকে কটাক্ষ তেজস্বীর

এ দিনের বিবৃতিতে যশবন্ত একটি বিশেষ আশঙ্কাও প্রকাশ করেন ৷ তাঁর দাবি, যদি সোমবারের রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মু জিতে যান, "তাহলে ভারত এমন একটি শক্তির নিয়ন্ত্রণে চলে যাবে, যারা গণতান্ত্রিক ভারতকে বদলে কমিউনিস্ট চিনের অনুকরণে তৈরি করবে ৷" যশবন্তের যুক্তি, চিনে একটি রাজনৈতিক দলের দাদাগিরি চলে ৷ সেখানে নেতাও একজন ৷ ঠিক একইভাবে ভারতেও শাসকদল বিজেপি "এক দেশ, এক দল এবং একজন সর্বময় নেতা"র নীতিতে বিশ্বাসী বলে অভিযোগ করেছেন যশবন্তু ৷ প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে বামেরাও যশবন্তকেই সমর্থন করেছেন !

  • This year the Presidential election is not a contest between two individuals but two ideologies. Only one side wants to protect the provisions & values enshrined in our Constitution. I appeal to all MPs & MLAs to vote according to the Constitution and their conscience this time. pic.twitter.com/vemPHvdaPf

    — Yashwant Sinha (@YashwantSinha) July 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে, শনিবার টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে সমস্ত রাজনৈতিক দলের সাংসদ ও বিধায়কদের কাছ থেকে ভোট চেয়েছিলেন যশবন্ত ৷ আর রবিবার শেষবারের মতো বিবৃতি প্রকাশ করে ভোট ভিক্ষা করলেন তিনি ৷ প্রসঙ্গত, সোমবার দেশের সবক'টি বিধানসভা এবং সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটপ্রক্রিয়া চলবে ৷ ভোটের ফল ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার (21 জুলাই, 2022) ৷

নয়াদিল্লি, 17 জুলাই: রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election 2022) আগের দিন শেষবারের মতো সমস্ত রাজনৈতিক দলের বিধায়ক ও সাংসদদের কাছে ভোট প্রার্থনা করলেন বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha) ৷ এ দিন তাঁর বার্তায় যশবন্ত বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কখনই কেবলমাত্র দু'জন প্রার্থীর লড়াই নয় ৷ এই নির্বাচন আদতে দু'টি মতাদর্শের প্রতিদ্বন্দ্বিতা ৷ এই প্রসঙ্গে যশবন্ত বলেন, তিনি গণতন্ত্রের রক্ষাকবচ হিসাবে ভোটে দাঁড়িয়েছেন ৷ কিন্তু, এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) যাঁদের সমর্থনে নির্বাচনে লড়ছেন, তাঁরা প্রতিদিনই গণতন্ত্রের উপর আক্রমণ করে চলেছেন !

এ দিন এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেন যশবন্ত ৷ তাতে তিনি লেখেন, "আমি সেই ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার জন্য লড়াই করছি, যা আমাদের সংবিধানের অন্যতম প্রধান একটি স্তম্ভ ৷ কিন্তু, আমার প্রতিদ্বন্দ্বী এমন একটি দলের সমর্থনে ভোটে দাঁড়িয়েছেন, যারা এই স্তম্ভকে ধ্বংস করতে কোনও রাখঢাক করে না এবং সংখ্যাগুরুদের আধিপত্য কায়েম করে ৷ আমি ঐক্যমত এবং সহযোগিতার রাজনীতিতে বিশ্বাসী ৷ কিন্তু, আমার প্রতিদ্বন্দ্বী যে দলের সমর্থন পেয়েছেন, তারা শুধুমাত্র দ্বন্দ্ব আর বিবাদই বোঝে ৷ "

আরও পড়ুন: Presidential Election 2022: রাষ্ট্রপতি ভবনে কোনও মূর্তি স্থাপন করতে চাই না ! দ্রৌপদীকে কটাক্ষ তেজস্বীর

এ দিনের বিবৃতিতে যশবন্ত একটি বিশেষ আশঙ্কাও প্রকাশ করেন ৷ তাঁর দাবি, যদি সোমবারের রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মু জিতে যান, "তাহলে ভারত এমন একটি শক্তির নিয়ন্ত্রণে চলে যাবে, যারা গণতান্ত্রিক ভারতকে বদলে কমিউনিস্ট চিনের অনুকরণে তৈরি করবে ৷" যশবন্তের যুক্তি, চিনে একটি রাজনৈতিক দলের দাদাগিরি চলে ৷ সেখানে নেতাও একজন ৷ ঠিক একইভাবে ভারতেও শাসকদল বিজেপি "এক দেশ, এক দল এবং একজন সর্বময় নেতা"র নীতিতে বিশ্বাসী বলে অভিযোগ করেছেন যশবন্তু ৷ প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে বামেরাও যশবন্তকেই সমর্থন করেছেন !

  • This year the Presidential election is not a contest between two individuals but two ideologies. Only one side wants to protect the provisions & values enshrined in our Constitution. I appeal to all MPs & MLAs to vote according to the Constitution and their conscience this time. pic.twitter.com/vemPHvdaPf

    — Yashwant Sinha (@YashwantSinha) July 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে, শনিবার টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে সমস্ত রাজনৈতিক দলের সাংসদ ও বিধায়কদের কাছ থেকে ভোট চেয়েছিলেন যশবন্ত ৷ আর রবিবার শেষবারের মতো বিবৃতি প্রকাশ করে ভোট ভিক্ষা করলেন তিনি ৷ প্রসঙ্গত, সোমবার দেশের সবক'টি বিধানসভা এবং সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটপ্রক্রিয়া চলবে ৷ ভোটের ফল ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার (21 জুলাই, 2022) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.