নয়াদিল্লি, 21 জানুয়ারি: অবস্থান বিক্ষোভ তুলে নিলেন কুস্তিগীররা ৷ শুক্রবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে আন্দোলনকারী কুস্তিগীরদের দ্বিতীয় দফার বৈঠক হয় ৷ প্রায় পাঁচ ঘণ্টার বৈঠকে শুক্রবার গভীর রাতে তাঁরা এই সিদ্ধান্ত নেন ৷ ক্রীড়ামন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি-সহ অন্যদের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে ৷ শনিবার এই কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে ৷ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বজরং পুনিয়া ঘোষণা করেন তাঁরা এই অবস্থান থেকে সরে আসছেন ৷ তবে এই তদন্ত চলাকালীন ডব্লিউএফআই সভাপতি ব্রিজভূষণ সরণ সিং (BrijBhushan Sharan Singh) তাঁর পদে আসীন থাকবেন না বলে জানা গিয়েছে ৷ এরকমই তপ্ত আবহে রবিবার রেসলিং ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চলেছে ।
-
सभी खिलाड़ियों ने माननीय खेलमंत्री जी के निष्पक्ष जाँच और न्याय के आश्वासन के बाद धरना प्रदर्शन किया ख़त्म !!
— geeta phogat (@geeta_phogat) January 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
हमें भारत सरकार पर पुरा विश्वास है की खिलाड़ियों को न्याय मिलेगा 🙏🏽@narendramodi @AmitShah @ianuragthakur
">सभी खिलाड़ियों ने माननीय खेलमंत्री जी के निष्पक्ष जाँच और न्याय के आश्वासन के बाद धरना प्रदर्शन किया ख़त्म !!
— geeta phogat (@geeta_phogat) January 21, 2023
हमें भारत सरकार पर पुरा विश्वास है की खिलाड़ियों को न्याय मिलेगा 🙏🏽@narendramodi @AmitShah @ianuragthakurसभी खिलाड़ियों ने माननीय खेलमंत्री जी के निष्पक्ष जाँच और न्याय के आश्वासन के बाद धरना प्रदर्शन किया ख़त्म !!
— geeta phogat (@geeta_phogat) January 21, 2023
हमें भारत सरकार पर पुरा विश्वास है की खिलाड़ियों को न्याय मिलेगा 🙏🏽@narendramodi @AmitShah @ianuragthakur
এরপর অলিম্পিকে পদক জয়ী মহিলা কুস্তিগীর গীতা ফোগাট টুইট করেন, "মাননীয় ক্রীড়ামন্ত্রী নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন ৷ তাই সব কুস্তিগীররা ধরনা শেষ করেছেন ৷ আমাদের ভারত সরকারের উপর পুরোপুরি বিশ্বাস আছে, কুস্তিগীররা ন্যায়বিচার পাবেন" ৷ কুস্তিগীরদের এই ধরনায় কোনও রাজনৈতিক রং যেন না লাগে ৷ এ প্রসঙ্গে অলিম্পিকে পদক জয়ী মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক (Sakshee Malikkh) টুইট করেন, "এই আন্দোলন খেলোয়াড় আর খেলার ভবিষ্যত নিয়ে ৷ আমাদের আন্দোলন ফেডারেশ এবং তার প্রধানের বিরুদ্ধে ৷ কোনও রাজনৈতিক দল যেন এর সুবিধে না নেয় ৷"
-
यह आंदोलन खिलाड़ियों और खेल के भविष्य को लेकर है।
— Sakshee Malikkh (@SakshiMalik) January 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
हमारा आंदोलन फेडरेशन और उसके अध्यक्ष के खिलाफ है। इस पर कोई भी राजनीतिक दल अपने फायदे के लिए राजनीति ना करें।
">यह आंदोलन खिलाड़ियों और खेल के भविष्य को लेकर है।
— Sakshee Malikkh (@SakshiMalik) January 20, 2023
हमारा आंदोलन फेडरेशन और उसके अध्यक्ष के खिलाफ है। इस पर कोई भी राजनीतिक दल अपने फायदे के लिए राजनीति ना करें।यह आंदोलन खिलाड़ियों और खेल के भविष्य को लेकर है।
— Sakshee Malikkh (@SakshiMalik) January 20, 2023
हमारा आंदोलन फेडरेशन और उसके अध्यक्ष के खिलाफ है। इस पर कोई भी राजनीतिक दल अपने फायदे के लिए राजनीति ना करें।
আরও পড়ুন: ধরনায় অনড় কুস্তিগীররা ! রবিতেই ইস্তফা দিতে পারেন ব্রিজ ভূষণ
কমিটি গঠন নিয়ে অনুরাগ ঠাকুর বলেন, "ডব্লিউএফআই সভাপতির বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ৷ এর তদন্তে একটি কমিটি (oversight committee) গঠন করা হবে ৷ শনিবার কমিটির সদস্যদের নাম ঘোষণা হবে ৷ তাঁরা ফেডারেশনের প্রতিদিনের কাজকর্মের উপর নজর রাখবেন ৷" তিনি আরও জানান, ডব্লিউএফআইয়ের বিরুদ্ধে আর্থিক তছরূপ হোক বা যৌন হেনস্থা- সব দিক খতিয়ে দেখবে তদন্ত কমিটি ৷ চার সপ্তাহ অর্থাৎ এক মাসের মধ্যে তা শেষ করে কমিটি তার রিপোর্ট পেশ করবে ৷ বজরং পুনিয়া (Bajrang Punia) সাংবাদিকদের বলেন, "আমরা এই ধরনায় বসতে চাইনি ৷ কিন্তু সীমা ছাড়িয়ে গিয়েছিল ৷ জল মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল ৷ সরকার আমাদের নিরাপত্তা এবং সুরক্ষার আশ্বাস দিয়েছে ৷ অতীতেও ডব্লিউএফআই সভাপতি আমাদের হুমকি দিয়েছেন ৷"
শুক্রবার বিক্ষুব্ধ কুস্তিগীররা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (Indian Olympic Association, IOA) কাছেও তদন্তের দাবি জানান ৷ আইওএ-র সভাপতি পিটি ঊষাকে চিঠিতে তাঁরা অভিযোগে জানান, ডব্লিউএফআই-এ তহবিল নিয়ে তছরূপ হচ্ছে ৷ এমনকী সেখানে থাকা কোচ এবং স্পোর্টস সায়েন্স কর্মীরা জাতীয় স্তরে একেবারেই অযোগ্য ৷ তাঁরা ব্রিজভূষণ সরণকে সরানোর দাবিও জানান ৷ তাঁদের এই অভিযোগে সাড়া দিয়ে আইওএ মেসি মেরিকমের (M C Mary Kom) নেতৃত্বে একটি 7 সদস্যের কমিটি গঠন করেছে ৷ এই কমিটিতে অন্যদের মধ্যে আছেন, কুস্তিগীর যোগেশ্বর দত্ত, তিরন্দাজি দোলা বন্দ্যোপাধ্যায় (Dola Banerjee) এবং ভারতীয় ভারত্তোলন ফেডারেশন-এর (Indian Weightlifting Federation, IWLF President) সভাপতি এবং কোষাধ্যক্ষ সহদেব যাদব ৷
আরও পড়ুন: বিজেন্দর সিংকে প্রতিবাদ মঞ্চ ছাড়ার অনুরোধ কুস্তিগীরদের