ETV Bharat / bharat

Contradictory Image of India: উদ্বোধনের উচ্ছ্বাসেই হেনস্তা 'সোনার' ছেলে-মেয়েদের, আলোকচ্ছ্বটাতেও দেশে নিকষ অন্ধকার

একদিকে নয়া সংসদ ভবনের উদ্বোধন, অন্যদিকে নয়াদিল্লির রাজপথে অভব্যতা হচ্ছে সোনাজয়ী কুস্তিগীরদের সঙ্গে । যারা ইতিহাস লিখেছেন, একের পর এক পদক এনে দিয়েছেন দেশকে, তাঁরাই আজ চরম হেনস্তার শিকার । একই দিনে দুই বিপরীত চিত্র দেখল দেশ ।

Contradictory Image of India
Contradictory Image of India
author img

By

Published : May 28, 2023, 8:38 PM IST

Updated : May 28, 2023, 11:56 PM IST

নয়াদিল্লি, 28 মে: ঐতিহাসিক দিন । দরজা খুলেছে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের নয়া পীঠস্থানের । রাজধানীতে আজ অকালবোধনেরই আনন্দ । অকালবোধন ? প্রধানমন্ত্রী-সহ দেশের তাবড় তাবড় নেতা-মন্ত্রীরা তো তাই বলছেন । দাবি করছেন, ইতিহাসে উঠল ভারতের নাম । নয়া কীর্তিতে যখন আনন্দে উদ্বেল লুটিয়েন্স দিল্লির আকাশ, অনতিদূরেই তখন মুখ পুড়ল ভারতের । যাদের হাত ধরে তেরঙা উড়েছিল বিশ্বমঞ্চে, তাদেরই মাটিতে পিষছে রাষ্ট্রযন্ত্র । একইদিনে দুই চিত্র কি দুই ভারতের প্রতীক ? নাকি 'হাজার ওয়াটের' পাদপ্রদীপের আলোতেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, অন্ধকার এখনও ঘোচেনি ।

পুরনো সংসদ ভবনের সামনেই সেজে উঠেছে সেন্ট্রাল ভিস্তা । আগামীতে ইতিহাসের সাক্ষীই শুধু নয়, ইতিহাসের জন্মদাতাও হবে ইট-কাঠ-পাথরের বিল্ডিং । যার পরতে পরতে জড়িয়ে যাবে ইতিহাস ৷ নির্জীব ভবনের প্রত্যেকটি অংশ গল্প বলবে দেশ গড়ার, দেশ বদলের ৷ ভবিষ্যতের ভাবনায় এদিন মত্ত ছিল দেশ । আর এই ভবিষ্যতের ইতিহাস রচনার আকাঙ্খায় দেশ ভুলল তার অতীত, তার কৃতি সন্তানদের । রাস্তায় পড়ে রইলেন ভীনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা । রাস্তায় পড়ে রইলেন তাঁরা, যাদের সম্মান দিয়েছে খোদ রাষ্ট্র । ঐতিহাসিক দিনেই রাস্তায় মিশল দেশের ঐতিহ্য ।

  • As the new building of India’s Parliament is inaugurated, our hearts and minds are filled with pride, hope and promise. May this iconic building be a cradle of empowerment, igniting dreams and nurturing them into reality. May it propel our great nation to new heights of progress. pic.twitter.com/zzGuRoHrUS

    — Narendra Modi (@narendramodi) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেন্ট্রাল ভিস্তা, গণতন্ত্রের পীঠস্থান । সাংসদ, আমলাদের জন্য নির্মীত হলেও যা প্রবলভাবে আম-আদমির । দেশের সাধারণের কথাই আলোচিত হবে নয়া স্থাপত্যে । তর্ক হবে দেশের গরিমা নিয়ে । বিভিন্ন ক্ষেত্রে কীভাবে শ্রেষ্ঠত্বের আসনে বসবে দেশ, কষা হবে তার ব্লু-প্রিন্ট । ঠিক সেখানেই যেতে চেয়েছিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা ।

24 এপ্রিল থেকেই যন্তর মন্তরে প্রতিবাদে বসেছেন দেশের সোনার ছেলে-মেয়েরা । এদিন নিজেদের প্রতিবাদ জানাতেই নয়া সংসদ ভবনের দিকে মিছিল করে যাচ্ছিলেন কুস্তিগীররা ৷ যন্তর মন্তর থেকে সেই মিছিলের শুরুতেই আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ ৷ সাক্ষী মালিক, ভীনেশ ফোগত এবং সঙ্গীতা ফোগতকে আটক করা হয় ৷ অভিযোগ, তাঁদের জবরদস্তি বাসে তোলার সময় পোশাক ছিঁড়ে দেওয়া হয় ৷ মহিলা পুলিশের নখে আঁচড় খেয়ে আহত হন পদ্মশ্রী সাক্ষী মালিক ৷ প্রতিবাদী কুস্তিগীরদের ডাকা 'মহিলা সম্মান মহাপঞ্চায়েত'-এর জন্য নয়া সংসদ ভবনের দিকে মিছিল করে যাচ্ছিলেন তাঁরা ৷ শেষপর্যন্ত যে সকল কৃতী কুস্তিগীররা লাঞ্ছিত হলেন, জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলা রুজু করল তাঁদেরই বিরুদ্ধে ।

আরও পড়ুন: নয়া সংসদ ভবনে কুস্তিগীরদের মিছিলে বাধা পুলিশের, আটক সাক্ষী-ভীনেশ-সঙ্গীতা

সবমিলিয়ে একইদিনে দুই বিপরীত চিত্র দেখল দেশ । একদিকে আলোর রোশনাই, ইতিহাসের মাহেন্দ্রক্ষণ । অন্যদিকে নিকষ কালো অন্ধকার । একদিকে নয়া উদ্বোধনের আনন্দে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদি, অন্যদিকে একসময় তাঁর সঙ্গে হাসিমুখে ফ্রেম শেয়ার করা সাক্ষী, বজরংদের হেনস্তা করছে পুলিশ । মাটিতে ফেলে তাঁদের আটকাচ্ছে রাষ্ট্র ।

আরও পড়ুন: নয়া সংসদ ভবনেও আট অঙ্গ ছুঁইয়ে দণ্ডবত প্রণাম প্রধানমন্ত্রী মোদির, কিন্তু কেন ?

নয়াদিল্লি, 28 মে: ঐতিহাসিক দিন । দরজা খুলেছে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের নয়া পীঠস্থানের । রাজধানীতে আজ অকালবোধনেরই আনন্দ । অকালবোধন ? প্রধানমন্ত্রী-সহ দেশের তাবড় তাবড় নেতা-মন্ত্রীরা তো তাই বলছেন । দাবি করছেন, ইতিহাসে উঠল ভারতের নাম । নয়া কীর্তিতে যখন আনন্দে উদ্বেল লুটিয়েন্স দিল্লির আকাশ, অনতিদূরেই তখন মুখ পুড়ল ভারতের । যাদের হাত ধরে তেরঙা উড়েছিল বিশ্বমঞ্চে, তাদেরই মাটিতে পিষছে রাষ্ট্রযন্ত্র । একইদিনে দুই চিত্র কি দুই ভারতের প্রতীক ? নাকি 'হাজার ওয়াটের' পাদপ্রদীপের আলোতেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, অন্ধকার এখনও ঘোচেনি ।

পুরনো সংসদ ভবনের সামনেই সেজে উঠেছে সেন্ট্রাল ভিস্তা । আগামীতে ইতিহাসের সাক্ষীই শুধু নয়, ইতিহাসের জন্মদাতাও হবে ইট-কাঠ-পাথরের বিল্ডিং । যার পরতে পরতে জড়িয়ে যাবে ইতিহাস ৷ নির্জীব ভবনের প্রত্যেকটি অংশ গল্প বলবে দেশ গড়ার, দেশ বদলের ৷ ভবিষ্যতের ভাবনায় এদিন মত্ত ছিল দেশ । আর এই ভবিষ্যতের ইতিহাস রচনার আকাঙ্খায় দেশ ভুলল তার অতীত, তার কৃতি সন্তানদের । রাস্তায় পড়ে রইলেন ভীনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা । রাস্তায় পড়ে রইলেন তাঁরা, যাদের সম্মান দিয়েছে খোদ রাষ্ট্র । ঐতিহাসিক দিনেই রাস্তায় মিশল দেশের ঐতিহ্য ।

  • As the new building of India’s Parliament is inaugurated, our hearts and minds are filled with pride, hope and promise. May this iconic building be a cradle of empowerment, igniting dreams and nurturing them into reality. May it propel our great nation to new heights of progress. pic.twitter.com/zzGuRoHrUS

    — Narendra Modi (@narendramodi) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেন্ট্রাল ভিস্তা, গণতন্ত্রের পীঠস্থান । সাংসদ, আমলাদের জন্য নির্মীত হলেও যা প্রবলভাবে আম-আদমির । দেশের সাধারণের কথাই আলোচিত হবে নয়া স্থাপত্যে । তর্ক হবে দেশের গরিমা নিয়ে । বিভিন্ন ক্ষেত্রে কীভাবে শ্রেষ্ঠত্বের আসনে বসবে দেশ, কষা হবে তার ব্লু-প্রিন্ট । ঠিক সেখানেই যেতে চেয়েছিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা ।

24 এপ্রিল থেকেই যন্তর মন্তরে প্রতিবাদে বসেছেন দেশের সোনার ছেলে-মেয়েরা । এদিন নিজেদের প্রতিবাদ জানাতেই নয়া সংসদ ভবনের দিকে মিছিল করে যাচ্ছিলেন কুস্তিগীররা ৷ যন্তর মন্তর থেকে সেই মিছিলের শুরুতেই আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ ৷ সাক্ষী মালিক, ভীনেশ ফোগত এবং সঙ্গীতা ফোগতকে আটক করা হয় ৷ অভিযোগ, তাঁদের জবরদস্তি বাসে তোলার সময় পোশাক ছিঁড়ে দেওয়া হয় ৷ মহিলা পুলিশের নখে আঁচড় খেয়ে আহত হন পদ্মশ্রী সাক্ষী মালিক ৷ প্রতিবাদী কুস্তিগীরদের ডাকা 'মহিলা সম্মান মহাপঞ্চায়েত'-এর জন্য নয়া সংসদ ভবনের দিকে মিছিল করে যাচ্ছিলেন তাঁরা ৷ শেষপর্যন্ত যে সকল কৃতী কুস্তিগীররা লাঞ্ছিত হলেন, জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলা রুজু করল তাঁদেরই বিরুদ্ধে ।

আরও পড়ুন: নয়া সংসদ ভবনে কুস্তিগীরদের মিছিলে বাধা পুলিশের, আটক সাক্ষী-ভীনেশ-সঙ্গীতা

সবমিলিয়ে একইদিনে দুই বিপরীত চিত্র দেখল দেশ । একদিকে আলোর রোশনাই, ইতিহাসের মাহেন্দ্রক্ষণ । অন্যদিকে নিকষ কালো অন্ধকার । একদিকে নয়া উদ্বোধনের আনন্দে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদি, অন্যদিকে একসময় তাঁর সঙ্গে হাসিমুখে ফ্রেম শেয়ার করা সাক্ষী, বজরংদের হেনস্তা করছে পুলিশ । মাটিতে ফেলে তাঁদের আটকাচ্ছে রাষ্ট্র ।

আরও পড়ুন: নয়া সংসদ ভবনেও আট অঙ্গ ছুঁইয়ে দণ্ডবত প্রণাম প্রধানমন্ত্রী মোদির, কিন্তু কেন ?

Last Updated : May 28, 2023, 11:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.