কলকাতা, 2 জুন: যন্তর মন্তরে 35 দিনের দীর্ঘ প্রতিবাদ-ধরনার পর গত 28 মে দিল্লি পুলিশ টেনে হিঁচড়ে তাঁদের সরিয়ে দিয়েছিল ৷ অলিম্পিক্স ও কমনওয়েলথের মতো মঞ্চে পদকজয়ী কুস্তিগীরদের হেনস্থার ঘটনা পুলিশের ভূমিকার সমালোচনা করেছে প্রায় সকলেই ৷ প্রতিবাদে পদক বিসর্জন দিতেও গিয়েছিলেন তাঁরা ৷ এমনকী 5 দিনের সময়ও বেঁধে দিয়েছেন আন্দোলনকারী কুস্তিগীররা ৷ তারই মধ্যে আজ ফের দেশবাসীর কাছে সমর্থন চেয়ে সোশাল মিডিয়ায় আবেদন করলেন কুস্তিগীর সাক্ষী মালিক ৷ পদক জয়ের মুহূর্ত থেকে রাস্তায় টেনে হিঁচড়ে বাসে তোলার ছবি ৷ সব নিয়েই একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷
- — Sakshee Malikkh (@SakshiMalik) June 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Sakshee Malikkh (@SakshiMalik) June 2, 2023
">— Sakshee Malikkh (@SakshiMalik) June 2, 2023
অলিম্পিকের মঞ্চে তিনি পদক জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন ৷ কমনওয়েলথ 2022-এ কুস্তিতে প্রথম সোনার পদকটি নিয়ে এসেছিলেন ৷ শুধু সাক্ষী মালিক নন, ভিনেশ ফোগত, বজরং পুনিয়া-সহ একাধিক ভারতীয় কুস্তিগীরকে পাশে নিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, তাঁরা দেশের গর্ব ৷ কিন্তু, সেই কুস্তিগীররা যখন সুবিচারের দাবিতে রাস্তায় পুলিশি হেনস্থার শিকার হলেন, তাঁদের সমর্থনে বা সুবিচারের আশ্বাসটুকুও দেননি প্রধানমন্ত্রী ৷ তাই এবার দেশবাসীর কাছে পাশে থাকার আর্জি জানালেন সাক্ষী মালিক ৷
-
बृजभूषण सिंह को कौन बचा रहा है? pic.twitter.com/8KaYD6Pd95
— Congress (@INCIndia) June 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">बृजभूषण सिंह को कौन बचा रहा है? pic.twitter.com/8KaYD6Pd95
— Congress (@INCIndia) June 2, 2023बृजभूषण सिंह को कौन बचा रहा है? pic.twitter.com/8KaYD6Pd95
— Congress (@INCIndia) June 2, 2023
অলিম্পিক্স পদকজয়ী এই কুস্তিগীর নিজের সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সেখানে তাঁর এবং ভিনেশের গতবছর কমনওয়েলথে সোনার পদকজয়ের মুহূর্ত তুলে ধরা হয়েছে ৷ যেখানে ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভারে, কুস্তিগীরদের পরিশ্রমের বিবরণ তুলে ধরা হয়েছে ৷ আর শেষে আছে গত একসপ্তাহে তাঁদের সঙ্গে ঘটে চলা ঘটনার দৃশ্য ৷ যেখানে ভিনেশকে বলতে শোনা গিয়েছে, "আর কাউকে বলব না, দেশের জন্য পদক জিতে এসো ৷" শেষে বার্তা, "আমাদের দেশের গর্ব এই কুস্তিগীরদের সমর্থন করুন ৷"
আরও পড়ুন: দিল্লির পর উত্তরপ্রদেশ, আজ ব্রিজভূষণের রাজ্যেই কুস্তিগীরদের মহাপঞ্চায়েত
এই ঘটনায় ইতিমধ্যে কংগ্রেসও কোমড় বেঁধে নেমেছে ময়দানে ৷ ব্রিজভূষণ শরণ সিংকে বাঁচানোর অভিযোগে সরাসরি মোদিকে নিশানা করা হয়েছে ৷ সোশাল মিডিয়ায় একটি এডিট করা ছবি পোস্ট করেছে কংগ্রেস ৷ সেখানে দেখা যাচ্ছে, মোদির আড়ালে লুকিয়ে রয়েছেন রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার সভাপতি ৷ অর্থাৎ, সরাসরি মোদির বিরুদ্ধে তাঁর সাংসদকে আড়াল করার অভিযোগ তুলেছে কংগ্রেস ৷