ETV Bharat / bharat

''বাড়িতে থাকলেও মরতেন'', আন্দোলনকারী কৃষকদের মৃত্যু নিয়ে মন্ত্রীর মন্তব্যে নিন্দার ঝড় - জেপি দালাল

কৃষক মৃত্যু নিয়ে ''অমানবিক'' মন্তব্য করে নিন্দার মুখে পড়লেন হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল।

"Wouldn't They Die At Home?": Haryana Minister JP Dalal On Farmers' Protest Deaths
কৃষক মৃত্যুতে মন্ত্রীর উপহাসে নিন্দার ঝড়
author img

By

Published : Feb 14, 2021, 10:22 AM IST

চণ্ডীগড়, 14 ফেব্রুয়ারি: আন্দোলনকারী কৃষকদের মৃত্যু নিয়ে বিরূপ মন্তব্য করে বিতর্কে জড়ালেন হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল। তাঁর দাবি, বিক্ষোভরত যে কৃষকদের মৃত্যু হয়েছে, বাড়িতে বসে থাকলেও তাঁরা মারাই যেতেন । এই মন্তব্যের পর মন্ত্রী দালালের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় উঠেছে নিন্দার ঝড় । এই ইশুতে দালালকে একহাত নিয়েছে কংগ্রেসও ।

''আন্দোলনরত 200 জন কৃষকের মৃত্যু'' নিয়ে শনিবার হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালালকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। জবাবে হাসতে হাসতে তিনি বলেন, ''তাঁরা কি বাড়িতে থাকলে মারা যেতেন না ? তাঁরা বাড়িতে থাকলে, সেখানেও মারা যেতেন । 6 মাসে 1 থেকে 2 লাখ লোকের মধ্যে কি 200 জন মারা যান না ?'' তিনি আরও বলেন, ''কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, কেউ অসুস্থ হয়ে...নিজেদের কারণেই তাঁরা মারা যাচ্ছেন । তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।''

উল্লেখ্য, কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভরত হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশের বেশকয়েকজন কৃষক হৃদরোগে আক্রান্ত হয়ে ও অন্যান্য নানা কারণে গত তিন মাসে মারা গিয়েছেন । স্বাভাবিকভাবেই কৃষক মৃত্যু নিয়ে দালালের এই মন্তব্যকে ভালোভাবে নেয়নি নেটিজেন। মন্ত্রীকে ''অমানবিক'' আখ্যা দিয়ে তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করেছে তারা । চাপের মুখে দালালের দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ড্যামেজ কন্ট্রোলে তিনি বলেছেন, ''কেউ যদি এর দ্বারা আহত হন, তাহলে আমি ক্ষমা চাইছি । কেউ মারা গেলে আমি দুঃখিত হই ৷'' কৃষক কল্যাণে তিনি কাজ করে যাবেন বলেও দাবি করেছেন দালাল।

আরও পড়ুন: কৃষক বিক্ষোভ নিয়ে আরও কড়া অবস্থানের ইঙ্গিত মনোহরের, সাক্ষাৎ অমিত শাহর সঙ্গে

এদিকে এই ইশুতে দালালকে একহাত নিয়েছে কংগ্রেস । দলের নেতা রণদ্বীপ সিং সুরজেওয়ালা টুইট করেছেন, ''বিক্ষোভরত অন্নদাতাদের নিয়ে এমন কথা শুধু একজন অমানবিক লোকই বলতে পারেন। আমাদের কৃষক ভাইদের বলিদান নিয়ে হরিয়ানার কৃষিমন্ত্রীর এমন মন্তব্য ও হাসি খুবই দুঃখজনক।''

চণ্ডীগড়, 14 ফেব্রুয়ারি: আন্দোলনকারী কৃষকদের মৃত্যু নিয়ে বিরূপ মন্তব্য করে বিতর্কে জড়ালেন হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল। তাঁর দাবি, বিক্ষোভরত যে কৃষকদের মৃত্যু হয়েছে, বাড়িতে বসে থাকলেও তাঁরা মারাই যেতেন । এই মন্তব্যের পর মন্ত্রী দালালের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় উঠেছে নিন্দার ঝড় । এই ইশুতে দালালকে একহাত নিয়েছে কংগ্রেসও ।

''আন্দোলনরত 200 জন কৃষকের মৃত্যু'' নিয়ে শনিবার হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালালকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। জবাবে হাসতে হাসতে তিনি বলেন, ''তাঁরা কি বাড়িতে থাকলে মারা যেতেন না ? তাঁরা বাড়িতে থাকলে, সেখানেও মারা যেতেন । 6 মাসে 1 থেকে 2 লাখ লোকের মধ্যে কি 200 জন মারা যান না ?'' তিনি আরও বলেন, ''কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, কেউ অসুস্থ হয়ে...নিজেদের কারণেই তাঁরা মারা যাচ্ছেন । তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।''

উল্লেখ্য, কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভরত হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশের বেশকয়েকজন কৃষক হৃদরোগে আক্রান্ত হয়ে ও অন্যান্য নানা কারণে গত তিন মাসে মারা গিয়েছেন । স্বাভাবিকভাবেই কৃষক মৃত্যু নিয়ে দালালের এই মন্তব্যকে ভালোভাবে নেয়নি নেটিজেন। মন্ত্রীকে ''অমানবিক'' আখ্যা দিয়ে তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করেছে তারা । চাপের মুখে দালালের দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ড্যামেজ কন্ট্রোলে তিনি বলেছেন, ''কেউ যদি এর দ্বারা আহত হন, তাহলে আমি ক্ষমা চাইছি । কেউ মারা গেলে আমি দুঃখিত হই ৷'' কৃষক কল্যাণে তিনি কাজ করে যাবেন বলেও দাবি করেছেন দালাল।

আরও পড়ুন: কৃষক বিক্ষোভ নিয়ে আরও কড়া অবস্থানের ইঙ্গিত মনোহরের, সাক্ষাৎ অমিত শাহর সঙ্গে

এদিকে এই ইশুতে দালালকে একহাত নিয়েছে কংগ্রেস । দলের নেতা রণদ্বীপ সিং সুরজেওয়ালা টুইট করেছেন, ''বিক্ষোভরত অন্নদাতাদের নিয়ে এমন কথা শুধু একজন অমানবিক লোকই বলতে পারেন। আমাদের কৃষক ভাইদের বলিদান নিয়ে হরিয়ানার কৃষিমন্ত্রীর এমন মন্তব্য ও হাসি খুবই দুঃখজনক।''

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.