ETV Bharat / bharat

Yashwant Sinha Interview: আদিবাসী উন্নয়নে কী কাজ করেছেন প্রকাশ্যে আনুন দ্রৌপদী মুর্মু, এক্সক্লুসিভ যশবন্ত সিনহা

রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে দ্রৌপদী মুর্মুর মুখোমুখি যশবন্ত সিনহা (Yashwant Sinha on Draupadi Murmu)৷ আইএএস হিসেবে এবং রাজনীতিক হিসেবে দীর্ঘ পথ চলার পর এটা তাঁর আদর্শের লড়াই (ETV bharat Yashwant Sinha interview)৷ ইটিভি ভারতকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনই আরও কথা শেয়ার করলেন যশবন্ত সিনহা (Yashwant Sinha Interview)৷

would-like-draupadi-murmu-to-put-her-tribal-work-record-in-public-domain-yashwant-sinha
আদিবাসী উন্নয়নে কী কাজ করেছেন প্রকাশ্যে আনুন দ্রৌপদী মুর্মু, এক্সক্লুসিভ যশবন্ত সিনহা
author img

By

Published : Jun 24, 2022, 12:51 PM IST

নয়াদিল্লি, 24 জুন: দীর্ঘ রাজনৈতিক জীবন কাটিয়ে এ বার রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে যশবন্ত সিনহা (Yashwant Sinha on Draupadi Murmu)৷ সামনের মাসে হতে চলা রাষ্ট্রপতি নির্বাচনে তিনি সর্বসম্মত ভাবে গৃহীত বিরোধী প্রার্থী ৷ আইএএস অফিসার থেকে জনতা দল, বিজেপি ও সবশেষে তৃণমূলে লম্বা রাজনৈতিক জীবনে এসেছে নানা ওঠা-পড়া ৷ দীর্ঘ সময় গেরুয়া শিবিরে থাকা এই যশবন্তই হয়ে উঠেছেন নরেন্দ্র মোদি সরকারের কঠোর সমালোচক ৷ কেমন ছিল নীতি-আদর্শগত লড়াই ? রাজনৈতিক জীবন ? প্রশাসনিক কেরিয়ার ? রাইসিনা হিলসে যাওয়ার দৌড়ে কীভাবে সামলাবেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu)? ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা আলোচনায় নানা কথা ভাগ করে নিলেন যশবন্ত সিনহা (Yashwant Sinha Interview)৷

ইটিভি ভারত: রাষ্ট্রপতি নির্বাচনে জিততে যে ভোট প্রয়োজন, তার থেকে মাত্র এক শতাংশ ভোট কম রয়েছে এনডিএ-র ৷ এই পরিস্থিতিকে কীভাবে কাজে লাগাবেন ? কীভাবে বিহার, ঝাড়খণ্ড ও ওডিশার দলগুলির সমর্থন আদায় করবেন ?

যশবন্ত সিনহা: আমাদের একটা রণকৌশল রয়েছে, তবে সেটা সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করব না ৷ তাহলে সেটা কোনও রণকৌশল থাকবে না ৷ তবে এটুকু বলতে পারি যে হতাশার কোনও কারণ নেই ৷

ইটিভি ভারত: আপনি কি বিহার, ঝাড়খণ্ড ও ওডিশার মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন ?

যশবন্ত সিনহা: আমার হয়ে অনেকেই তাঁদের সঙ্গে কথা বলছেন ৷ আমি নিজে এখনও তাঁদের সঙ্গে কথা বলিনি ৷

ইটিভি ভারত: মনোনয়ন জমা দেওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে আপনার পরিকল্পনা কী ? আপনি কোথা থেকে প্রচার শুরু করবেন ?

যশবন্ত সিনহা: বিহার থেকে প্রচার শুরু করব ৷ তবে মনোনয়ন জমা দেওয়ার আগে বিহারে যাব নাকি পরে, তা নিয়ে আলোচনা চলছে ৷ বিহার থেকে আমি ঝাড়খণ্ড যাব ৷ এরপর যাব অন্যান্য সব রাজ্যে ৷

আরও পড়ুন: Droupadi Murmu vs Yashwant Sinha: অঙ্কের হিসেবে রাইসিনার লড়াইয়ের প্রথম ল্যাপেই কি পিছিয়ে যশোবন্ত !

ইটিভি ভারত: প্রথম বৈঠকের পর বিবৃতি দিতে গিয়ে আপনি উল্লেখ করেছিলেন যে, আপনার এই লড়াই দ্রৌপদী মুর্মুর সঙ্গে নয়, এই লড়াই আদর্শের...

যশবন্ত সিনহা: খুব সহজ ব্যাপার ৷ কয়েকজন বলছে যে আপনার বিরুদ্ধে একজন মহিলা দাঁড়িয়েছেন যিনি আবার আদিবাসী সম্প্রদায়ের ৷ এর ফলে তিনি বেশি সহমর্মিতা আদায় করে নিচ্ছেন ৷ তবে এ ধরনের বিবৃতির জবাবে একটাই কথা বলব যে, একজনের সম্পত্তিকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না ৷ আমি কোন পরিবার বা কোন সম্প্রদায়ে জন্মাব সেটাও কেউ নিয়ন্ত্রণ করতে পারে না ৷ কাজেই আমি এই পরিবারে জন্মেছি, তিনি (দ্রৌপদী মুর্মু) এমন পরিবারে জন্মাননি, এ সব নিয়ে আমি ভাবি না (ETV bharat Yashwant Sinha interview)৷

এটা কোনও ইস্যুই নয় ৷ বিষয়টা হল সমাজকল্যাণের এবং এসসি, এসটি, মহিলা ও অন্যান্য দুর্বল শ্রেণির মানুষদের অগ্রগতি ৷ আর এই প্রশ্নের জবাবে এটাই বলব যে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী যখন ছিলাম তখন যে পাঁচটি বাজেট আমি পেশ করেছি, তখন দেশের এসসি, এসটি জনসংখ্যার প্রতি বিশেষ যত্ন নিয়েছি ৷ সবসময় তাঁদের কল্যাণে ব্যবস্থা নিয়েছি ৷ আমি ঝাড়খণ্ডে ডেপুটি কমিশনার হিসেবে কর্তব্যরত ছিলাম ৷ কাজেই আমার গোটা কেরিয়ার আইএএস হিসেবে এবং রাজনীতিক হিসেবে মানুষের কল্যাণে কাজ করে গিয়েছি ৷

আমার সামনে আমি এমন একজনকেই প্রার্থী চাইব যাঁর মানুষের জন্য কাজ করার রেকর্ড রয়েছে ৷ নিজের সম্প্রদায় ও পিছিয়ে পড়া মানুষদের জন্য তিনি কী কাজ করেছেন ? তিনি ওডিশার মন্ত্রী ছিলেন এবং ঝাড়খণ্ডের রাজ্যপালও ছিলেন ৷

ইটিভি ভারত: এর আগে ভারত কোনও আদিবাসী সম্প্রদায়ের রাষ্ট্রপতি পায়নি ৷ এই অবস্থায় দ্রৌপদী মুর্মুকে পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে এনডিএ-র তুলে ধরাকে কীভাবে দেখছেন ? বিজেপি কি অরাজনৈতিক জুয়া খেলল ? আপনি কী মনে করেন ?

যশবন্ত সিনহা: 'ওয়াই' দিয়ে নাম শুরু হচ্ছে, এমন রাষ্ট্রপতি আমরা আগে কখনও পাইনি ৷ কাজেই যে কোনও কিছুই প্রথম বার হতে পারে ৷ 2017 সালে কেন তাঁকে ওরা রাষ্ট্রপতি করল না ? আপনি মোদি সরকারকে জিজ্ঞেস করুন ৷

ইটিভি ভারত: বিভিন্ন রাজনৈতিক দলের থেকে বলা হচ্ছে যে, মুর্মুকে যেখানে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হয়েছে এবং নিজের বয়সের দিকে তাকিয়ে যশবন্ত সিনহার নাম প্রত্যাহার করে নেওয়া উচিত ৷ আপনি কি মনে করেন হেরে যাওয়া একটা লড়াইয়ে নেমেছেন ?

যশবন্ত সিনহা: এটা সম্পূর্ণ ভুল কথা ৷ জানি না কারা এটা বলছে ? কেন আমি নাম প্রত্যাহার করব ? আমাকে কেউ নাম প্রত্যাহার করার কথা বলেননি ৷ আর এটা আদর্শের লড়াই ৷ কোথা থেকে এই প্রশ্ন উঠছে ? বোকা লোকেরা এমন বোকা দাবি জানাচ্ছে ৷

ইটিভি ভারত: ফারুক আবদুল্লাহ, শরদ পাওয়ার ও গোপালকৃষ্ণ গান্ধি নাম প্রত্যাহার করে নিয়েছেন ৷ কাজেই কে আপনাকে প্রথম এই প্রস্তাব দিলেন ?

যশবন্ত সিনহা: ওদের নিজেদের ভাবনাচিন্তা রয়েছে আর আমার নিজের ৷ শরদ পাওয়ার ও মল্লিকার্জুন খাড়গে প্রথম আমায় প্রস্তাব দেন ৷

নয়াদিল্লি, 24 জুন: দীর্ঘ রাজনৈতিক জীবন কাটিয়ে এ বার রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে যশবন্ত সিনহা (Yashwant Sinha on Draupadi Murmu)৷ সামনের মাসে হতে চলা রাষ্ট্রপতি নির্বাচনে তিনি সর্বসম্মত ভাবে গৃহীত বিরোধী প্রার্থী ৷ আইএএস অফিসার থেকে জনতা দল, বিজেপি ও সবশেষে তৃণমূলে লম্বা রাজনৈতিক জীবনে এসেছে নানা ওঠা-পড়া ৷ দীর্ঘ সময় গেরুয়া শিবিরে থাকা এই যশবন্তই হয়ে উঠেছেন নরেন্দ্র মোদি সরকারের কঠোর সমালোচক ৷ কেমন ছিল নীতি-আদর্শগত লড়াই ? রাজনৈতিক জীবন ? প্রশাসনিক কেরিয়ার ? রাইসিনা হিলসে যাওয়ার দৌড়ে কীভাবে সামলাবেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu)? ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা আলোচনায় নানা কথা ভাগ করে নিলেন যশবন্ত সিনহা (Yashwant Sinha Interview)৷

ইটিভি ভারত: রাষ্ট্রপতি নির্বাচনে জিততে যে ভোট প্রয়োজন, তার থেকে মাত্র এক শতাংশ ভোট কম রয়েছে এনডিএ-র ৷ এই পরিস্থিতিকে কীভাবে কাজে লাগাবেন ? কীভাবে বিহার, ঝাড়খণ্ড ও ওডিশার দলগুলির সমর্থন আদায় করবেন ?

যশবন্ত সিনহা: আমাদের একটা রণকৌশল রয়েছে, তবে সেটা সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করব না ৷ তাহলে সেটা কোনও রণকৌশল থাকবে না ৷ তবে এটুকু বলতে পারি যে হতাশার কোনও কারণ নেই ৷

ইটিভি ভারত: আপনি কি বিহার, ঝাড়খণ্ড ও ওডিশার মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন ?

যশবন্ত সিনহা: আমার হয়ে অনেকেই তাঁদের সঙ্গে কথা বলছেন ৷ আমি নিজে এখনও তাঁদের সঙ্গে কথা বলিনি ৷

ইটিভি ভারত: মনোনয়ন জমা দেওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে আপনার পরিকল্পনা কী ? আপনি কোথা থেকে প্রচার শুরু করবেন ?

যশবন্ত সিনহা: বিহার থেকে প্রচার শুরু করব ৷ তবে মনোনয়ন জমা দেওয়ার আগে বিহারে যাব নাকি পরে, তা নিয়ে আলোচনা চলছে ৷ বিহার থেকে আমি ঝাড়খণ্ড যাব ৷ এরপর যাব অন্যান্য সব রাজ্যে ৷

আরও পড়ুন: Droupadi Murmu vs Yashwant Sinha: অঙ্কের হিসেবে রাইসিনার লড়াইয়ের প্রথম ল্যাপেই কি পিছিয়ে যশোবন্ত !

ইটিভি ভারত: প্রথম বৈঠকের পর বিবৃতি দিতে গিয়ে আপনি উল্লেখ করেছিলেন যে, আপনার এই লড়াই দ্রৌপদী মুর্মুর সঙ্গে নয়, এই লড়াই আদর্শের...

যশবন্ত সিনহা: খুব সহজ ব্যাপার ৷ কয়েকজন বলছে যে আপনার বিরুদ্ধে একজন মহিলা দাঁড়িয়েছেন যিনি আবার আদিবাসী সম্প্রদায়ের ৷ এর ফলে তিনি বেশি সহমর্মিতা আদায় করে নিচ্ছেন ৷ তবে এ ধরনের বিবৃতির জবাবে একটাই কথা বলব যে, একজনের সম্পত্তিকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না ৷ আমি কোন পরিবার বা কোন সম্প্রদায়ে জন্মাব সেটাও কেউ নিয়ন্ত্রণ করতে পারে না ৷ কাজেই আমি এই পরিবারে জন্মেছি, তিনি (দ্রৌপদী মুর্মু) এমন পরিবারে জন্মাননি, এ সব নিয়ে আমি ভাবি না (ETV bharat Yashwant Sinha interview)৷

এটা কোনও ইস্যুই নয় ৷ বিষয়টা হল সমাজকল্যাণের এবং এসসি, এসটি, মহিলা ও অন্যান্য দুর্বল শ্রেণির মানুষদের অগ্রগতি ৷ আর এই প্রশ্নের জবাবে এটাই বলব যে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী যখন ছিলাম তখন যে পাঁচটি বাজেট আমি পেশ করেছি, তখন দেশের এসসি, এসটি জনসংখ্যার প্রতি বিশেষ যত্ন নিয়েছি ৷ সবসময় তাঁদের কল্যাণে ব্যবস্থা নিয়েছি ৷ আমি ঝাড়খণ্ডে ডেপুটি কমিশনার হিসেবে কর্তব্যরত ছিলাম ৷ কাজেই আমার গোটা কেরিয়ার আইএএস হিসেবে এবং রাজনীতিক হিসেবে মানুষের কল্যাণে কাজ করে গিয়েছি ৷

আমার সামনে আমি এমন একজনকেই প্রার্থী চাইব যাঁর মানুষের জন্য কাজ করার রেকর্ড রয়েছে ৷ নিজের সম্প্রদায় ও পিছিয়ে পড়া মানুষদের জন্য তিনি কী কাজ করেছেন ? তিনি ওডিশার মন্ত্রী ছিলেন এবং ঝাড়খণ্ডের রাজ্যপালও ছিলেন ৷

ইটিভি ভারত: এর আগে ভারত কোনও আদিবাসী সম্প্রদায়ের রাষ্ট্রপতি পায়নি ৷ এই অবস্থায় দ্রৌপদী মুর্মুকে পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে এনডিএ-র তুলে ধরাকে কীভাবে দেখছেন ? বিজেপি কি অরাজনৈতিক জুয়া খেলল ? আপনি কী মনে করেন ?

যশবন্ত সিনহা: 'ওয়াই' দিয়ে নাম শুরু হচ্ছে, এমন রাষ্ট্রপতি আমরা আগে কখনও পাইনি ৷ কাজেই যে কোনও কিছুই প্রথম বার হতে পারে ৷ 2017 সালে কেন তাঁকে ওরা রাষ্ট্রপতি করল না ? আপনি মোদি সরকারকে জিজ্ঞেস করুন ৷

ইটিভি ভারত: বিভিন্ন রাজনৈতিক দলের থেকে বলা হচ্ছে যে, মুর্মুকে যেখানে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হয়েছে এবং নিজের বয়সের দিকে তাকিয়ে যশবন্ত সিনহার নাম প্রত্যাহার করে নেওয়া উচিত ৷ আপনি কি মনে করেন হেরে যাওয়া একটা লড়াইয়ে নেমেছেন ?

যশবন্ত সিনহা: এটা সম্পূর্ণ ভুল কথা ৷ জানি না কারা এটা বলছে ? কেন আমি নাম প্রত্যাহার করব ? আমাকে কেউ নাম প্রত্যাহার করার কথা বলেননি ৷ আর এটা আদর্শের লড়াই ৷ কোথা থেকে এই প্রশ্ন উঠছে ? বোকা লোকেরা এমন বোকা দাবি জানাচ্ছে ৷

ইটিভি ভারত: ফারুক আবদুল্লাহ, শরদ পাওয়ার ও গোপালকৃষ্ণ গান্ধি নাম প্রত্যাহার করে নিয়েছেন ৷ কাজেই কে আপনাকে প্রথম এই প্রস্তাব দিলেন ?

যশবন্ত সিনহা: ওদের নিজেদের ভাবনাচিন্তা রয়েছে আর আমার নিজের ৷ শরদ পাওয়ার ও মল্লিকার্জুন খাড়গে প্রথম আমায় প্রস্তাব দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.