ETV Bharat / bharat

হরিদ্বারে অনবরত জ্বলবে বিশ্বের সবচেয়ে বড় প্রদীপ - হরিদ্বারে কুম্ভমেলা

গতবছর 19 অক্টোবর কলকাতায় এই প্রদীপটি স্থাপন করেছিল এমআই ইন্ডিয়া ৷ চলতি বছরে কুম্ভমেলার জন্য প্রদীপটিকে হরিদ্বারে নিয়ে যাওয়া হয়েছে ৷

world's largest lamp installed in haridwar
world's largest lamp installed in haridwar
author img

By

Published : Apr 14, 2021, 10:51 PM IST

হরিদ্বার, 14 এপ্রিল : হরিদ্বারে কুম্ভমেলা উপলক্ষ্যে বসল বিশ্বের সবচেয়ে বড় প্রদীপ ৷ হরিদ্বারের আস্থা পথে বসানো এই প্রদীর অনবরত জ্বলবে ৷ কুম্ভমেলার আধিকারিক দীপক রাউত প্রদীপ প্রজ্জ্বলন করে এর উদ্বোধন করেন ৷ প্রদীপটির তেল ধারণ ক্ষমতা 2 হাজার 47 লিটার ৷

গতবছর 19 অক্টোবর কলকাতায় এই প্রদীপটি স্থাপন করেছিল এমআই ইন্ডিয়া ৷ চলতি বছরে কুম্ভমেলার জন্য প্রদীপটিকে হরিদ্বারে নিয়ে যাওয়া হয়েছে ৷ বিশালাকার প্রদীপটিকে আস্থা পথে স্থাপন করা হয়েছে ৷ সারাদিন রাত জ্বলবে এই প্রদীপ ৷ উদ্বোধনের পর মেলাধিকারী দীপক রাউত বলেছেন, "আজ আস্থা পথে সবচেয়ে বড় প্রদীপ বসল ৷ এটি গিনেস বুকে নাম তুলেছে ৷ প্রদীপটি করোনা যোদ্ধাদের জন্য সমর্পিত করেছি ৷ আশা করব এই মহামারী থেকে আমরা শীঘ্রই সুস্থ হয়ে উঠব ৷ কুম্ভমেলার সময় এই প্রদীপ স্থাপনের আলাদা মাহাত্ম্য রয়েছে ৷"

আস্থা পথে স্থাপিত বিশ্বের সবচেয়ে বড় প্রদীপ
আস্থা পথে স্থাপিত বিশ্বের সবচেয়ে বড় প্রদীপ

আরো পড়ুন : কুম্ভমেলা হতে পারে করোনার ‘সুপার স্প্রেডার’, চিন্তায় সরকার

প্রদীপ উদ্বোধনের মুহূর্তে
প্রদীপ উদ্বোধনের মুহূর্তে

এমআই-এর দাবি, বিশ্বে এর চেয়ে বড় প্রদীপ নেই ৷ এই বিষয়ে এমআই আধিকারিক রাজীব জানিয়েছেন, কুম্ভমেলা সবচেয়ে বড় মেলা ৷ প্রচুর মানুষের জনসমাগম হয় ৷ কলকাতায় দুর্গাপুজোর সময় প্রদীপটিকে স্থাপন করা হয়েছিল ৷ এখন থেকে হরিদ্বারের আস্থা পথে জ্বলবে প্রদীপটি ৷ আপাতত কিছুদিন প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করবে এমআই ৷ তারপর হরিদ্বারের জেলা প্রশাসনের এর দায়িত্ব নেবে ৷

হরিদ্বারে অনবরত জ্বলবে বিশ্বের সবচেয়ে বড় প্রদীপ

হরিদ্বার, 14 এপ্রিল : হরিদ্বারে কুম্ভমেলা উপলক্ষ্যে বসল বিশ্বের সবচেয়ে বড় প্রদীপ ৷ হরিদ্বারের আস্থা পথে বসানো এই প্রদীর অনবরত জ্বলবে ৷ কুম্ভমেলার আধিকারিক দীপক রাউত প্রদীপ প্রজ্জ্বলন করে এর উদ্বোধন করেন ৷ প্রদীপটির তেল ধারণ ক্ষমতা 2 হাজার 47 লিটার ৷

গতবছর 19 অক্টোবর কলকাতায় এই প্রদীপটি স্থাপন করেছিল এমআই ইন্ডিয়া ৷ চলতি বছরে কুম্ভমেলার জন্য প্রদীপটিকে হরিদ্বারে নিয়ে যাওয়া হয়েছে ৷ বিশালাকার প্রদীপটিকে আস্থা পথে স্থাপন করা হয়েছে ৷ সারাদিন রাত জ্বলবে এই প্রদীপ ৷ উদ্বোধনের পর মেলাধিকারী দীপক রাউত বলেছেন, "আজ আস্থা পথে সবচেয়ে বড় প্রদীপ বসল ৷ এটি গিনেস বুকে নাম তুলেছে ৷ প্রদীপটি করোনা যোদ্ধাদের জন্য সমর্পিত করেছি ৷ আশা করব এই মহামারী থেকে আমরা শীঘ্রই সুস্থ হয়ে উঠব ৷ কুম্ভমেলার সময় এই প্রদীপ স্থাপনের আলাদা মাহাত্ম্য রয়েছে ৷"

আস্থা পথে স্থাপিত বিশ্বের সবচেয়ে বড় প্রদীপ
আস্থা পথে স্থাপিত বিশ্বের সবচেয়ে বড় প্রদীপ

আরো পড়ুন : কুম্ভমেলা হতে পারে করোনার ‘সুপার স্প্রেডার’, চিন্তায় সরকার

প্রদীপ উদ্বোধনের মুহূর্তে
প্রদীপ উদ্বোধনের মুহূর্তে

এমআই-এর দাবি, বিশ্বে এর চেয়ে বড় প্রদীপ নেই ৷ এই বিষয়ে এমআই আধিকারিক রাজীব জানিয়েছেন, কুম্ভমেলা সবচেয়ে বড় মেলা ৷ প্রচুর মানুষের জনসমাগম হয় ৷ কলকাতায় দুর্গাপুজোর সময় প্রদীপটিকে স্থাপন করা হয়েছিল ৷ এখন থেকে হরিদ্বারের আস্থা পথে জ্বলবে প্রদীপটি ৷ আপাতত কিছুদিন প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করবে এমআই ৷ তারপর হরিদ্বারের জেলা প্রশাসনের এর দায়িত্ব নেবে ৷

হরিদ্বারে অনবরত জ্বলবে বিশ্বের সবচেয়ে বড় প্রদীপ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.