ETV Bharat / bharat

World Highest Gymnasium: 12 হাজার ফিট উপরে শরীরচর্চা ! বিশ্বের সবচেয়ে উঁচু জিমন্যাশিয়াম স্পিতি উপত্যকায় - স্পিটি ভ্যালি

পাহাড়ের উপরে শরীরচর্চা ৷ তাও 12 হাজার ফুট উঁচুতে ৷ এমনই একটি জিমন্যাশিয়াম তৈরি করেছে হিমাচল প্রদেশ সরকার ৷ যাবেন নাকি (World Highest Gymnasium) ?

Gymnasium in Spiti Valley
স্পিটির জিমন্যাশিয়াম
author img

By

Published : Jul 19, 2022, 10:43 AM IST

Updated : Jul 19, 2022, 11:48 AM IST

কুলু, 19 জুলাই: বিশ্বের সবচেয়ে উঁচুতে জিমন্যাশিয়াম, তাও ভারতে ৷ খুব তাড়াতাড়ি সাধারণ মানুষ হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালির এই জিমন্যাশিয়ামে যেতে পারবেন ৷ স্পিতির 12 হাজার ফুট উচ্চতায় কাজা স্পোর্টস কমপ্লেক্সে ( Kaza Sports Complex) নবনির্মিত এই জিমন্যাশিয়ামটি নাকি দুনিয়ার সবচেয়ে উঁচুতে, তেমনটাই দাবি করছে হিমাচল প্রদেশ সরকার ৷ এমনকী তারা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-কেও আমন্ত্রণ জানানোর ভাবনাচিন্তা করছে (World highest gymnasium located at 12,000 feet is in the Spiti valley of Himachal Pradesh) ৷

হিমাচলের উৎসাহী তরুণ প্রজন্মের জন্য 10 লক্ষ টাকার আধুনিক, উন্নত মানের সরঞ্জাম আছে এই জিমন্যাশিয়ামে ৷ রাজ্যের শিক্ষা ও প্রযুক্তি মন্ত্রী রামলাল মারকান্ডা এর উদ্বোধন করবেন ৷ তারপরই সাধারণ মানুষ এখানে এসে শারীরিক কসরত করতে পারবেন ৷

আরও পড়ুন: বাঙালি পর্যটকদের জন্য পুজোর বিশেষ প্যাকেজ হিমাচলপ্রদেশে

এ প্রসঙ্গে মারকান্ডা বলেন, "স্পিতি উপত্যকার তরুণরা এই ফিটনেস সেন্টারে দারুণ সুবিধে পাবে ৷ আজকালকার তরুণরা এমন জীবনযাপন করে যে শারীরিক ভাবে ফিট থাকে না ৷ সারাক্ষণ মোবাইল আর ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে তাঁদের শরীরের ক্ষতিও হয় ৷ এই জিম তাঁদের ফিট এবং সুস্থ থাকতে সাহায্য করবে ৷ শারীরিক যোগব্যায়ামের জন্য যথেষ্ট ব্যবস্থা আছে এখানে ৷"

এছাড়া, এই নতুন জিমন্যাশিয়াম তার অবস্থানের জন্য পর্যটকদের কাছেও আকর্ষণীয় ৷ খারাপ জীবন যাপনের জন্য পাহাড়ের অধিক উচ্চতায় বসবাসকারী মানুষদের প্রেশার, ডায়াবেটিস এবং অন্য নানা ধরনের সমস্যা হচ্ছে ৷ তাই এই ফিটনেস সেন্টার তাদের জীবনে পরিবর্তন আনতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, জানালেন মন্ত্রী ৷

কুলু, 19 জুলাই: বিশ্বের সবচেয়ে উঁচুতে জিমন্যাশিয়াম, তাও ভারতে ৷ খুব তাড়াতাড়ি সাধারণ মানুষ হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালির এই জিমন্যাশিয়ামে যেতে পারবেন ৷ স্পিতির 12 হাজার ফুট উচ্চতায় কাজা স্পোর্টস কমপ্লেক্সে ( Kaza Sports Complex) নবনির্মিত এই জিমন্যাশিয়ামটি নাকি দুনিয়ার সবচেয়ে উঁচুতে, তেমনটাই দাবি করছে হিমাচল প্রদেশ সরকার ৷ এমনকী তারা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-কেও আমন্ত্রণ জানানোর ভাবনাচিন্তা করছে (World highest gymnasium located at 12,000 feet is in the Spiti valley of Himachal Pradesh) ৷

হিমাচলের উৎসাহী তরুণ প্রজন্মের জন্য 10 লক্ষ টাকার আধুনিক, উন্নত মানের সরঞ্জাম আছে এই জিমন্যাশিয়ামে ৷ রাজ্যের শিক্ষা ও প্রযুক্তি মন্ত্রী রামলাল মারকান্ডা এর উদ্বোধন করবেন ৷ তারপরই সাধারণ মানুষ এখানে এসে শারীরিক কসরত করতে পারবেন ৷

আরও পড়ুন: বাঙালি পর্যটকদের জন্য পুজোর বিশেষ প্যাকেজ হিমাচলপ্রদেশে

এ প্রসঙ্গে মারকান্ডা বলেন, "স্পিতি উপত্যকার তরুণরা এই ফিটনেস সেন্টারে দারুণ সুবিধে পাবে ৷ আজকালকার তরুণরা এমন জীবনযাপন করে যে শারীরিক ভাবে ফিট থাকে না ৷ সারাক্ষণ মোবাইল আর ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে তাঁদের শরীরের ক্ষতিও হয় ৷ এই জিম তাঁদের ফিট এবং সুস্থ থাকতে সাহায্য করবে ৷ শারীরিক যোগব্যায়ামের জন্য যথেষ্ট ব্যবস্থা আছে এখানে ৷"

এছাড়া, এই নতুন জিমন্যাশিয়াম তার অবস্থানের জন্য পর্যটকদের কাছেও আকর্ষণীয় ৷ খারাপ জীবন যাপনের জন্য পাহাড়ের অধিক উচ্চতায় বসবাসকারী মানুষদের প্রেশার, ডায়াবেটিস এবং অন্য নানা ধরনের সমস্যা হচ্ছে ৷ তাই এই ফিটনেস সেন্টার তাদের জীবনে পরিবর্তন আনতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, জানালেন মন্ত্রী ৷

Last Updated : Jul 19, 2022, 11:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.