ETV Bharat / bharat

Women's Reservation Bill Passed Rajya Sabha: রাজ্যসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল, বিপক্ষে শূন্য ভোট

লোকসভায় পাশের পর বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ হল মহিলা সংরক্ষণ বিল| আর গোটাদিন এই বিষয়ের উপর আলোচনার পর রাতে রাজ্যসভাতেও ভোটাভুটিতে পাশ হল মহিলা সংরক্ষণ বিল ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 10:13 PM IST

Updated : Sep 21, 2023, 10:50 PM IST

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: লোকসভায় পাশের পর বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ হল মহিলা সংরক্ষণ বিল| আর গোটাদিন এই বিষয়ের উপর আলোচনার পর রাতে রাজ্যসভাতেও ভোটাভুটিতে পাশ হল এই বিল ৷ এদিন রাজ্যসভায় 215টি ভোট পড়ে বিলের পক্ষে ৷ অন্যদিকে বিলের বিপক্ষে একটিও ভোট পড়েনি ৷ ঐতিহাসিক এই বিল এবার রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় ৷

উল্লেখযোগ্যভাবে, এদিন ভোটাভুটির পর রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় জানান, দুই তৃতীয়াংশ ভোটেই এই বিল পাশ হয়েছে ৷ একই সঙ্গে, এদিন একজন সাংসদও অনুপস্থিত ছিলেন না বলেও জানান চেয়ারম্যান ৷ অন্যদিকে, এদিন ভোটাভুটির পর চেয়ারম্য়ান জানান, হিন্দু রীতি অনুযায়ী এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ৷ আর সেদিনই রাজ্যসভাতেও মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাও জানান চেয়ারম্যান ৷

এর আগে লোকসভায় বুধবার দুই তৃতীয়াংশ সাংসদের ভোটে পাশ হয়ে গিয়েছিল বিল ৷ রাজ্যসভায় পাশ হওয়ার পর এবার নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনের জন্য বিল পাঠানো হবে ৷ তাৎপর্যপূর্ণভাবে, এদিন বিল নিয়ে আলোচনার সময়ই রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাফ জানান, তাঁরা এই বিলকে বিনা শর্তে সমর্থন করছে ৷ বিলকে সমর্থন করেছে আম আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেসও ৷

  • #WATCH | " It is only a coincidence...as per Hindu calendar, today is Prime Minister Narendra Modi's birthday", says Rajya Sabha Chairman and Vice President Jagdeep Dhankhar pic.twitter.com/NLjD26kZiS

    — ANI (@ANI) September 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, এদিন রাজ্যসভায় বিলের উপর জবাবি ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "এই বিল দেশের মানুষের মধ্যে একটি নতুন আস্থার জন্ম দেবে ৷ রাজ্যসভার সমস্ত সদস্য এবং রাজনৈতিক দলগুলি মহিলাদের ক্ষমতায়ন এবং 'নারী শক্তি' বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আসুন আমরা দেশকে একটি শক্তিশালী বার্তা দিই।"

আরও পড়ুন: গুরুতর অপরাধে অভিযুক্তদের নিয়ে চ্যানেলে আর খবর নয়, নয়া নির্দেশিকা কেন্দ্রের

এর আগে 2010 সালের মার্চে রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে সক্ষম হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ যদিও লোকসভায় আরজেডি এবং সমাজবাদী পার্টির বিরোধিতায় সেই বিল আটকে যায় ৷ এদিন রাজ্যসভাতে বিল পাশ হয়েও একাধিক অ্যামেন্ডনমেন্ট (সংশোধনী প্রস্তাব) আনেন বেশ কয়েকজন সাংসদ ৷ লোকসভাতেও যেভাবে মহিলা সংরক্ষণ বিলের মধ্যে সংশোধন আনতে চেয়ে অনেক সাংসদই ওবিসি যোগ করার কথা বলেছিলেন, রাজ্যসভাতেও সেই একই প্রস্তাব দেন অধিকাংশ সাংসদ ৷ যদিও সবকটি সংশোধনী প্রস্তাবই শেষ পর্যন্ত ভোটাভুটিতে খারিজ হয়ে যায় ৷

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: লোকসভায় পাশের পর বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ হল মহিলা সংরক্ষণ বিল| আর গোটাদিন এই বিষয়ের উপর আলোচনার পর রাতে রাজ্যসভাতেও ভোটাভুটিতে পাশ হল এই বিল ৷ এদিন রাজ্যসভায় 215টি ভোট পড়ে বিলের পক্ষে ৷ অন্যদিকে বিলের বিপক্ষে একটিও ভোট পড়েনি ৷ ঐতিহাসিক এই বিল এবার রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় ৷

উল্লেখযোগ্যভাবে, এদিন ভোটাভুটির পর রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় জানান, দুই তৃতীয়াংশ ভোটেই এই বিল পাশ হয়েছে ৷ একই সঙ্গে, এদিন একজন সাংসদও অনুপস্থিত ছিলেন না বলেও জানান চেয়ারম্যান ৷ অন্যদিকে, এদিন ভোটাভুটির পর চেয়ারম্য়ান জানান, হিন্দু রীতি অনুযায়ী এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ৷ আর সেদিনই রাজ্যসভাতেও মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাও জানান চেয়ারম্যান ৷

এর আগে লোকসভায় বুধবার দুই তৃতীয়াংশ সাংসদের ভোটে পাশ হয়ে গিয়েছিল বিল ৷ রাজ্যসভায় পাশ হওয়ার পর এবার নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনের জন্য বিল পাঠানো হবে ৷ তাৎপর্যপূর্ণভাবে, এদিন বিল নিয়ে আলোচনার সময়ই রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাফ জানান, তাঁরা এই বিলকে বিনা শর্তে সমর্থন করছে ৷ বিলকে সমর্থন করেছে আম আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেসও ৷

  • #WATCH | " It is only a coincidence...as per Hindu calendar, today is Prime Minister Narendra Modi's birthday", says Rajya Sabha Chairman and Vice President Jagdeep Dhankhar pic.twitter.com/NLjD26kZiS

    — ANI (@ANI) September 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, এদিন রাজ্যসভায় বিলের উপর জবাবি ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "এই বিল দেশের মানুষের মধ্যে একটি নতুন আস্থার জন্ম দেবে ৷ রাজ্যসভার সমস্ত সদস্য এবং রাজনৈতিক দলগুলি মহিলাদের ক্ষমতায়ন এবং 'নারী শক্তি' বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আসুন আমরা দেশকে একটি শক্তিশালী বার্তা দিই।"

আরও পড়ুন: গুরুতর অপরাধে অভিযুক্তদের নিয়ে চ্যানেলে আর খবর নয়, নয়া নির্দেশিকা কেন্দ্রের

এর আগে 2010 সালের মার্চে রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে সক্ষম হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ যদিও লোকসভায় আরজেডি এবং সমাজবাদী পার্টির বিরোধিতায় সেই বিল আটকে যায় ৷ এদিন রাজ্যসভাতে বিল পাশ হয়েও একাধিক অ্যামেন্ডনমেন্ট (সংশোধনী প্রস্তাব) আনেন বেশ কয়েকজন সাংসদ ৷ লোকসভাতেও যেভাবে মহিলা সংরক্ষণ বিলের মধ্যে সংশোধন আনতে চেয়ে অনেক সাংসদই ওবিসি যোগ করার কথা বলেছিলেন, রাজ্যসভাতেও সেই একই প্রস্তাব দেন অধিকাংশ সাংসদ ৷ যদিও সবকটি সংশোধনী প্রস্তাবই শেষ পর্যন্ত ভোটাভুটিতে খারিজ হয়ে যায় ৷

Last Updated : Sep 21, 2023, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.