ETV Bharat / bharat

Women in Saree Play Football: শাড়ি পরেই দেদার জালে বল জড়াল 'দস্যি মেয়ে'রা, ভিডিয়ো ভাইরাল নেটপাড়ায় - Gwalior women play football wearing saree

মধ্যপ্রদেশের গোয়ালিয়রে 'গোল ইন শাড়ি' প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷ যেখানে শাড়ি পরে মহিলাদের মাঠে ফুটবল খেলতে দেখা গেল (Women Play Football in Saree) ৷ দেখুন সেই ভাইরাল ভিডিয়ো ৷

Women teams play football wear sarees
মহিলা ফুটবল প্রতিযোগিতা
author img

By

Published : Mar 26, 2023, 4:58 PM IST

Updated : Mar 26, 2023, 5:57 PM IST

নারীরা মধ্যপ্রদেশে শাড়ি পরেই মাতলেন ফুটবল খেলায়

গোয়ালিয়র, 26 মার্চ: শাড়িতে স্বয়ংসম্পূর্ণা নারী ৷ তবে কেবল গেরস্থালীর কাজে নয় বরং খেলার মাঠেও ৷ মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শাড়ি পরে ফুটবল মাঠ মাতালেন একদল দামাল মেয়ে ৷ যাঁদের কেউ কিশোরী, কেউ যুবতী, কেউ বা মহিলা ৷ তাঁরা দেদার বলও জড়ালেন জালে (Goal in Saree) ৷ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ৷ আর দস্যি মেয়েদের সেই ফুটবল খেলার দৃশ্য হু হু করে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৷ যদি আপনি এখনও সেই ফুটবল খেলার ভিডিয়ো না দেখে থাকেন তাহলে চট করে দেখে নিন ৷ ভিডিয়োতে প্রাদেশিক ঢঙে শাড়ি পরে ফুটবল মাঠ মাতাতে দেখা গিয়েছে মেয়েদের (Gwalior women play football wearing saree) ৷

শাড়ি পরে ফুটবল খেলল মহিলারা: তবে আমরা প্রায়শই পাড়া, মাঠ থেকে গলিতে পুরুষদেরই ফুটবল খেলতে দেখতে অভ্যস্ত ৷ কিন্তু মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ধরা পড়ল একটু অন্যকরম ছবি ৷ যেখানে শাড়ি পরে মহিলাদের ফুটবল খেলার একটি ভিডিয়ো লাইমলাইটে এসেছে। গোয়ালিয়রে সম্প্রতি মহিলাদের একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় ৷ যার নাম দেওয়া হয়েছে, 'গোল ইন শাড়ি' । সেই প্রতিযোগিতাতেই নারীরা শাড়ি পরে মাঠে নেমে পড়েন এবং সাবলীলভাবে ফুটবল খেলেন তাঁরা ৷

আটটি দল প্রতিযোগিতায় অংশ নিয়েছে: গোয়ালিয়রের এমএলবি গ্রাউন্ডে ওই মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷ এই প্রতিযেগিতা চলবে 2 দিনব্যাপী ৷ শহরের প্রায় আটটিরও বেশি মহিলা দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতার প্রথম দিনে পিঙ্ক ব্লু ও অরেঞ্জ মেলা দলের মধ্যে একটি ম্যাচ হয় ৷ যেখানে পিঙ্ক দল দুর্দান্ত পারফর্ম করে প্রথম ম্যাচে জয়লাভ করেছে ।

25 থেকে 50 বছর বয়সিরা ফুটবল খেলছেন: এই প্রতিযোগিতায় রঙিন শাড়ি পরে মহিলাদের ফুটবল খেলতে দেখা গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োয় একটি দলের মহিলারা পরে ছিলেন সবুজ শাড়ি ৷ অন্য দলের মহিলারা পরেছিলেন কমলা রঙের শাড়ি ৷ সবমিলিয়ে স্থানীয় এলাকায় যথেষ্ট উত্তেজনার সঞ্চার করে মহিলাদের এই ফুটবল প্রতিযোগিতা। 25 থেকে 50 বছর বয়সিরা অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় ৷ মহিলাদের ব্যাপক উদ্যমের সঙ্গে খেলতে দেখে সবাই অবাক হয়ে যায় ৷ নিন্দুকেরা বলছেন, মহিলাদের প্রতাপ শুধু রান্নাঘরে সীমাবদ্ধ নয়, মাঠেও তারা মর্যাদা বজায় রেখেছে । প্রমাণ করে দিচ্ছে, যে রাঁধে সে চুলও বাঁধে ৷

আরও পড়ুন: সোহাগ চাঁদ বদনি... লোকগীতির তালে পঞ্চমীতে মহুয়ার সঙ্গে কোমর দোলাল নেটপাড়া

নারীরা মধ্যপ্রদেশে শাড়ি পরেই মাতলেন ফুটবল খেলায়

গোয়ালিয়র, 26 মার্চ: শাড়িতে স্বয়ংসম্পূর্ণা নারী ৷ তবে কেবল গেরস্থালীর কাজে নয় বরং খেলার মাঠেও ৷ মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শাড়ি পরে ফুটবল মাঠ মাতালেন একদল দামাল মেয়ে ৷ যাঁদের কেউ কিশোরী, কেউ যুবতী, কেউ বা মহিলা ৷ তাঁরা দেদার বলও জড়ালেন জালে (Goal in Saree) ৷ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ৷ আর দস্যি মেয়েদের সেই ফুটবল খেলার দৃশ্য হু হু করে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৷ যদি আপনি এখনও সেই ফুটবল খেলার ভিডিয়ো না দেখে থাকেন তাহলে চট করে দেখে নিন ৷ ভিডিয়োতে প্রাদেশিক ঢঙে শাড়ি পরে ফুটবল মাঠ মাতাতে দেখা গিয়েছে মেয়েদের (Gwalior women play football wearing saree) ৷

শাড়ি পরে ফুটবল খেলল মহিলারা: তবে আমরা প্রায়শই পাড়া, মাঠ থেকে গলিতে পুরুষদেরই ফুটবল খেলতে দেখতে অভ্যস্ত ৷ কিন্তু মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ধরা পড়ল একটু অন্যকরম ছবি ৷ যেখানে শাড়ি পরে মহিলাদের ফুটবল খেলার একটি ভিডিয়ো লাইমলাইটে এসেছে। গোয়ালিয়রে সম্প্রতি মহিলাদের একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় ৷ যার নাম দেওয়া হয়েছে, 'গোল ইন শাড়ি' । সেই প্রতিযোগিতাতেই নারীরা শাড়ি পরে মাঠে নেমে পড়েন এবং সাবলীলভাবে ফুটবল খেলেন তাঁরা ৷

আটটি দল প্রতিযোগিতায় অংশ নিয়েছে: গোয়ালিয়রের এমএলবি গ্রাউন্ডে ওই মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷ এই প্রতিযেগিতা চলবে 2 দিনব্যাপী ৷ শহরের প্রায় আটটিরও বেশি মহিলা দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতার প্রথম দিনে পিঙ্ক ব্লু ও অরেঞ্জ মেলা দলের মধ্যে একটি ম্যাচ হয় ৷ যেখানে পিঙ্ক দল দুর্দান্ত পারফর্ম করে প্রথম ম্যাচে জয়লাভ করেছে ।

25 থেকে 50 বছর বয়সিরা ফুটবল খেলছেন: এই প্রতিযোগিতায় রঙিন শাড়ি পরে মহিলাদের ফুটবল খেলতে দেখা গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োয় একটি দলের মহিলারা পরে ছিলেন সবুজ শাড়ি ৷ অন্য দলের মহিলারা পরেছিলেন কমলা রঙের শাড়ি ৷ সবমিলিয়ে স্থানীয় এলাকায় যথেষ্ট উত্তেজনার সঞ্চার করে মহিলাদের এই ফুটবল প্রতিযোগিতা। 25 থেকে 50 বছর বয়সিরা অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় ৷ মহিলাদের ব্যাপক উদ্যমের সঙ্গে খেলতে দেখে সবাই অবাক হয়ে যায় ৷ নিন্দুকেরা বলছেন, মহিলাদের প্রতাপ শুধু রান্নাঘরে সীমাবদ্ধ নয়, মাঠেও তারা মর্যাদা বজায় রেখেছে । প্রমাণ করে দিচ্ছে, যে রাঁধে সে চুলও বাঁধে ৷

আরও পড়ুন: সোহাগ চাঁদ বদনি... লোকগীতির তালে পঞ্চমীতে মহুয়ার সঙ্গে কোমর দোলাল নেটপাড়া

Last Updated : Mar 26, 2023, 5:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.