ETV Bharat / bharat

Right to Give Birth: সন্তানের জন্ম দেবেন কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার মহিলাদেরই থাকা উচিত, পর্যবেক্ষণ আদালতের - গর্ভপাত

33 সপ্তাহের অন্তঃসত্ত্বা বছর 26-এর তরুণী গর্ভপাতের অনুমতি চেয়ে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হয়েছিলেন ৷ সেই নির্দেশ দিতে গিয়ে আদালত জানিয়েছে, সন্তানের জন্ম দেবেন কি না (Women Can Choose no to Give Birth) ৷

Women can choose not to give birth: Delhi HC allows termination of 33-week pregnancy
Right to Give Birth: সন্তানের জন্ম দেবেন কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার মহিলাদেরই থাকা উচিত, পর্যবেক্ষণ আদালতের
author img

By

Published : Dec 6, 2022, 5:55 PM IST

নয়াদিল্লি, 6 ডিসেম্বর: অনাগত সন্তানের জন্ম দেবেন কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একজন মহিলার অবশ্যই থাকা উচিত (Women Can Choose no to Give Birth) ৷ মঙ্গলবার এমনই পর্যবেক্ষক জানিয়েছেন দিল্লি হাইকোর্ট (Delhi High Court) ৷ বছর 26-এর তরুণী, যিনি 33 সপ্তাহের অন্তঃসত্ত্বা ৷ তাঁকে গর্ভপাতের (Termination of Pregnancy) অনুমতি দিতে গিয়ে এই পর্যেবক্ষণ দিয়েছে আদালত ৷

এদিন দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম সিং জানান, প্রসূতির গর্ভপাতের (Abortion) অধিকার রয়েছে কি না, তা নিয়ে সারা বিশ্বের বিতর্কের বিষয় ৷ এই পরিস্থিতিতে ভারত এই সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন মহিলাকে আইনি অধিকার দিয়েছে ৷ ওই মহিলার গর্ভের সন্তানের কিছু সমস্যা থাকায় তিনি গর্ভপাতের অনুমতি চেয়েছিলেন ৷ এদিন সেই অনুমতি দিলেন বিচারপতি ৷

একই সঙ্গে বিচারপতি জানিয়েছেন, দুর্ভাগ্যবশত মেডিক্যাল বোর্ড (Medical Board) জন্মের পর ওই তরুণীর সন্তানের শারীরিক অবস্থা নিয়ে কোনও মতামত দিতে পারেনি ৷ এর প্রেক্ষিতেই আদালত জানিয়েছে যে এই ধরনের ক্ষেত্রে প্রসূতিরই শেষ সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা উচিত ৷ এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তথ্যগত বা আইনি দিকগুলি খতিয়ে না দেখে নৈতিক দিকগুলি দেখা উচিত ৷ তবে ওই মহিলাকে নিজের ঝুঁকিতেই এই সিদ্ধান্ত নিতে হবে ৷

আরও পড়ুন: 'মা হতে রাজি নই', অন্তঃসত্ত্বা কুমারীর গর্ভপাতে সম্মতি সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, 6 ডিসেম্বর: অনাগত সন্তানের জন্ম দেবেন কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একজন মহিলার অবশ্যই থাকা উচিত (Women Can Choose no to Give Birth) ৷ মঙ্গলবার এমনই পর্যবেক্ষক জানিয়েছেন দিল্লি হাইকোর্ট (Delhi High Court) ৷ বছর 26-এর তরুণী, যিনি 33 সপ্তাহের অন্তঃসত্ত্বা ৷ তাঁকে গর্ভপাতের (Termination of Pregnancy) অনুমতি দিতে গিয়ে এই পর্যেবক্ষণ দিয়েছে আদালত ৷

এদিন দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম সিং জানান, প্রসূতির গর্ভপাতের (Abortion) অধিকার রয়েছে কি না, তা নিয়ে সারা বিশ্বের বিতর্কের বিষয় ৷ এই পরিস্থিতিতে ভারত এই সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন মহিলাকে আইনি অধিকার দিয়েছে ৷ ওই মহিলার গর্ভের সন্তানের কিছু সমস্যা থাকায় তিনি গর্ভপাতের অনুমতি চেয়েছিলেন ৷ এদিন সেই অনুমতি দিলেন বিচারপতি ৷

একই সঙ্গে বিচারপতি জানিয়েছেন, দুর্ভাগ্যবশত মেডিক্যাল বোর্ড (Medical Board) জন্মের পর ওই তরুণীর সন্তানের শারীরিক অবস্থা নিয়ে কোনও মতামত দিতে পারেনি ৷ এর প্রেক্ষিতেই আদালত জানিয়েছে যে এই ধরনের ক্ষেত্রে প্রসূতিরই শেষ সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা উচিত ৷ এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তথ্যগত বা আইনি দিকগুলি খতিয়ে না দেখে নৈতিক দিকগুলি দেখা উচিত ৷ তবে ওই মহিলাকে নিজের ঝুঁকিতেই এই সিদ্ধান্ত নিতে হবে ৷

আরও পড়ুন: 'মা হতে রাজি নই', অন্তঃসত্ত্বা কুমারীর গর্ভপাতে সম্মতি সুপ্রিম কোর্টের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.