ETV Bharat / bharat

Delhi Murder Case: পরকীয়ায় বাধা ! লিভ-ইন পার্টনারের ছেলেকে খুনের অভিযোগে গ্রেফতার তরুণী - সিসিটিভি ফুটেজ

পূজা ও জিতেন্দ্র লিভ-ইন সম্পর্কে ছিলেন ৷ তবে বিবাহিত প্রেমিক তাঁর সঙ্গীকে ছেড়ে চলে গিয়েছিলেন ৷ পূজার মনে হয়েছিল, ছেলের জন্য এই কাজ করেছে জিতেন্দ্র ৷ আর তাই 11 বছরের নাবালককে খুন করেন তরুণী। এমনই সন্দেহ পুলিশের।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 17, 2023, 8:00 AM IST

Updated : Aug 17, 2023, 9:30 AM IST

নয়াদিল্লি, 17 অগস্ট: স্বপ্ন দেখেছিলেন ঘর বাঁধার ৷ মনের মানুষ বেছেও নিয়েছিলেন ৷ কিন্তু 'বাধা' হয়ে দাঁড়িয়েছিল সঙ্গীর 11 বছরের পুত্রসন্তান ৷ শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠল তরুণীর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লির ইন্দ্রপুরী এলাকায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিভ-ইন-পার্টনারের ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার হয়েছেন 24 বছর বয়সি পূজা নামে ওই তরুণী ৷ তিনি বেশ কিছু দিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিলেন ৷ শেষমেশ সিসিটিভি ফুটেজ দেখে তার সন্ধান পায় পুলিশ ৷ মঙ্গলবার বাক্কারওয়ালা থেকে তাঁকে হাতেনাতে পাকড়াও করা হয় ৷

জানা গিয়েছে, পূজা ও জিতেন্দ্র একসঙ্গে থাকতেন ৷ তারা 2019 সালের 17 অক্টোবর আর্য সমাজ মন্দিরে গিয়ে বিয়ে করেছিলেন ৷ তবে বিবাহিত জিতেন্দ্র আগের স্ত্রীর থেকে ডিভোর্স না-পাওয়ায় পূজাকে আইনতভাবে বিয়ে করতে পারেননি ৷ লিভ-ইন সম্পর্কেই ছিলেন তাঁরা ৷

আরও পড়ুন: স্ত্রীর পরকীয়া সম্পর্ক ! বাড়ি ফিরে আপত্তিকর অবস্থায় দেখে প্রতিবেশীকে খুন করলেন স্বামী

পুলিশের প্রাথমিক অনুমান, প্রেমিক জিতেন্দ্র পূজাকে আশ্বস্ত করেছিলেন তিনি তাঁর স্ত্রীর কাছ থেকে ডিভোর্স পেয়ে গেলেই বিয়ে করবেন ৷ ইতিমধ্যে তাঁরা একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে দু'জনে বসবাসও শুরু করেন ৷ কিন্তু বিয়ের বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায়শই ঝামেলা হত ৷ হয়তো রোজের এই ঝগড়া জিতেন্দ্রর আর ভালো লাগছিল না ৷ তিনি সম্পর্কটি থেকে বেরিয়ে যান ৷ গত ডিসেম্বরে পূজাকে ছেড়ে নিজের স্ত্রী ও পুত্রসন্তানের কাছে ফিরে যান ৷ এই ঘটনাকে সহজে মেনে নিতে পারেনি পূজা ৷ তাঁর মনে হয়, ছেলের জন্যই জিতেন্দ্র সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছেন ৷

গত 10 অগস্ট জিতেন্দ্রর ছেলে দিব্যাংশের দেহ পাওয়া যায় ৷ তাদের ইন্দ্রপুরীর বাড়িতে বক্স খাটের মধ্যে থেকে উদ্ধার হয় দেহ ৷ তদন্তে নেমে পুলিশ বাড়ির আশপাশে থাকা 300টিরও বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ৷ বিশেষ পুলিশ কমিশনার (অপরাধ) রবীন্দ্র সিং যাদব মঙ্গলবার জানান, এই ফুটেজগুলি ভালো করে দেখা তারা পূজার গতিবিধি সম্পর্কে নিশ্চিত হন ৷ তারপরই গ্রেফতার হয় অভিযুক্ত তরুণী ৷

পুলিশ জানিয়েছে, একটি ফুটেজে দেখা যায়, দিব্যাংশের মৃত্যুর রাতে পূজাই শেষ ব্যক্তি যিনি ইন্দ্রপুরীর বাড়িতে ঢুকেছিলেন ৷ তাছাড়া পুলিশ জানতে পেরেছে তিনি তাঁর এক বন্ধুকে জিতেন্দ্রর বাড়ি নিয়ে যাওয়ার জন্য় অনুরোধও করেন ৷ কারণ, জিতেন্দ্রর বাড়ির সঠিক ঠিকানা পূজা জানতেন না ৷

আরও পড়ুন: পরকীয়া সন্দেহে স্ত্রীকে 'খুন' স্বামীর, পলাতক অভিযুক্ত

পুলুিশ জানায়, 10 অগস্ট ইন্দ্রপুরীতে জিতেন্দ্র বাড়ির দরজাটি খোলাই ছিল ৷ পূজা বাড়িতে ঢুকে দিব্যাংশের শোওয়ার ঘরে যান ৷ তখন 11 বছরের ছেলেটি ঘুমাচ্ছিল ৷ ঠিক সেই সুযোগে শ্বাসরোধ করে দিব্যাংশকে হত্যা করে পূজা ৷ ঘটনার পর থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না ৷ পরে সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷

নয়াদিল্লি, 17 অগস্ট: স্বপ্ন দেখেছিলেন ঘর বাঁধার ৷ মনের মানুষ বেছেও নিয়েছিলেন ৷ কিন্তু 'বাধা' হয়ে দাঁড়িয়েছিল সঙ্গীর 11 বছরের পুত্রসন্তান ৷ শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠল তরুণীর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লির ইন্দ্রপুরী এলাকায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিভ-ইন-পার্টনারের ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার হয়েছেন 24 বছর বয়সি পূজা নামে ওই তরুণী ৷ তিনি বেশ কিছু দিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিলেন ৷ শেষমেশ সিসিটিভি ফুটেজ দেখে তার সন্ধান পায় পুলিশ ৷ মঙ্গলবার বাক্কারওয়ালা থেকে তাঁকে হাতেনাতে পাকড়াও করা হয় ৷

জানা গিয়েছে, পূজা ও জিতেন্দ্র একসঙ্গে থাকতেন ৷ তারা 2019 সালের 17 অক্টোবর আর্য সমাজ মন্দিরে গিয়ে বিয়ে করেছিলেন ৷ তবে বিবাহিত জিতেন্দ্র আগের স্ত্রীর থেকে ডিভোর্স না-পাওয়ায় পূজাকে আইনতভাবে বিয়ে করতে পারেননি ৷ লিভ-ইন সম্পর্কেই ছিলেন তাঁরা ৷

আরও পড়ুন: স্ত্রীর পরকীয়া সম্পর্ক ! বাড়ি ফিরে আপত্তিকর অবস্থায় দেখে প্রতিবেশীকে খুন করলেন স্বামী

পুলিশের প্রাথমিক অনুমান, প্রেমিক জিতেন্দ্র পূজাকে আশ্বস্ত করেছিলেন তিনি তাঁর স্ত্রীর কাছ থেকে ডিভোর্স পেয়ে গেলেই বিয়ে করবেন ৷ ইতিমধ্যে তাঁরা একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে দু'জনে বসবাসও শুরু করেন ৷ কিন্তু বিয়ের বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায়শই ঝামেলা হত ৷ হয়তো রোজের এই ঝগড়া জিতেন্দ্রর আর ভালো লাগছিল না ৷ তিনি সম্পর্কটি থেকে বেরিয়ে যান ৷ গত ডিসেম্বরে পূজাকে ছেড়ে নিজের স্ত্রী ও পুত্রসন্তানের কাছে ফিরে যান ৷ এই ঘটনাকে সহজে মেনে নিতে পারেনি পূজা ৷ তাঁর মনে হয়, ছেলের জন্যই জিতেন্দ্র সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছেন ৷

গত 10 অগস্ট জিতেন্দ্রর ছেলে দিব্যাংশের দেহ পাওয়া যায় ৷ তাদের ইন্দ্রপুরীর বাড়িতে বক্স খাটের মধ্যে থেকে উদ্ধার হয় দেহ ৷ তদন্তে নেমে পুলিশ বাড়ির আশপাশে থাকা 300টিরও বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ৷ বিশেষ পুলিশ কমিশনার (অপরাধ) রবীন্দ্র সিং যাদব মঙ্গলবার জানান, এই ফুটেজগুলি ভালো করে দেখা তারা পূজার গতিবিধি সম্পর্কে নিশ্চিত হন ৷ তারপরই গ্রেফতার হয় অভিযুক্ত তরুণী ৷

পুলিশ জানিয়েছে, একটি ফুটেজে দেখা যায়, দিব্যাংশের মৃত্যুর রাতে পূজাই শেষ ব্যক্তি যিনি ইন্দ্রপুরীর বাড়িতে ঢুকেছিলেন ৷ তাছাড়া পুলিশ জানতে পেরেছে তিনি তাঁর এক বন্ধুকে জিতেন্দ্রর বাড়ি নিয়ে যাওয়ার জন্য় অনুরোধও করেন ৷ কারণ, জিতেন্দ্রর বাড়ির সঠিক ঠিকানা পূজা জানতেন না ৷

আরও পড়ুন: পরকীয়া সন্দেহে স্ত্রীকে 'খুন' স্বামীর, পলাতক অভিযুক্ত

পুলুিশ জানায়, 10 অগস্ট ইন্দ্রপুরীতে জিতেন্দ্র বাড়ির দরজাটি খোলাই ছিল ৷ পূজা বাড়িতে ঢুকে দিব্যাংশের শোওয়ার ঘরে যান ৷ তখন 11 বছরের ছেলেটি ঘুমাচ্ছিল ৷ ঠিক সেই সুযোগে শ্বাসরোধ করে দিব্যাংশকে হত্যা করে পূজা ৷ ঘটনার পর থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না ৷ পরে সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷

Last Updated : Aug 17, 2023, 9:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.