ETV Bharat / bharat

"আন্টি" বলে ডাকায় যুবতিকে মারধর মহিলার

বছর 40-র এক মহিলাকে "আন্টি" বলে সম্বোধন করেন এক যুবতি ৷ কিন্তু, সেখানেই বিপত্তি বাধে ৷ রেগে যান ওই মহিলা ৷

woman-thrashes-girl-for-being-called-aunty
‘আন্টি’ বলে সম্বোধন, তরুণীকে মারধর ক্ষিপ্ত মহিলার
author img

By

Published : Nov 4, 2020, 2:07 PM IST

Updated : Nov 4, 2020, 2:21 PM IST

লখনউ, 4 নভেম্বর : আন্টি বলে সম্বোধন করায় এক যুবতিকে চড় মারলেন বছর চল্লিশের মহিলা ৷ উত্তরপ্রদেশের এটা জেলার বাবুগঞ্জ মার্কেটের ঘটনা ৷

মঙ্গলবার সন্ধেয় করবা চৌথ উপলক্ষে উত্তরপ্রদেশের এটার বাবুগঞ্জের বাজারে ভিড় উপচে পড়েছিল ৷ সেখানে বছর 40-র এক মহিলাকে "আন্টি" বলে সম্বোধন করেন এক যুবতি ৷ কিন্তু, সেখানেই বিপত্তি বাধে ৷ রেগে যান ওই মহিলা ৷ যুবতিকে তিনি চড় মারেন বলে অভিযোগ ৷ এমনকী তাঁর চুল ধরে টানেন ৷ পালটা ওই যুবতিও মহিলার উপর হামলা চালান বলে পুলিশ জানিয়েছে ৷

দু’জনের মধ্য়ে হাতাহাতি চলার মাঝেই সেখানে ভিড় জমে যায় ৷ কয়েকজন সেই ঘটনার ভিডিয়ো করেন ৷ এরই মাঝে বাজারে উপস্থিত পুলিশ কর্মীরা সেখানে চলে আসেন ৷ তাঁরা দু’জনকেই শান্ত করার চেষ্টা চালিয়ে যান ৷ পরে পুলিশ দু’জনকেই থানায় নিয়ে যায় ৷ সেখানে নিজেরাই নিজেদের মধ্য়ে সমস্য়ার মিটমাট করে নেন ৷ এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি ৷

লখনউ, 4 নভেম্বর : আন্টি বলে সম্বোধন করায় এক যুবতিকে চড় মারলেন বছর চল্লিশের মহিলা ৷ উত্তরপ্রদেশের এটা জেলার বাবুগঞ্জ মার্কেটের ঘটনা ৷

মঙ্গলবার সন্ধেয় করবা চৌথ উপলক্ষে উত্তরপ্রদেশের এটার বাবুগঞ্জের বাজারে ভিড় উপচে পড়েছিল ৷ সেখানে বছর 40-র এক মহিলাকে "আন্টি" বলে সম্বোধন করেন এক যুবতি ৷ কিন্তু, সেখানেই বিপত্তি বাধে ৷ রেগে যান ওই মহিলা ৷ যুবতিকে তিনি চড় মারেন বলে অভিযোগ ৷ এমনকী তাঁর চুল ধরে টানেন ৷ পালটা ওই যুবতিও মহিলার উপর হামলা চালান বলে পুলিশ জানিয়েছে ৷

দু’জনের মধ্য়ে হাতাহাতি চলার মাঝেই সেখানে ভিড় জমে যায় ৷ কয়েকজন সেই ঘটনার ভিডিয়ো করেন ৷ এরই মাঝে বাজারে উপস্থিত পুলিশ কর্মীরা সেখানে চলে আসেন ৷ তাঁরা দু’জনকেই শান্ত করার চেষ্টা চালিয়ে যান ৷ পরে পুলিশ দু’জনকেই থানায় নিয়ে যায় ৷ সেখানে নিজেরাই নিজেদের মধ্য়ে সমস্য়ার মিটমাট করে নেন ৷ এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি ৷

Last Updated : Nov 4, 2020, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.