আমেদাবাদ,19 জানুয়ারি: কাউকে না-জানিয়ে স্ত্রীর বিরুদ্ধে একাধিকবার ডিম্বানু বিক্রির অভিযোগ করলেন স্বামী। তাঁর দাবি,বিলাসবহুল জীবন কাটাতেই মায়ের সাহায্যে এমন কাজ করেছেন স্ত্রী। এই মর্মে মঙ্গলবার আমেদাবাদের আমরাইওয়াদি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন স্বামী। পুলিশকে তিনি আরও জানিয়েছেন, ডিম্বানু বিক্রি করতে ভুয়ো আধার কার্ডেরও সাহায্য নিয়েছেন স্ত্রী (Husband alleged wife used fake Aadhar Card to sell her eggs) ।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে স্বামীর আরও দাবি, 2019 সালের জানুয়ারি থেকে 2022 সালের জুন পর্যন্ত একাধিকবার একাধিক হাসপাতালে গিয়ে ডিম্বানু বিক্রি করেছেন স্ত্রী । তাছাড়া ভুয়ো আধার কার্ড জমা দেওয়ার পাশাপাশি স্বামীর সইও জাল করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ । স্বামীর থেকে বিস্তারিত তথ্য় সংগ্রহের কাজ শুরু হয়েছে । কোন কোন হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে তা জানার চেষ্টাও শুরু হয়েছে । স্ত্রী এবং তাঁর মায়ের সঙ্গেও কথা বলা হচ্ছে।
বিবাহিত জীবনের পাঁচ বছর পেরিয়েছে। প্রথম দিকে তেমন কোনও সমস্যা না-হলেও গত দু'বছর স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। স্বামীর পরিবারের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল স্ত্রীর । তাঁর কথাতেই পরিবারকে ছেড়ে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন দু'জন । তাতেও সম্পর্ক স্বাভাবিক হয়নি । স্বামী তেমন একটা রোজগার করেন না বলেও ক্ষোভ ছিল স্ত্রীর। সম্পর্ক এতটাই তিক্ত হয়ে ওঠে যে একটা সময় বাপের বাড়ি চলে যান মহিলা।
কয়েক মাস আগে পরিস্থিতি বদলায় । পুরনো তিক্ততা ভুলে আবারও একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন দু'জন। নতুন করে সংসার শুরু করার পরই স্বামী বুঝতে পারেন স্ত্রী একাধিকবার ডিম্বানু বিক্রি করেছেন। স্ত্রীর কাছে এই বিষয়ে জানতে চেয়ে সদুত্তর না-পেয়ে শেষমেশ থানায় অভিযোগ দায়ের করেন স্বামী ।
আরও পড়ুন: সপা নেতার মেয়েকে নিয়ে চম্পট দিলেন বিজেপির অপসারিত শহর সম্পাদক