ETV Bharat / bharat

Woman assaulted paraded in Delhi: দিল্লিতে যুবতীকে গণধর্ষণ; মাথা মুড়িয়ে মুখে কালি মাখিয়ে ঘোরানো হল রাস্তায় - দিল্লিতে মহিলাকে যৌন নিগ্রহ

এক যুবতীর উপর নৃশংস হামলা (Woman assaulted paraded in Delhi) চালানো হল ৷ তাঁকে গণধর্ষণ করে জামাকাপড় ছিঁড়ে রাস্তায় ঘোরানো হয়েছে ৷ হামলাকারীদের দলে ছিল মহিলারাও ৷

woman-sexually-assaulted-and-paraded-in-delhi-4-arrested
দিল্লিতে যুবতীকে গণধর্ষণ; মাথা মুড়িয়ে মুখে কালি মাখিয়ে ঘোরানো হল রাস্তায়
author img

By

Published : Jan 27, 2022, 3:35 PM IST

Updated : Jan 27, 2022, 4:07 PM IST

নয়াদিল্লি, 27 জানুয়ারি: আবারও মহিলাদের (Delhi Shocker) উপর ভয়ংকর নৃশংসতার সাক্ষী রাজধানী ৷ এক যুবতীকে(woman sexually assaulted and paraded in delhi) নির্মম ভাবে নিগ্রহ করা হল দিল্লির রাস্তায় (Woman assaulted paraded in Delhi)৷ তাঁকে গণধর্ষণ করে তাঁর চুল কেটে নেওয়া হল ৷ এরপর জামাকাপড় ছিঁড়ে, মুখে কালো কালি মাখিয়ে ঘোরানো হল গোটা এলাকা ৷

এই অত্যাচারের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে ৷ সেই ভিডিয়ো নজরে আসার পর ঘটনায় অভিযুক্ত চার জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে দিল্লি পুলিশকে নোটিশ পাঠিয়েছে দিল্লির মহিলা কমিশন ৷

দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল নিগৃহীতার সঙ্গে দেখা করার পর জানিয়েছেন, "কস্তুরবা নগরে 20 বছরের এক যুবতীকে গণধর্ষণ করে দেশি মদের বিক্রেতারা ৷ এরপর তাঁর মাথা মুড়িয়ে, মুখে কালি মাখিয়ে, গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হয় রাস্তায় ৷ দিল্লি পুলিশকে নোটিশ পাঠিয়েছি ৷ অভিযুক্ত সব পুরুষ ও মহিলাকে গ্রেফতার করা উচিত এবং নিগৃহীতা ও তাঁর পরিবারকে সুরক্ষা দেওয়া উচিত ৷" যুবতীর উপর অত্যাচারের যে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে, তা টুইটে শেয়ার করেন মালিওয়াল ৷

  • कस्तूरबा नगर में 20 साल की लड़की का अवैध शराब बेचने वालों द्वारा गैंगरेप किया गया, उसे गंजा कर, चप्पल की माला पहना पूरे इलाक़े में मुँह काला करके घुमाया। मैं दिल्ली पुलिस को नोटिस जारी कर रही हूँ। सब अपराधी आदमी औरतों को अरेस्ट किया जाए और लड़की और उसके परिवार को सुरक्षा दी जाए। pic.twitter.com/4ExXufDaO3

    — Swati Maliwal (@SwatiJaiHind) January 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Delhi gang rape case: আইসিইউ-তে মৃত্যুর সঙ্গে লড়ছে 8 বছরের গণধর্ষিতা, দিল্লিতে আটক 2 বালক

মহিলা কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই যুবতীকে তিনজন দেশি মদ ও মাদকের বিক্রেতা গণধর্ষণ করে ৷ সেই সময় মেয়েটিকে ধর্ষণের জন্য উৎসাহ দিতে থাকেন উপস্থিত কয়েকজন মহিলা ৷ এরপর নিগৃহীতাকে নৃশংস ভাবে মারধর করে, তাঁর মাথা মুড়িয়ে, মুখে কালো কালি মাখিয়ে, গলায় জুতোর মালা পরিয়ে গোটা পাড়া ঘোরানো হয় ৷

আরও পড়ুন: Rape Accused Arrested : ব্ল্যাক ম্যাজিকের ভয় দেখিয়ে যুবতীকে ধর্ষণ, ভিডিয়ো রেকর্ড করে ধর্ষকের স্ত্রী

অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও কোনও অভিযোগ ছিল কি না, তাও জানতে চেয়েছে মহিলা কমিশন ৷ প্রতিবেশী এক যুবকের সঙ্গে ধর্ষিতার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানিয়েছেন তাঁর দিদি ৷ গত নভেম্বর মাসে সেই যুবক আত্মঘাতী হওয়ায় তার জন্য নিগৃহীতাকেই দায়ী করেছে ছেলেটির পরিবার ৷ দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ওই মহিলার কাউন্সেলিং করা হচ্ছে ৷ এই ঘটনায় জড়িত চার জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে ৷ অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের জন্য চলছে তল্লাশি ৷ গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

নয়াদিল্লি, 27 জানুয়ারি: আবারও মহিলাদের (Delhi Shocker) উপর ভয়ংকর নৃশংসতার সাক্ষী রাজধানী ৷ এক যুবতীকে(woman sexually assaulted and paraded in delhi) নির্মম ভাবে নিগ্রহ করা হল দিল্লির রাস্তায় (Woman assaulted paraded in Delhi)৷ তাঁকে গণধর্ষণ করে তাঁর চুল কেটে নেওয়া হল ৷ এরপর জামাকাপড় ছিঁড়ে, মুখে কালো কালি মাখিয়ে ঘোরানো হল গোটা এলাকা ৷

এই অত্যাচারের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে ৷ সেই ভিডিয়ো নজরে আসার পর ঘটনায় অভিযুক্ত চার জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে দিল্লি পুলিশকে নোটিশ পাঠিয়েছে দিল্লির মহিলা কমিশন ৷

দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল নিগৃহীতার সঙ্গে দেখা করার পর জানিয়েছেন, "কস্তুরবা নগরে 20 বছরের এক যুবতীকে গণধর্ষণ করে দেশি মদের বিক্রেতারা ৷ এরপর তাঁর মাথা মুড়িয়ে, মুখে কালি মাখিয়ে, গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হয় রাস্তায় ৷ দিল্লি পুলিশকে নোটিশ পাঠিয়েছি ৷ অভিযুক্ত সব পুরুষ ও মহিলাকে গ্রেফতার করা উচিত এবং নিগৃহীতা ও তাঁর পরিবারকে সুরক্ষা দেওয়া উচিত ৷" যুবতীর উপর অত্যাচারের যে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে, তা টুইটে শেয়ার করেন মালিওয়াল ৷

  • कस्तूरबा नगर में 20 साल की लड़की का अवैध शराब बेचने वालों द्वारा गैंगरेप किया गया, उसे गंजा कर, चप्पल की माला पहना पूरे इलाक़े में मुँह काला करके घुमाया। मैं दिल्ली पुलिस को नोटिस जारी कर रही हूँ। सब अपराधी आदमी औरतों को अरेस्ट किया जाए और लड़की और उसके परिवार को सुरक्षा दी जाए। pic.twitter.com/4ExXufDaO3

    — Swati Maliwal (@SwatiJaiHind) January 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Delhi gang rape case: আইসিইউ-তে মৃত্যুর সঙ্গে লড়ছে 8 বছরের গণধর্ষিতা, দিল্লিতে আটক 2 বালক

মহিলা কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই যুবতীকে তিনজন দেশি মদ ও মাদকের বিক্রেতা গণধর্ষণ করে ৷ সেই সময় মেয়েটিকে ধর্ষণের জন্য উৎসাহ দিতে থাকেন উপস্থিত কয়েকজন মহিলা ৷ এরপর নিগৃহীতাকে নৃশংস ভাবে মারধর করে, তাঁর মাথা মুড়িয়ে, মুখে কালো কালি মাখিয়ে, গলায় জুতোর মালা পরিয়ে গোটা পাড়া ঘোরানো হয় ৷

আরও পড়ুন: Rape Accused Arrested : ব্ল্যাক ম্যাজিকের ভয় দেখিয়ে যুবতীকে ধর্ষণ, ভিডিয়ো রেকর্ড করে ধর্ষকের স্ত্রী

অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও কোনও অভিযোগ ছিল কি না, তাও জানতে চেয়েছে মহিলা কমিশন ৷ প্রতিবেশী এক যুবকের সঙ্গে ধর্ষিতার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানিয়েছেন তাঁর দিদি ৷ গত নভেম্বর মাসে সেই যুবক আত্মঘাতী হওয়ায় তার জন্য নিগৃহীতাকেই দায়ী করেছে ছেলেটির পরিবার ৷ দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ওই মহিলার কাউন্সেলিং করা হচ্ছে ৷ এই ঘটনায় জড়িত চার জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে ৷ অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের জন্য চলছে তল্লাশি ৷ গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

Last Updated : Jan 27, 2022, 4:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.