ETV Bharat / bharat

Supreme Court: 30 বছর আগে ডাইনি অপবাদে হত্যা, সাজা মকুবের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে - যাবজ্জীবন কারাদণ্ড

SC junks accused appeal: 30 বছর আগে পুরুলিয়ায় ডাইনি অপবাদে এক মহিলাকে হত্যা করার ঘটনায় দোষী সাব্যস্ত এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত দুই ব্যক্তির আপিল খারিজ করল সুপ্রিম কোর্ট ।

Supreme Court
সুপ্রিম কোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 6:59 PM IST

নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর: 1993 সালে পুরুলিয়ায় ডাইনি অপবাদে কেশরী মাহাত নামে এক মহিলাকে হত্যা করায় দোষী সাব্যস্ত এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত দুই ব্যক্তির আপিল খারিজ করে দিল সুপ্রিম কোর্ট । এই মামলায় আসামিরা 15 বছরেরও বেশি সময় ধরে কারাদণ্ড ভোগ করছেন ।

সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং পঙ্কজ মিথালের সমন্বয়ে গঠিত বেঞ্চ নিম্ন আদালতের রায়ের পক্ষে সওয়াল করে বলেছে, "সাক্ষীদের সাক্ষ্য এবং প্রমাণে কোনও সুনির্দিষ্ট ত্রুটি নেই ৷ তাই আমরা মনে করি যে, অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে ও যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়ে ট্রায়াল কোর্ট কোনও ভুল করেনি ৷"

বেঞ্চ স্পষ্ট করেছে যে, দোষী সাব্যস্ত করে এবং সাজা দিয়ে কলকাতা হাইকোর্ট ঠিকই করেছে । অভিযুক্তরা আদালতে সওয়াল করে বলেছিলেন যে, তাঁদের হত্যা করার কোনও উদ্দেশ্য ছিল না ৷ তাঁরা শুধু ওই মহিলাকে সবক শেখাতে চেয়েছিলেন যাতে তিনি ভবিষ্যতে আর 'ডাইনিবিদ্যা'র অবলম্বন না করেন ৷ তবে তাঁদের দেওয়া এই যুক্তি মানতে চায়নি শীর্ষ আদালত ৷

আরও পড়ুন: ডাইনি অপবাদে তিন মাস গ্রাম ছাড়া, পুলিশি সহায়তায় বাড়ি ফিরল পরিবার

বেঞ্চ বলেছে যে, মারাত্মক অস্ত্র দিয়ে মৃতের মাথায় আঘাত প্রমাণ করে যে, দোষীরা হত্যা করার উদ্দেশ্য নিয়েই একত্রিত হয়েছিলেন ৷ তাঁরা শুধু ওই মহিলাকে হুমকি দেওয়ার জন্য বা তাঁকে 'ডাইনিবিদ্যা' থেকে বিরত রাখতে সেখানে যাননি ৷ এই মামলার সাক্ষীরা জানান যে, আগের রাতে পাঁচজন অভিযুক্ত ব্যক্তিই মৃতকে ডাইনি বলে সম্বোধন করেছিল ৷

বেঞ্চ মৃতের পরিবারের সদস্যদের চোখে দেখা সাক্ষ্য এবং মেডিক্যাল প্রমাণের উপর ভিত্তি করে রায় দিয়েছে ৷ এতে বলা হয়েছে যে, অভিযুক্তদের আপিল করার কোনও যোগ্যতা নেই, কারণ তাঁরা স্বীকার করে নিয়েছেন যে, আগের রাতে উভয় পক্ষের ঝগড়ার সময়ই ওই পাঁচজন সেখানে উপস্থিত ছিলেন ৷

নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর: 1993 সালে পুরুলিয়ায় ডাইনি অপবাদে কেশরী মাহাত নামে এক মহিলাকে হত্যা করায় দোষী সাব্যস্ত এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত দুই ব্যক্তির আপিল খারিজ করে দিল সুপ্রিম কোর্ট । এই মামলায় আসামিরা 15 বছরেরও বেশি সময় ধরে কারাদণ্ড ভোগ করছেন ।

সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং পঙ্কজ মিথালের সমন্বয়ে গঠিত বেঞ্চ নিম্ন আদালতের রায়ের পক্ষে সওয়াল করে বলেছে, "সাক্ষীদের সাক্ষ্য এবং প্রমাণে কোনও সুনির্দিষ্ট ত্রুটি নেই ৷ তাই আমরা মনে করি যে, অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে ও যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়ে ট্রায়াল কোর্ট কোনও ভুল করেনি ৷"

বেঞ্চ স্পষ্ট করেছে যে, দোষী সাব্যস্ত করে এবং সাজা দিয়ে কলকাতা হাইকোর্ট ঠিকই করেছে । অভিযুক্তরা আদালতে সওয়াল করে বলেছিলেন যে, তাঁদের হত্যা করার কোনও উদ্দেশ্য ছিল না ৷ তাঁরা শুধু ওই মহিলাকে সবক শেখাতে চেয়েছিলেন যাতে তিনি ভবিষ্যতে আর 'ডাইনিবিদ্যা'র অবলম্বন না করেন ৷ তবে তাঁদের দেওয়া এই যুক্তি মানতে চায়নি শীর্ষ আদালত ৷

আরও পড়ুন: ডাইনি অপবাদে তিন মাস গ্রাম ছাড়া, পুলিশি সহায়তায় বাড়ি ফিরল পরিবার

বেঞ্চ বলেছে যে, মারাত্মক অস্ত্র দিয়ে মৃতের মাথায় আঘাত প্রমাণ করে যে, দোষীরা হত্যা করার উদ্দেশ্য নিয়েই একত্রিত হয়েছিলেন ৷ তাঁরা শুধু ওই মহিলাকে হুমকি দেওয়ার জন্য বা তাঁকে 'ডাইনিবিদ্যা' থেকে বিরত রাখতে সেখানে যাননি ৷ এই মামলার সাক্ষীরা জানান যে, আগের রাতে পাঁচজন অভিযুক্ত ব্যক্তিই মৃতকে ডাইনি বলে সম্বোধন করেছিল ৷

বেঞ্চ মৃতের পরিবারের সদস্যদের চোখে দেখা সাক্ষ্য এবং মেডিক্যাল প্রমাণের উপর ভিত্তি করে রায় দিয়েছে ৷ এতে বলা হয়েছে যে, অভিযুক্তদের আপিল করার কোনও যোগ্যতা নেই, কারণ তাঁরা স্বীকার করে নিয়েছেন যে, আগের রাতে উভয় পক্ষের ঝগড়ার সময়ই ওই পাঁচজন সেখানে উপস্থিত ছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.