ETV Bharat / bharat

BJP Leader Allegedly Kidnapped Woman: বিবাহিত মহিলার সঙ্গে প্রেম, অপহরণের অভিযোগে ধৃত বিজেপি নেতা - উত্তরপ্রদেশ

বিবাহিত মহিলাকে অপহরণে অভিযুক্ত বিজেপি নেতা (BJP Leader Allegedly Kidnapped Woman) ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে ৷ ওই নেতার সঙ্গে সংশ্লিষ্ট মহিলার প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ৷ মহিলাকে উদ্ধার করা হয়েছে৷ ধরা পড়েছেন ওই নেতাও ৷

BJP Leader Allegedly Kidnapped Woman
BJP Leader Allegedly Kidnapped Woman
author img

By

Published : Feb 8, 2023, 7:35 PM IST

বস্তি (উত্তরপ্রদেশ), 8 ফেব্রুয়ারি: ঠিক যেন সিনেমার চিত্রনাট্য ! গাড়িতে শ্বশুরবাড়ির পথে এক মহিলা ৷ জাতীয় সড়কে তাদের পথ আটকায় বড় একটি গাড়ি ৷ সেই গাড়ি থেকে নেমে এসে ওই মহিলাকে তুলে নিয়ে যায় কয়েকজন (woman kidnapped in basti) ৷ শ্বশুরবাড়ির সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করেও সফল হননি ৷

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বস্তিতে ৷ মহিলার দেওর পুলিশের কাছে বউদিকে অপহরণের অভিযোগ দায়ের করেন ৷ পুলিশ প্রথমে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করে ৷ পরে ওই মহিলাকে উদ্ধার করে ৷ আটক করা হয় এক ব্যক্তিকে ৷ তিনি ওই মহিলার প্রেমিক বলে পুলিশ জানতে পেরেছে ৷ ঘটনাটি ঠিক কী, তা তদন্ত করে দেখছে পুলিশ ৷

উত্তরপ্রদেশ পুলিশের ডিএসপি শেষামণি উপাধ্যায় জানিয়েছেন, ওই মহিলা তাঁর আত্মীয়দের সঙ্গে গাড়িতে করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন ৷ এমন সময় একটি গাড়ি এসে তাঁদের গাড়িটিকে আটকায় ৷ সেই গাড়িতে আবার বিজেপির (BJP) পতাকা লাগানো ছিল ৷ এরপর গাড়ি থেকে 6 জন বেরিয়ে আসে ৷ তার মধ্যে মহিলার প্রেমিকও ছিলেন ৷ রমেশ নামের ওই ব্যক্তি আবার বিজেপি নেতা হিসেবে পরিচিত ৷ তিনি ওই মহিলাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে যান ৷

এর পর পুলিশের দ্বারস্থ হন ওই মহিলার দেওর ৷ তিনি জানান, নগর থানা এলাকার গোটোয়া ওভার ব্রিজের কাছে 28 নম্বর জাতীয় সড়কের ঘটনাটি ঘটে ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ ওই মহিলার শ্বশুরবাড়ির সদস্যরা প্রেমের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন ৷ তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল বিজেপি নেতার ।

পরে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে ৷ আটক করা হয় ওই বিজেপি নেতাকে ৷ এই নিয়ে ডিএসপি শেষামণি উপাধ্যায় জানিয়েছেন, ওই মহিলাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এরপর ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর জবানবন্দি দেওয়া হবে । বর্তমানে প্রেমিক নেতা পুলিশের হেফাজতে রয়েছেন । তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । মহিলার স্বামী জানান, বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস । কিন্তু এই বিষয়ে তিনি কিছু জানেন না ৷ মহিলার বক্তব্যের ভিত্তিতে তদন্ত এগোবে ৷

আরও পড়ুন: 2 সন্তানকে শ্বাসরোধ করে খুনে অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন মহিলা

বস্তি (উত্তরপ্রদেশ), 8 ফেব্রুয়ারি: ঠিক যেন সিনেমার চিত্রনাট্য ! গাড়িতে শ্বশুরবাড়ির পথে এক মহিলা ৷ জাতীয় সড়কে তাদের পথ আটকায় বড় একটি গাড়ি ৷ সেই গাড়ি থেকে নেমে এসে ওই মহিলাকে তুলে নিয়ে যায় কয়েকজন (woman kidnapped in basti) ৷ শ্বশুরবাড়ির সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করেও সফল হননি ৷

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বস্তিতে ৷ মহিলার দেওর পুলিশের কাছে বউদিকে অপহরণের অভিযোগ দায়ের করেন ৷ পুলিশ প্রথমে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করে ৷ পরে ওই মহিলাকে উদ্ধার করে ৷ আটক করা হয় এক ব্যক্তিকে ৷ তিনি ওই মহিলার প্রেমিক বলে পুলিশ জানতে পেরেছে ৷ ঘটনাটি ঠিক কী, তা তদন্ত করে দেখছে পুলিশ ৷

উত্তরপ্রদেশ পুলিশের ডিএসপি শেষামণি উপাধ্যায় জানিয়েছেন, ওই মহিলা তাঁর আত্মীয়দের সঙ্গে গাড়িতে করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন ৷ এমন সময় একটি গাড়ি এসে তাঁদের গাড়িটিকে আটকায় ৷ সেই গাড়িতে আবার বিজেপির (BJP) পতাকা লাগানো ছিল ৷ এরপর গাড়ি থেকে 6 জন বেরিয়ে আসে ৷ তার মধ্যে মহিলার প্রেমিকও ছিলেন ৷ রমেশ নামের ওই ব্যক্তি আবার বিজেপি নেতা হিসেবে পরিচিত ৷ তিনি ওই মহিলাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে যান ৷

এর পর পুলিশের দ্বারস্থ হন ওই মহিলার দেওর ৷ তিনি জানান, নগর থানা এলাকার গোটোয়া ওভার ব্রিজের কাছে 28 নম্বর জাতীয় সড়কের ঘটনাটি ঘটে ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ ওই মহিলার শ্বশুরবাড়ির সদস্যরা প্রেমের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন ৷ তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল বিজেপি নেতার ।

পরে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে ৷ আটক করা হয় ওই বিজেপি নেতাকে ৷ এই নিয়ে ডিএসপি শেষামণি উপাধ্যায় জানিয়েছেন, ওই মহিলাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এরপর ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর জবানবন্দি দেওয়া হবে । বর্তমানে প্রেমিক নেতা পুলিশের হেফাজতে রয়েছেন । তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । মহিলার স্বামী জানান, বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস । কিন্তু এই বিষয়ে তিনি কিছু জানেন না ৷ মহিলার বক্তব্যের ভিত্তিতে তদন্ত এগোবে ৷

আরও পড়ুন: 2 সন্তানকে শ্বাসরোধ করে খুনে অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন মহিলা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.