ETV Bharat / bharat

ভূতে ভর! কুসংস্কারের জেরে তিন মাস অন্ধকার ঘরে তালাবন্ধ মহিলা ! - তালাবন্ধ

Family locked up Woman in Dark Room: তিন মাস অন্ধকার ঘরে মহিলাকে তালাবন্ধ করে রাখল পরিবার ৷ পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করলেন মহিলা ও শিশু কল্যাণ দফতর এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ৷ কুসংস্কারের জেরে এই ঘটনা কর্ণাটকে ৷

Family locked up Woman in Dark Room
অন্ধকার ঘরে তালাবন্ধ মহিলা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 8:41 AM IST

পুত্তুর(কর্ণাটক), 3 জানুয়ারি: শরীর খুব দুর্বল ৷ ঠিকমতো দাঁড়াতে পারছেন না ৷ কথা বলার ক্ষমতা নেই ৷ তিন মাস ধরে স্নান করেননি ৷ বেঁচে রয়েছেন কেবল চা-বিস্কুটের উপর ৷ মহিলাকে ভূতে ধরেছে ৷ সেই কুসংস্কারের বিশ্বাস করে তিনমাস আটকে রাখা হয়েছিল একটি অন্ধকার ঘরে ৷ পুলিশের সহযোগিতায় অবশেষে মুক্তি পেলেন তিনি ৷ তালা ভেঙে মহিলাকে উদ্ধার করল মহিলা ও শিশু কল্যাণ দফতর এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকরা । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্ণাটকের পুত্তুর শহরের কেমিঞ্জে গ্রামে ৷ ওই মহিলাকে উদ্ধারের পর পুত্তুর সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে ।

জানা গিয়েছে, মহিলা ও শিশু কল্যাণ দফতর একটি ফোন পেয়েছিল ৷ ফোনে জানানো হয়, শ্রীপতি হেব্বারের স্ত্রীকে গত 3 মাস ধরে একটি সিমেন্টের ঘরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৷ সেই ঘরে কোনও জানালা এবং বৈদ্যুতিক আলোর ব্যবস্থা নেই । এই খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে মহিলা ও শিশু কল্যাণ দফতরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনে যান ৷ সেখানে গিয়ে মহিলাকে তালাবন্ধ অবস্থা থেকে তাঁরা উদ্ধার করেন ৷ প্রথমে হাসপাতালে ভরতি হতে মহিলা অস্বীকার করলেও পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পুত্তুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

পুলিশ মহিলার স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি ৷ তবে জিজ্ঞাসাবাদ মহিলার ননদ জানিয়েছেন, তাঁর উপর বউদির উপর ভূতে ঘর করেছে ৷ তাই তাঁকে ঘরে আটকে রাখা হয়েছিল । পুলিশ জানিয়েছে, মহিলা, তাঁর স্বামী এবং ননদ একই বাড়িতে থাকতেন ৷ তদন্তের পরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

আরও পড়ুন:

  1. ফুল ছিঁড়েছে পড়ুয়ারা, 'অপরাধে' অঙ্গনওয়াড়ি কর্মীর নাক কেটে নিল বাড়ির মালিক
  2. কর্ণাটকে মহিলাকে দু’বার অর্ধনগ্ন করে মারধর, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
  3. স্ত্রী, দুই কন্যা ও নাতনিকে খুন করে আত্মঘাতী পোস্টমাস্টার

পুত্তুর(কর্ণাটক), 3 জানুয়ারি: শরীর খুব দুর্বল ৷ ঠিকমতো দাঁড়াতে পারছেন না ৷ কথা বলার ক্ষমতা নেই ৷ তিন মাস ধরে স্নান করেননি ৷ বেঁচে রয়েছেন কেবল চা-বিস্কুটের উপর ৷ মহিলাকে ভূতে ধরেছে ৷ সেই কুসংস্কারের বিশ্বাস করে তিনমাস আটকে রাখা হয়েছিল একটি অন্ধকার ঘরে ৷ পুলিশের সহযোগিতায় অবশেষে মুক্তি পেলেন তিনি ৷ তালা ভেঙে মহিলাকে উদ্ধার করল মহিলা ও শিশু কল্যাণ দফতর এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকরা । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্ণাটকের পুত্তুর শহরের কেমিঞ্জে গ্রামে ৷ ওই মহিলাকে উদ্ধারের পর পুত্তুর সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে ।

জানা গিয়েছে, মহিলা ও শিশু কল্যাণ দফতর একটি ফোন পেয়েছিল ৷ ফোনে জানানো হয়, শ্রীপতি হেব্বারের স্ত্রীকে গত 3 মাস ধরে একটি সিমেন্টের ঘরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৷ সেই ঘরে কোনও জানালা এবং বৈদ্যুতিক আলোর ব্যবস্থা নেই । এই খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে মহিলা ও শিশু কল্যাণ দফতরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনে যান ৷ সেখানে গিয়ে মহিলাকে তালাবন্ধ অবস্থা থেকে তাঁরা উদ্ধার করেন ৷ প্রথমে হাসপাতালে ভরতি হতে মহিলা অস্বীকার করলেও পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পুত্তুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

পুলিশ মহিলার স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি ৷ তবে জিজ্ঞাসাবাদ মহিলার ননদ জানিয়েছেন, তাঁর উপর বউদির উপর ভূতে ঘর করেছে ৷ তাই তাঁকে ঘরে আটকে রাখা হয়েছিল । পুলিশ জানিয়েছে, মহিলা, তাঁর স্বামী এবং ননদ একই বাড়িতে থাকতেন ৷ তদন্তের পরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

আরও পড়ুন:

  1. ফুল ছিঁড়েছে পড়ুয়ারা, 'অপরাধে' অঙ্গনওয়াড়ি কর্মীর নাক কেটে নিল বাড়ির মালিক
  2. কর্ণাটকে মহিলাকে দু’বার অর্ধনগ্ন করে মারধর, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
  3. স্ত্রী, দুই কন্যা ও নাতনিকে খুন করে আত্মঘাতী পোস্টমাস্টার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.