ETV Bharat / bharat

Talaq Letter: ভালোবেসে বিয়ের দু'মাসের মধ্যেই তালাকের চিঠি, স্বামীর বিরুদ্ধে থানায় মহিলা - তিন তালাকের ঘটনা

2 বছরের প্রেম আর তারপর বিয়ে ৷ তার দু'মাসের মধ্যেই চিঠি দিয়ে তালাক দিল স্বামী ৷ ন্যায়বিচার চেয়ে স্বামীর বিরুদ্ধে আদালতে অভিযোগ জানালেন বধূ ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Aug 2, 2023, 7:49 PM IST

মথুরা, 2 অগস্ট: বিয়ের দু'মাসের মধ্যেই চিঠি পাঠিয়ে তালাক দিয়েছেন স্বামী ৷ ঘটনায় ন্যায়বিচার চেয়ে স্বামীর বিরুদ্ধে থানায় গেলেন মহিলা ৷ বুধবার থানায় গিয়ে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন স্ত্রী ৷ বিষয়টি জানার পরই তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার ৷

অভিযোগকারিনী সালিমা জানান, প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে তাঁকে ফাঁসিয়েছিলেন ৷ তারপরই মথুরা জেলার কোতোয়ালি নগর থানার অন্তর্গত সৌখ রোড সুখদেব নগরের বাসিন্দা কবির নামে এক যুবকের সঙ্গে বছর দু'য়েক ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর ৷ চলতি বছরের 7 জুন তাঁরা দুজনেই নিজেদের ইচ্ছেয় বিয়ে করেন ৷ এরপর সালিমাকে নিয়ে কবির আগ্রার ফতেপুর সিক্রিতে তাঁর মাসির বাড়িতে নিয়ে যায় ৷ সেখানেই থাকতেন দু'জনে ৷

আরও পড়ুন: স্ত্রী জঙ্গি কার্যকলাপে যুক্ত, ‘তালাক’ পেতে ভুয়ো অভিযোগ দায়ের স্বামীর

এরপর 21 জুলাই কবির মথুরা থেকে তাঁর নিজের বাড়িতে যাওয়ার নাম করে চলে যায় ৷ এরপর আর ফিরে আসেননি তিনি ৷ এদিকে স্বামীর খোঁজখবর নিতে সালিমা শ্বশুরবাড়িতে পৌঁছে যান ৷ সেখানে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর ও গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ ৷ এরপর 31 জুলাই তিনি একটি চিঠি পান ৷ সেখানেই তাঁর স্বামীর তালাক দেওয়ার কথা লেখা ছিল ৷

এভাবে কি চিঠিতে লিখে তালাক দেওয়া যায় ? এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে ? এই সব বিষয় জানতে থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানান সালিমা ৷ বিষয়টি শোনার পর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার ৷

আরও পড়ুন: ওজন বাড়ায় উত্তরপ্রদেশের মহিলাকে তালাক ! স্বামীকে খুঁজছে পুলিশ

মথুরা, 2 অগস্ট: বিয়ের দু'মাসের মধ্যেই চিঠি পাঠিয়ে তালাক দিয়েছেন স্বামী ৷ ঘটনায় ন্যায়বিচার চেয়ে স্বামীর বিরুদ্ধে থানায় গেলেন মহিলা ৷ বুধবার থানায় গিয়ে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন স্ত্রী ৷ বিষয়টি জানার পরই তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার ৷

অভিযোগকারিনী সালিমা জানান, প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে তাঁকে ফাঁসিয়েছিলেন ৷ তারপরই মথুরা জেলার কোতোয়ালি নগর থানার অন্তর্গত সৌখ রোড সুখদেব নগরের বাসিন্দা কবির নামে এক যুবকের সঙ্গে বছর দু'য়েক ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর ৷ চলতি বছরের 7 জুন তাঁরা দুজনেই নিজেদের ইচ্ছেয় বিয়ে করেন ৷ এরপর সালিমাকে নিয়ে কবির আগ্রার ফতেপুর সিক্রিতে তাঁর মাসির বাড়িতে নিয়ে যায় ৷ সেখানেই থাকতেন দু'জনে ৷

আরও পড়ুন: স্ত্রী জঙ্গি কার্যকলাপে যুক্ত, ‘তালাক’ পেতে ভুয়ো অভিযোগ দায়ের স্বামীর

এরপর 21 জুলাই কবির মথুরা থেকে তাঁর নিজের বাড়িতে যাওয়ার নাম করে চলে যায় ৷ এরপর আর ফিরে আসেননি তিনি ৷ এদিকে স্বামীর খোঁজখবর নিতে সালিমা শ্বশুরবাড়িতে পৌঁছে যান ৷ সেখানে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর ও গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ ৷ এরপর 31 জুলাই তিনি একটি চিঠি পান ৷ সেখানেই তাঁর স্বামীর তালাক দেওয়ার কথা লেখা ছিল ৷

এভাবে কি চিঠিতে লিখে তালাক দেওয়া যায় ? এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে ? এই সব বিষয় জানতে থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানান সালিমা ৷ বিষয়টি শোনার পর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার ৷

আরও পড়ুন: ওজন বাড়ায় উত্তরপ্রদেশের মহিলাকে তালাক ! স্বামীকে খুঁজছে পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.