ETV Bharat / bharat

Woman Gave Birth Triplets: আকাঙ্ক্ষা ছিল এক পুত্রসন্তানের, জন্ম নিল তিন !

রাজস্থানের (Rajasthan) দুঙ্গরপুর (Dungarpur) জেলায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক মহিলা (Woman Gave Birth Triplets) ৷ তিনটিই পুত্রসন্তান ৷

Woman Gave Birth Triplets in a Dungarpur Government Hospital of Rajasthan
একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম !
author img

By

Published : Dec 21, 2022, 2:21 PM IST

দুঙ্গরপুর (রাজস্থান), 21 ডিসেম্বর: একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক মহিলা (Woman Gave Birth Triplets) ৷ রাজস্থানের (Rajasthan) দুঙ্গরপুর (Dungarpur) জেলার ঘটনা ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন কন্যাসন্তানের জননী ওই মহিলা চতুর্থবার আবারও গর্ভবতী হন ৷ আর এবার একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দেন তিনি ! 25 দিন পর্যবেক্ষণে রাখার পর চারজনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট তারিখের আগেই তিন ছেলের জন্ম দেন ওই প্রসূতি ৷ ফলে তিনটি শিশুরই স্বাস্থ্য ভালো ছিল না ৷ তাই তাদের পর্যবেক্ষণে রাখা হয় ৷ অন্যদিকে, একসঙ্গে তিনটি শিশুর জন্ম দেওয়াও কম ঝক্কির নয় ৷ তাই ওই মহিলাকেও পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷ এই চারজনের দেখভালের জন্য আলাদা করে মেডিক্যাল টিম গঠন করা হয় ৷ অবশেষে তিন ছেলেকে নিয়েই বাড়ি ফিরেছেন ওই মহিলা ৷

স্থানীয় সূত্রে খবর, এই ঘটনাটি ঘটেছে দুঙ্গরপুল জেলার সাগওয়াড়া এলাকায় ৷ এখানকারই বাসিন্দা ওই মহিলা গত 26 নভেম্বর একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দেন ৷ স্থানীয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় গভর্নমেন্ট হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ সেখানেই সময়ের আগে তিন সন্তান প্রসব করেন ওই মহিলা ৷ সূত্রের দাবি, পুত্রসন্তান লাভের আশাতেই চতুর্থবার মা হওয়ার সিদ্ধান্ত নেন ওই তিনি ৷ কারণ, তাঁর আগের তিন সন্তানই মেয়ে ৷ কিন্তু, একের বদল তিন পুত্রসন্তানের জন্ম দিয়ে অবাক হয়ে গিয়েছেন মহিলা নিজেই !

আরও পড়ুন: 15 বছর বেপাত্তা ! অবশেষে পুলিশের জালে ভেকধারী

হাসপাতালের পক্ষে ডা. ইসমাইল জানিয়েছেন, ছয় সন্তানের এই মায়ের বয়স 29 বছর ৷ তাঁর নাম বদু ৷ স্বামীর নাম জয়ন্তীলাল ৷ তাঁরা সাগওয়াড়ার খেড়ি পিন্ডাওয়াল এলাকার বাসিন্দা ৷ গত 26 নভেম্বর বদুকে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয় ৷ ওইদিনই তিন পুত্রসন্তানের জন্ম দেন তিনি ৷ তবে, সময়ের আগে ডেলিভারি হওয়ায় সদ্যোজাতদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন চিকিৎসকরা ৷ কিন্তু, প্রাথমিক ফাঁড়া কাটিয়ে সুস্থ আছে তিনটি শিশুই ৷ ভালো আছেন তাদের মাও ৷

ডা. ইসমাইল জানান, জন্মের পরই তিনটি শিশুকে হাসপাতালের এসএনসিইউ (Special Newborn Care Unit)-এ ভর্তি করা হয় ৷ সঙ্গে সঙ্গে শুরু হয় প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা ৷ তার জেরেই 25 দিন পর সম্পূর্ণ সুস্থ অবস্থায় তাদের নিয়ে বাড়ি ফিরে যান বদু ৷

দুঙ্গরপুর (রাজস্থান), 21 ডিসেম্বর: একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক মহিলা (Woman Gave Birth Triplets) ৷ রাজস্থানের (Rajasthan) দুঙ্গরপুর (Dungarpur) জেলার ঘটনা ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন কন্যাসন্তানের জননী ওই মহিলা চতুর্থবার আবারও গর্ভবতী হন ৷ আর এবার একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দেন তিনি ! 25 দিন পর্যবেক্ষণে রাখার পর চারজনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট তারিখের আগেই তিন ছেলের জন্ম দেন ওই প্রসূতি ৷ ফলে তিনটি শিশুরই স্বাস্থ্য ভালো ছিল না ৷ তাই তাদের পর্যবেক্ষণে রাখা হয় ৷ অন্যদিকে, একসঙ্গে তিনটি শিশুর জন্ম দেওয়াও কম ঝক্কির নয় ৷ তাই ওই মহিলাকেও পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷ এই চারজনের দেখভালের জন্য আলাদা করে মেডিক্যাল টিম গঠন করা হয় ৷ অবশেষে তিন ছেলেকে নিয়েই বাড়ি ফিরেছেন ওই মহিলা ৷

স্থানীয় সূত্রে খবর, এই ঘটনাটি ঘটেছে দুঙ্গরপুল জেলার সাগওয়াড়া এলাকায় ৷ এখানকারই বাসিন্দা ওই মহিলা গত 26 নভেম্বর একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দেন ৷ স্থানীয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় গভর্নমেন্ট হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ সেখানেই সময়ের আগে তিন সন্তান প্রসব করেন ওই মহিলা ৷ সূত্রের দাবি, পুত্রসন্তান লাভের আশাতেই চতুর্থবার মা হওয়ার সিদ্ধান্ত নেন ওই তিনি ৷ কারণ, তাঁর আগের তিন সন্তানই মেয়ে ৷ কিন্তু, একের বদল তিন পুত্রসন্তানের জন্ম দিয়ে অবাক হয়ে গিয়েছেন মহিলা নিজেই !

আরও পড়ুন: 15 বছর বেপাত্তা ! অবশেষে পুলিশের জালে ভেকধারী

হাসপাতালের পক্ষে ডা. ইসমাইল জানিয়েছেন, ছয় সন্তানের এই মায়ের বয়স 29 বছর ৷ তাঁর নাম বদু ৷ স্বামীর নাম জয়ন্তীলাল ৷ তাঁরা সাগওয়াড়ার খেড়ি পিন্ডাওয়াল এলাকার বাসিন্দা ৷ গত 26 নভেম্বর বদুকে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয় ৷ ওইদিনই তিন পুত্রসন্তানের জন্ম দেন তিনি ৷ তবে, সময়ের আগে ডেলিভারি হওয়ায় সদ্যোজাতদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন চিকিৎসকরা ৷ কিন্তু, প্রাথমিক ফাঁড়া কাটিয়ে সুস্থ আছে তিনটি শিশুই ৷ ভালো আছেন তাদের মাও ৷

ডা. ইসমাইল জানান, জন্মের পরই তিনটি শিশুকে হাসপাতালের এসএনসিইউ (Special Newborn Care Unit)-এ ভর্তি করা হয় ৷ সঙ্গে সঙ্গে শুরু হয় প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা ৷ তার জেরেই 25 দিন পর সম্পূর্ণ সুস্থ অবস্থায় তাদের নিয়ে বাড়ি ফিরে যান বদু ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.