ETV Bharat / bharat

Woman gave birth to Five Children: একসঙ্গে 5 সন্তানের জন্ম দিলেন মহিলা, হতবাক চিকিৎসকরাও - একসঙ্গে 5 সন্তানের জন্ম দিলেন মহিলা

রেশমা নামের ওই মহিলা একসঙ্গে 5টি সন্তানের জন্ম দেন । যদিও অপরিণত প্রসবের কারণে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে । দুই শিশুকে জয়পুরে রেফার করা হয়েছে (Woman gave birth to five children) ।

Woman gave birth to Five Children
Woman gave birth to Five Children
author img

By

Published : Jul 25, 2022, 10:55 PM IST

করৌলি, 25 জুলাই: একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন মহিলা ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের করৌলিতে ৷ যদিও অপরিণত প্রসবের কারণে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে । দুই শিশুকে জয়পুরে রেফার করা হয়েছে । শেষ পাওয়া খবর অনুযায়ী, মা এবং দুই সন্তান সুস্থ রয়েছে (Five children birth in Karauli) ৷

করৌলি জেলা সদরে অবস্থিত ভরত হাসপাতালে রেশমা নামের ওই মহিলা একসঙ্গে 5টি সন্তানের জন্ম দেন । ভরত হাসপাতালের পরিচালক ডাঃ ভরতলাল মীনা ও মহিলা চিকিৎসক আশা মীনা জানান, ওই মহিলা নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে তিনটি মেয়ে ও দুই ছেলের জন্ম দিয়েছেন । মহিলাটি সম্পূর্ণ সুস্থ । বিয়ের 7 বছর পর সন্তানের জন্ম দিয়েছেন তিনি ৷ একসঙ্গে 5 সন্তানের জন্ম হওয়ায় বিস্মিত ডাক্তাররাও ।

আরও পড়ুন : রাস্তাতেই সন্তান প্রসব মহিলার, সৌজন্যে অটো চন্দ্রন

চিকিত্সকরা জানিয়েছেন, গর্ভাবস্থার 7 মাসের মধ্যে শিশুর জন্ম হয়েছে । এ কারণে নবজাতকদের উন্নত চিকিৎসার প্রয়োজন হয় । এই কারণে, ভরত হাসপাতাল থেকে শিশুদের আইসিইউ-তে রেফার করা হয়েছে । হাসপাতালের কম্পাউন্ডার মনোজ চতুর্বেদী বলেন, "3 শিশু চিকিৎসার সময় মারা গিয়েছে ৷ 2 শিশুকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সের মাধ্যমে জয়পুরে রেফার করা হয়েছে ।"

করৌলি, 25 জুলাই: একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন মহিলা ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের করৌলিতে ৷ যদিও অপরিণত প্রসবের কারণে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে । দুই শিশুকে জয়পুরে রেফার করা হয়েছে । শেষ পাওয়া খবর অনুযায়ী, মা এবং দুই সন্তান সুস্থ রয়েছে (Five children birth in Karauli) ৷

করৌলি জেলা সদরে অবস্থিত ভরত হাসপাতালে রেশমা নামের ওই মহিলা একসঙ্গে 5টি সন্তানের জন্ম দেন । ভরত হাসপাতালের পরিচালক ডাঃ ভরতলাল মীনা ও মহিলা চিকিৎসক আশা মীনা জানান, ওই মহিলা নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে তিনটি মেয়ে ও দুই ছেলের জন্ম দিয়েছেন । মহিলাটি সম্পূর্ণ সুস্থ । বিয়ের 7 বছর পর সন্তানের জন্ম দিয়েছেন তিনি ৷ একসঙ্গে 5 সন্তানের জন্ম হওয়ায় বিস্মিত ডাক্তাররাও ।

আরও পড়ুন : রাস্তাতেই সন্তান প্রসব মহিলার, সৌজন্যে অটো চন্দ্রন

চিকিত্সকরা জানিয়েছেন, গর্ভাবস্থার 7 মাসের মধ্যে শিশুর জন্ম হয়েছে । এ কারণে নবজাতকদের উন্নত চিকিৎসার প্রয়োজন হয় । এই কারণে, ভরত হাসপাতাল থেকে শিশুদের আইসিইউ-তে রেফার করা হয়েছে । হাসপাতালের কম্পাউন্ডার মনোজ চতুর্বেদী বলেন, "3 শিশু চিকিৎসার সময় মারা গিয়েছে ৷ 2 শিশুকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সের মাধ্যমে জয়পুরে রেফার করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.