ETV Bharat / bharat

Kashmiri woman evacuated from Gaza: যুদ্ধ-বিধ্বস্ত গাজা থেকে মেয়েকে সঙ্গে নিরাপদ স্থানে পৌঁছলেন কাশ্মীরি মহিলা - হামাস

ইজিপ্ট ও গাজার মধ্যবর্তী রাফাহ সীমান্ত দিয়ে নিরাপদে উদ্ধার করা সম্ভব হল এক কাশ্মীরি মহিলা ও তাঁর কন্যাকে ৷ যুদ্ধ বিধ্বস্থ গাজাতে আটকে পড়েছিলেন তারা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 10:24 PM IST

জেরুজালেম, 14 নভেম্বর: যুদ্ধ-বিধ্বস্ত গাজা থেকে উদ্ধার করা হল কাশ্মীরি এক মহিলা ও কন্যাকে ৷ মহিলার স্বামী সংবাদসংস্থাকে জানিয়েছেন, ওই অঞ্চলের ইন্ডিয়ান মিশনের সহযোগিতায় তাঁর স্ত্রী ও মেয়ে গাজা থেকে বেরিয়ে নিরাপদে মিশরে পৌঁছেছে ৷ জানা গিয়েছে, লুবনা নাজির শাবু ও তাঁর মেয়ে কারিমা আটকে পড়েছিলেন গাজায় ৷ সেখান থেকে রাফাহ সীমান্ত পেরিয়ে তাদের নিরাপদে মিশরের আল-আরিশ শহরে পৌঁছে দেওয়া হয় সোমবার সন্ধ্যায় ৷ মঙ্গলবার তাঁদের কায়রোর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ৷ উল্লেখ্য, মিশর ও গাজার মধ্যবর্তী রাফাহ সীমান্ত দিয়ে গত কয়েকদিন ধরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে গাজা স্ট্রিপে ৷ মানবিক সাহায্য পাঠানোর পাশাপাশি, বিদেশি নাগরিকদের উদ্ধারের জন্যও ওই সীমান্ত ব্যবহার করা হচ্ছে ৷

ওই মহিলারক স্বামী নেদাল তোমান সাংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, তাঁর স্ত্রী ও কন্যা দু'জনেই নিরাপদে আছেন ৷ এর আগে রবিবার সংবাদসংস্থা পিটিআই'কে লুবনা নামে ওই কাশ্মীরি মহিলা জানিয়েছিলেন, গাজা থেকে সরিয়ে আনার জন্য যে বিদেশি নাগরিকদের নামের তালিকা তৈরি হয়েছে, তাতে তাঁর নামও আছে ৷ এরজন্য তিনি রামাল্লাহ, তেল আভিভ, কায়রোর ভারতীয় মিশনকে ধন্যবাদও জানান ৷ 10 অক্টোবর লুবনা পিটিআরের সঙ্গে যোগাযোগ করে তাঁকে উদ্ধারের জন্য সহযোগিতা চেয়েছিলেন ৷ তিনি সংবাদসংস্থাটিকে সেদিন বলেছিলেন, "আমরা এখানে ভয়ানক সংঘাতের মধ্যে আটকে পড়েছি ৷ এক সেকেন্ডের মধ্যে বোমা ফেলে সব ধ্বংস করে দেওয়া হচ্ছে ৷ বাড়িঘর সব নড়ে উঠছে বিস্ফোরণের শব্দে ৷ জলের লাইনও বন্ধ করে দেওয়া হয়েছে ৷" প্রাণ বাঁচাতে তিনি গাজার দক্ষিণ অংশে পালিয়ে এসেছিলেন ৷

ওই মহিলা সংবাদসংস্থাকে সোমবার জানিয়েছেন, এই ধরনের ধ্বংসের ছবি এর আগে তিনি কখনও দেখেননি, প্রাণ বাঁচাতে অনেকেই পালিয়েছেন এলাকা থেকে ৷ গাজায় নিরাপদ বলে যে আর কোনও স্থান নেই ৷ গত মাসের 7 তারিখ ইজরায়েলে হামলা চালায় জঙ্গি সংগঠন হামাস ৷ তাদের হামলায় প্রাণ হারান প্রায় 1400 ইজরায়েলি ৷ এরপর থেকেই লাগাতার গাজায় হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা ৷ প্রাণ হারিয়েছেন প্রায় 11 হাজার মানুষ, মৃতদের মধ্যে প্রায় অর্ধেকই শিশু ৷

আরও পড়ুন:

  1. হামাসের সংসদ ভবনের দখল নিল ইজরায়েলি সেনা
  2. গাজার প্রধান হাসপাতালের বাইরে মুহুর্মুহু বিমান হামলা, পালাতে অক্ষম আটকে থাকা লোকেরা

জেরুজালেম, 14 নভেম্বর: যুদ্ধ-বিধ্বস্ত গাজা থেকে উদ্ধার করা হল কাশ্মীরি এক মহিলা ও কন্যাকে ৷ মহিলার স্বামী সংবাদসংস্থাকে জানিয়েছেন, ওই অঞ্চলের ইন্ডিয়ান মিশনের সহযোগিতায় তাঁর স্ত্রী ও মেয়ে গাজা থেকে বেরিয়ে নিরাপদে মিশরে পৌঁছেছে ৷ জানা গিয়েছে, লুবনা নাজির শাবু ও তাঁর মেয়ে কারিমা আটকে পড়েছিলেন গাজায় ৷ সেখান থেকে রাফাহ সীমান্ত পেরিয়ে তাদের নিরাপদে মিশরের আল-আরিশ শহরে পৌঁছে দেওয়া হয় সোমবার সন্ধ্যায় ৷ মঙ্গলবার তাঁদের কায়রোর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ৷ উল্লেখ্য, মিশর ও গাজার মধ্যবর্তী রাফাহ সীমান্ত দিয়ে গত কয়েকদিন ধরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে গাজা স্ট্রিপে ৷ মানবিক সাহায্য পাঠানোর পাশাপাশি, বিদেশি নাগরিকদের উদ্ধারের জন্যও ওই সীমান্ত ব্যবহার করা হচ্ছে ৷

ওই মহিলারক স্বামী নেদাল তোমান সাংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, তাঁর স্ত্রী ও কন্যা দু'জনেই নিরাপদে আছেন ৷ এর আগে রবিবার সংবাদসংস্থা পিটিআই'কে লুবনা নামে ওই কাশ্মীরি মহিলা জানিয়েছিলেন, গাজা থেকে সরিয়ে আনার জন্য যে বিদেশি নাগরিকদের নামের তালিকা তৈরি হয়েছে, তাতে তাঁর নামও আছে ৷ এরজন্য তিনি রামাল্লাহ, তেল আভিভ, কায়রোর ভারতীয় মিশনকে ধন্যবাদও জানান ৷ 10 অক্টোবর লুবনা পিটিআরের সঙ্গে যোগাযোগ করে তাঁকে উদ্ধারের জন্য সহযোগিতা চেয়েছিলেন ৷ তিনি সংবাদসংস্থাটিকে সেদিন বলেছিলেন, "আমরা এখানে ভয়ানক সংঘাতের মধ্যে আটকে পড়েছি ৷ এক সেকেন্ডের মধ্যে বোমা ফেলে সব ধ্বংস করে দেওয়া হচ্ছে ৷ বাড়িঘর সব নড়ে উঠছে বিস্ফোরণের শব্দে ৷ জলের লাইনও বন্ধ করে দেওয়া হয়েছে ৷" প্রাণ বাঁচাতে তিনি গাজার দক্ষিণ অংশে পালিয়ে এসেছিলেন ৷

ওই মহিলা সংবাদসংস্থাকে সোমবার জানিয়েছেন, এই ধরনের ধ্বংসের ছবি এর আগে তিনি কখনও দেখেননি, প্রাণ বাঁচাতে অনেকেই পালিয়েছেন এলাকা থেকে ৷ গাজায় নিরাপদ বলে যে আর কোনও স্থান নেই ৷ গত মাসের 7 তারিখ ইজরায়েলে হামলা চালায় জঙ্গি সংগঠন হামাস ৷ তাদের হামলায় প্রাণ হারান প্রায় 1400 ইজরায়েলি ৷ এরপর থেকেই লাগাতার গাজায় হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা ৷ প্রাণ হারিয়েছেন প্রায় 11 হাজার মানুষ, মৃতদের মধ্যে প্রায় অর্ধেকই শিশু ৷

আরও পড়ুন:

  1. হামাসের সংসদ ভবনের দখল নিল ইজরায়েলি সেনা
  2. গাজার প্রধান হাসপাতালের বাইরে মুহুর্মুহু বিমান হামলা, পালাতে অক্ষম আটকে থাকা লোকেরা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.