ETV Bharat / bharat

রাষ্ট্রপতির কনভয়ের জন্য রাস্তায় যানজট, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু প্রৌঢ়ার - Roads closed for President Ramnath Kovind Kanpur Visit

বিষয়টি প্রকাশ্যে আসতেই মৃতার পরিবারের কাছে ক্ষমা চায় কানপুর নগর পুলিশ কমিশনারেট ৷ এমন অনভিপ্রেত ঘটনায় মর্মামত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ৷

Ramnath Kovind
ছবি
author img

By

Published : Jun 26, 2021, 11:05 PM IST

কানপুর, 26 জুন : শুক্রবার রাতে কানপুরে যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ চারিদিকে কড়া নিরাপত্তা বলয় ৷ কানপুরের যে রাস্তা দিয়ে রাষ্ট্রপতির কনভয় গিয়েছে, সেই রাস্তা সাধারণের ব্যবহারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল সাময়িকভাবে ৷ শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকায় তীব্র যানজট ৷ সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে রাস্তায় ৷ ওই পথেই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল বছর পঞ্চাশের বন্দনা মিশ্রকে ৷ করোনা পরবর্তী সমস্যায় ভুগছিলেন তিনি ৷ কিন্তু গাড়ির ভিড়ে আটকে পড়েন ৷ আর হাসপাতালে যাওয়া হল না ৷ যানজটে আটকেই প্রাণ হারালেন প্রৌঢ়া ৷

বন্দনা মিশ্র এপ্রিল মাসে করোনা থেকে মুক্ত হয়েছিলেন ৷ কিন্তু বিগত কিছুদিন ধরে করোনা পরবর্তী সমস্যায় ভুগছিলেন ৷ পরিস্থিতি জটিল হতে শুরু করলে প্রৌঢ়াকে নিয়ে শুক্রবার কানপুরের এক বেসরকারি হাসপাতালের উদ্দেশে রওনা দেন পরিবারের লোকেরা ৷ কিন্তু যে গাড়িতে করে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেটি গোবিন্দপুরী উড়ালপুল ও নন্দলাল ক্রসিংয়ের মাঝে গাড়িটি যানজটে আটকে পড়ে ৷ কারণ, সামনের রাস্তা সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির কনভয় যাবে বলে ৷ প্রৌঢ়াকে সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি ৷ গাড়িতে বসেই মৃত্যু হয় তাঁর ৷ তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ইন্ডাস্ট্রিজ়ের কানপুর চ্যাপ্টারের প্রধান ছিলেন ৷ বন্দনা মিশ্রের মৃত্যুর কথা রাষ্ট্রপতির কান পর্যন্তও পৌঁছেছে এবং তিনি ঘটনায় অত্যন্ত মর্মাহত ৷

  • आईआईए की अध्यक्षा बहन वन्दना मिश्रा जी के निधन के लिए कानपुर नगर पुलिस और व्यक्तिगत रूप से मैं क्षमा प्रार्थी हूं। भविष्य के लिए यह बड़ा सबक है। हम प्रण करते हैं कि हमारी रूट व्यवस्था ऐसी होगी कि न्यूनतम समय के लिए नागरिकों को रोका जाए ताकि ऐसी घटनाओं की पुनरावृति न हो।

    — POLICE COMMISSIONERATE KANPUR NAGAR (@kanpurnagarpol) June 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলাই ভারতীয় রীতি, পরিবেশ দিবসে বার্তা রাষ্ট্রপতির

বিষয়টি প্রকাশ্যে আসতেই মৃতার পরিবারের কাছে ক্ষমা চায় কানপুর নগর পুলিশ কমিশনারেট ৷ এক টুইট বার্তায় বলা হয়, "আইআইএ-র অধ্যক্ষা বন্দনা মিশ্রর মৃত্যুতে কানপুর পুলিশ একান্তভাবে শোকাহত ৷ এমন ঘটনা থেকে আমরা আগামীতে শিক্ষা নেব ৷ আমরা এমন পথে ভিভিআইপিদের নিয়ে যাব, যাতে সাধারণ নাগরিকদের কম সমস্যা হয় ৷"

  • महामहिम राष्ट्रपति जी बहन वन्दना मिश्रा जी के असामयिक व निधन से व्यथित हुए। उन्होंने पुलिस आयुक्त और जिलाधिकारी को बुलाकर जानकारी ली व शोक संतप्त परिवार तक उनका संदेश पहुंचाने को कहा। दोनों अधिकारियों ने अंत्येष्टि में शामिल होकर शोकाकुल परिवार तक महामहिम का संदेश पहुंचाया। pic.twitter.com/nIYKQZNj4e

    — POLICE COMMISSIONERATE KANPUR NAGAR (@kanpurnagarpol) June 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কানপুর, 26 জুন : শুক্রবার রাতে কানপুরে যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ চারিদিকে কড়া নিরাপত্তা বলয় ৷ কানপুরের যে রাস্তা দিয়ে রাষ্ট্রপতির কনভয় গিয়েছে, সেই রাস্তা সাধারণের ব্যবহারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল সাময়িকভাবে ৷ শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকায় তীব্র যানজট ৷ সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে রাস্তায় ৷ ওই পথেই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল বছর পঞ্চাশের বন্দনা মিশ্রকে ৷ করোনা পরবর্তী সমস্যায় ভুগছিলেন তিনি ৷ কিন্তু গাড়ির ভিড়ে আটকে পড়েন ৷ আর হাসপাতালে যাওয়া হল না ৷ যানজটে আটকেই প্রাণ হারালেন প্রৌঢ়া ৷

বন্দনা মিশ্র এপ্রিল মাসে করোনা থেকে মুক্ত হয়েছিলেন ৷ কিন্তু বিগত কিছুদিন ধরে করোনা পরবর্তী সমস্যায় ভুগছিলেন ৷ পরিস্থিতি জটিল হতে শুরু করলে প্রৌঢ়াকে নিয়ে শুক্রবার কানপুরের এক বেসরকারি হাসপাতালের উদ্দেশে রওনা দেন পরিবারের লোকেরা ৷ কিন্তু যে গাড়িতে করে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেটি গোবিন্দপুরী উড়ালপুল ও নন্দলাল ক্রসিংয়ের মাঝে গাড়িটি যানজটে আটকে পড়ে ৷ কারণ, সামনের রাস্তা সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির কনভয় যাবে বলে ৷ প্রৌঢ়াকে সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি ৷ গাড়িতে বসেই মৃত্যু হয় তাঁর ৷ তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ইন্ডাস্ট্রিজ়ের কানপুর চ্যাপ্টারের প্রধান ছিলেন ৷ বন্দনা মিশ্রের মৃত্যুর কথা রাষ্ট্রপতির কান পর্যন্তও পৌঁছেছে এবং তিনি ঘটনায় অত্যন্ত মর্মাহত ৷

  • आईआईए की अध्यक्षा बहन वन्दना मिश्रा जी के निधन के लिए कानपुर नगर पुलिस और व्यक्तिगत रूप से मैं क्षमा प्रार्थी हूं। भविष्य के लिए यह बड़ा सबक है। हम प्रण करते हैं कि हमारी रूट व्यवस्था ऐसी होगी कि न्यूनतम समय के लिए नागरिकों को रोका जाए ताकि ऐसी घटनाओं की पुनरावृति न हो।

    — POLICE COMMISSIONERATE KANPUR NAGAR (@kanpurnagarpol) June 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলাই ভারতীয় রীতি, পরিবেশ দিবসে বার্তা রাষ্ট্রপতির

বিষয়টি প্রকাশ্যে আসতেই মৃতার পরিবারের কাছে ক্ষমা চায় কানপুর নগর পুলিশ কমিশনারেট ৷ এক টুইট বার্তায় বলা হয়, "আইআইএ-র অধ্যক্ষা বন্দনা মিশ্রর মৃত্যুতে কানপুর পুলিশ একান্তভাবে শোকাহত ৷ এমন ঘটনা থেকে আমরা আগামীতে শিক্ষা নেব ৷ আমরা এমন পথে ভিভিআইপিদের নিয়ে যাব, যাতে সাধারণ নাগরিকদের কম সমস্যা হয় ৷"

  • महामहिम राष्ट्रपति जी बहन वन्दना मिश्रा जी के असामयिक व निधन से व्यथित हुए। उन्होंने पुलिस आयुक्त और जिलाधिकारी को बुलाकर जानकारी ली व शोक संतप्त परिवार तक उनका संदेश पहुंचाने को कहा। दोनों अधिकारियों ने अंत्येष्टि में शामिल होकर शोकाकुल परिवार तक महामहिम का संदेश पहुंचाया। pic.twitter.com/nIYKQZNj4e

    — POLICE COMMISSIONERATE KANPUR NAGAR (@kanpurnagarpol) June 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.