ETV Bharat / bharat

Bomb Hoax in Kochi Airport: কোচি বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ালেন মহিলা যাত্রী - কোচি আন্তর্জাতিক বিমানবন্দর

Woman makes hoax bomb claim: মিথ্যে দাবি করে কোচি বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠল এক মহিলা যাত্রীর বিরুদ্ধে ৷ তাঁকে আটক করা হয়েছে ৷

Bomb Hoax in Kochi Airport
Bomb Hoax in Kochi Airport
author img

By

Published : Aug 1, 2023, 1:01 PM IST

Updated : Aug 1, 2023, 2:59 PM IST

কোচি, 1 অগস্ট: এক মহিলা যাত্রীর মিথ্যে দাবিতে বোমাতঙ্ক ছড়াল কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে ৷ বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ অভিযুক্ত মহিলাকে আটক করে ৷ বিমানবন্দরে চেক-ইন প্রক্রিয়ায় বেশি সময় লেগেছিল বলে তিনি বিরক্ত হয়ে ওই কাজ করেছেন বলে দাবি করেছেন ওই মহিলা ৷ তবে তাঁর কারণে মুম্বইগামী বিমান উড়তে প্রায় এক ঘণ্টা দেরি হওয়ায়, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দরের একটি সূত্র ৷

বিরক্ত হয়ে মিথ্যে দাবি: পরিবারের একজন সদস্যের সঙ্গে ওই বিমানে মুম্বই যাচ্ছিলেন অভিযুক্ত মহিলা ৷ বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, সকাল 6টার দিকে কোচি-মুম্বই বিমানের চেক-ইন প্রক্রিয়া চলাকালীন এই ঘটনা ঘটে । জানা গিয়েছে, চেক-ইন প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগার কারণে বিরক্ত হয়ে মহিলাটি বলেন যে, তাঁর মালপত্রে একটি বোমা রয়েছে ৷

আরও পড়ুন: এসি'র সমস্যার কারণে জরুরি অবতরণ দুবাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানের

জোরদার তল্লাশি: এরপরই আতঙ্ক ছড়ায় বিমানবন্দরে ৷ শুরু হয় জোরদার স্ক্রিনিং প্রক্রিয়া ৷ প্রতিটি মালপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয় ৷ যদিও দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পরও কোনও বোমার হদিশ মেলেনি ৷ তবে এই সব করতে গিয়ে বিমানটি আর নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি ৷ বিমানটি ছাড়তে প্রায় এক ঘণ্টা দেরি হয়ে যায় বলে জানিয়েছে বিমানবন্দরের সূত্র ৷

আটক মহিলা যাত্রী: ওই মহিলার জন্য বিমান ছাড়তে অনেকটা দেরি হওয়ায় তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয় ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ নেদুম্বাসেরি থানার একজন আধিকারিকের হেফাজতে ওই মহিলাটি বর্তমানে রয়েছেন ৷ ওই আধিকারিক বলেন যে, তাঁরা ওই মহিলার বয়ান রেকর্ড করার ও তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার প্রক্রিয়া চালাচ্ছেন ৷ সবকিছু শোনার পর তাঁকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি ।

কোচি, 1 অগস্ট: এক মহিলা যাত্রীর মিথ্যে দাবিতে বোমাতঙ্ক ছড়াল কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে ৷ বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ অভিযুক্ত মহিলাকে আটক করে ৷ বিমানবন্দরে চেক-ইন প্রক্রিয়ায় বেশি সময় লেগেছিল বলে তিনি বিরক্ত হয়ে ওই কাজ করেছেন বলে দাবি করেছেন ওই মহিলা ৷ তবে তাঁর কারণে মুম্বইগামী বিমান উড়তে প্রায় এক ঘণ্টা দেরি হওয়ায়, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দরের একটি সূত্র ৷

বিরক্ত হয়ে মিথ্যে দাবি: পরিবারের একজন সদস্যের সঙ্গে ওই বিমানে মুম্বই যাচ্ছিলেন অভিযুক্ত মহিলা ৷ বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, সকাল 6টার দিকে কোচি-মুম্বই বিমানের চেক-ইন প্রক্রিয়া চলাকালীন এই ঘটনা ঘটে । জানা গিয়েছে, চেক-ইন প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগার কারণে বিরক্ত হয়ে মহিলাটি বলেন যে, তাঁর মালপত্রে একটি বোমা রয়েছে ৷

আরও পড়ুন: এসি'র সমস্যার কারণে জরুরি অবতরণ দুবাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানের

জোরদার তল্লাশি: এরপরই আতঙ্ক ছড়ায় বিমানবন্দরে ৷ শুরু হয় জোরদার স্ক্রিনিং প্রক্রিয়া ৷ প্রতিটি মালপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয় ৷ যদিও দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পরও কোনও বোমার হদিশ মেলেনি ৷ তবে এই সব করতে গিয়ে বিমানটি আর নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি ৷ বিমানটি ছাড়তে প্রায় এক ঘণ্টা দেরি হয়ে যায় বলে জানিয়েছে বিমানবন্দরের সূত্র ৷

আটক মহিলা যাত্রী: ওই মহিলার জন্য বিমান ছাড়তে অনেকটা দেরি হওয়ায় তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয় ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ নেদুম্বাসেরি থানার একজন আধিকারিকের হেফাজতে ওই মহিলাটি বর্তমানে রয়েছেন ৷ ওই আধিকারিক বলেন যে, তাঁরা ওই মহিলার বয়ান রেকর্ড করার ও তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার প্রক্রিয়া চালাচ্ছেন ৷ সবকিছু শোনার পর তাঁকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি ।

Last Updated : Aug 1, 2023, 2:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.