উদয়পুর, 10 এপ্রিল: প্রেমে পাগল ৷ দুই সন্তান ও স্বামীকে ছেড়ে ধরলেন প্রেমিকের হাত ৷ কোর্টে গিয়ে সারলেন বিয়েও ৷ রাস্তাতেই মাকে ফিরে পেতে কান্নায় ভেঙে পড়ল দুই মেয়ে ৷ কিন্তু তাদের কাতর আর্জিতেও সাড়া দিলেন না মা ৷ এরপরেই পুলিশের দ্বারস্থ হয়ে সাহায্য প্রার্থনা করলেন দুই মেয়ে ও ওই মহিলার স্বামী ৷ রাজস্থানের উদয়পুরে এমনই হৃদয় বিদারক ভিডিয়ো সামনে এসেছে ৷ যেখানে প্রেমিকের জন্য নিজের সন্তানদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন মা ৷
জানা গিয়েছে, ফাইনান্স কোম্পানিতে এক ব্যক্তি কাজে এসেছিলেন ওই মহিলার গ্রামে ৷ সেখানেই আলাপের পর পরস্পরের প্রেমে পড়েন তাঁরা ৷ বিয়ে করার সিদ্ধান্ত নেন ৷ তারপরেই প্রেমিকের জন্য 15 বছরের বিবাহিত জীবন ছেড়ে বেরিয়ে আসেন সেই মহিলা ৷ গত 2 এপ্রিল আদালতে বিয়ে করেন তাঁরা ৷ মহিলার এই সিদ্ধান্তে হতবাক হয়ে গিয়েছে পরিবার থেকে শুরু করে গোটা গ্রাম । তবে সবচেয়ে বড় ব্যাপার হল মহিলার 10 ও 5 বছরের দু'টি মেয়ে রয়েছে । সন্তান ও সংসারের তোয়াক্কা না-করে ফাইনান্স কোম্পানির ওই কর্মচারীকে বিয়ে করেন মহিলা । এমনকী এরপর উলটে মহিলা এসপি অফিসে আবেদন করেন, প্রাক্তন স্বামীর থেকে তাঁর ও বর্তমান স্বামীর জীবনহানির ভয় রয়েছে ৷
মেয়ে দু'টি মায়ের সামনে অঝোরে কাঁদতে থাকে ৷ তাঁর পা-ধরে বাড়ি ফিরে আসার কথা জানায় ৷ কিন্তু মা মেয়েদের থেকে মুখ ফিরিয়ে নেন ৷ মেয়েদের সেই কান্নার ভিডিয়ো সামনে আসতেই মমতার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে এক মা কী করে এমন ঘটনা ঘটাতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠছে । প্রেমিকের সঙ্গে সম্পর্কের জেরে নিজ সন্তান স্নেহের সম্পর্ক ভুলে গেল মা, এতেই অবাক সকলে ৷ উদয়পুর কালেক্টরেটে ওই মহিলার মেয়েদের সঙ্গে এই আচরণ দেখে প্রত্যেকের চোখে জল এসে যায় । দুই মেয়েই মায়ের পা জড়িয়ে ধরে অনুনয়-বিনয় করে ৷ কিন্তু কিছুতেই কোনও কাজ হয় না ৷ প্রেমিকের হাত ধরে নতুন জীবনের পথে চলে যান মহিলা ৷
আরও পড়ুন: ভিন জাতে প্রেম, দলিত যুবককে কুপিয়ে খুন করল প্রেমিকার পরিবার !