ETV Bharat / bharat

বিহারে যুবতিকে পুড়িয়ে হত্য়া, ভোটের জন্য় ঘটনা লুকিয়ে রাখার অভিযোগ রাহুলের

author img

By

Published : Nov 17, 2020, 1:13 PM IST

আজ রাহুল গান্ধি টুইট করে বিহারের NDA সরকারকে আক্রমণ করে লেখেন, "কার অপরাধ সবচেয়ে ভয়ংকর ? যারা এই অমানবিক কাজটি করেছে ? নাকি যারা ভোট বৃদ্ধির জন্য় এই ঘটনাটিকে লুকিয়ে রেখেছিল, যাতে এই কুশাসনের উপর তার মিথ্য়া সুশাসনের ভিত্তি স্থাপন করতে পারা যায় ।"

woman-burnt-alive-in-bihar-rahul-accuses-nitish-govt-of-hiding-incident-for-electoral-gains
বিহারে তরুণীকে পুড়িয়ে হত্য়া, ভোটের জন্য় ঘটনা লুকিয়ে রাখার অভিযোগ রাহুলের

দিল্লি, 17 নভেম্বর : সম্প্রতি বিহারের বৈশালীতে এক যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে ইভটিজ়ারদের বিরুদ্ধ ৷ এবার সেই ঘটনাকে হাতিয়ার করে বিহারের নবনির্বাচিত NDA সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷ টুইটারে তাঁর অভিযোগ, বিহার নির্বাচনের মাঝে হওয়া এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে নীতীশ কুমারের সরকার ৷

আজ রাহুল গান্ধি টুইট করে বিহারের NDA সরকারকে আক্রমণ করে লেখেন, "কার অপরাধ সবচেয়ে ভয়ংকর ? যারা এই অমানবিক কাজটি করেছে ? নাকি যারা ভোট বৃদ্ধির জন্য় এই ঘটনাটিকে লুকিয়ে রেখেছিল, যাতে এই কুশাসনের উপর তার মিথ্য়া সুশাসনের ভিত্তি স্থাপন করতে পারা যায় ।"

  • किसका अपराध ज़्यादा ख़तरनाक है-

    जिसने ये अमानवीय कर्म किया?

    या

    जिसने चुनावी फ़ायदे के लिए इसे छुपाया ताकि इस कुशासन पर अपने झूठे 'सुशासन' की नींव रख सके? pic.twitter.com/VDIeL19F3Q

    — Rahul Gandhi (@RahulGandhi) November 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাহুল তাঁর টুইটের স্বপক্ষে একটি সংবাদমাধ্য়মের রিপোর্ট তুলে ধরেন ৷ যেখানে বলা হয়েছে, বিহার নির্বাচনের সময় এক যুবতিকে জীবন্ত পুড়িয়ে দেয় একদল যুবক ৷ টানা 15 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার তাঁর মৃত্যু হয় ৷ তাঁর অভিযোগ, ভোটে লাভ তুলতে এই ঘটনাকে ধামাচাপা দিয়েছে নীতীশ কুমারের সরকার ৷

সংবাদমাধ্য়মের রিপোর্ট অনুযায়ী, এলাকারই এক যুবক তার বন্ধুদের নিয়ে ওই যুবতিকে উত্য়ক্ত করত ৷ তার প্রতিবাদ করায় যুবতির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা ৷ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ সোমবার যুবতির পরিবারের সদস্যরা দেহ নিয়ে পটনার রাস্তায় বিক্ষোভ দেখান ৷ পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ তুলে নেন তাঁরা ৷

দিল্লি, 17 নভেম্বর : সম্প্রতি বিহারের বৈশালীতে এক যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে ইভটিজ়ারদের বিরুদ্ধ ৷ এবার সেই ঘটনাকে হাতিয়ার করে বিহারের নবনির্বাচিত NDA সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷ টুইটারে তাঁর অভিযোগ, বিহার নির্বাচনের মাঝে হওয়া এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে নীতীশ কুমারের সরকার ৷

আজ রাহুল গান্ধি টুইট করে বিহারের NDA সরকারকে আক্রমণ করে লেখেন, "কার অপরাধ সবচেয়ে ভয়ংকর ? যারা এই অমানবিক কাজটি করেছে ? নাকি যারা ভোট বৃদ্ধির জন্য় এই ঘটনাটিকে লুকিয়ে রেখেছিল, যাতে এই কুশাসনের উপর তার মিথ্য়া সুশাসনের ভিত্তি স্থাপন করতে পারা যায় ।"

  • किसका अपराध ज़्यादा ख़तरनाक है-

    जिसने ये अमानवीय कर्म किया?

    या

    जिसने चुनावी फ़ायदे के लिए इसे छुपाया ताकि इस कुशासन पर अपने झूठे 'सुशासन' की नींव रख सके? pic.twitter.com/VDIeL19F3Q

    — Rahul Gandhi (@RahulGandhi) November 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাহুল তাঁর টুইটের স্বপক্ষে একটি সংবাদমাধ্য়মের রিপোর্ট তুলে ধরেন ৷ যেখানে বলা হয়েছে, বিহার নির্বাচনের সময় এক যুবতিকে জীবন্ত পুড়িয়ে দেয় একদল যুবক ৷ টানা 15 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার তাঁর মৃত্যু হয় ৷ তাঁর অভিযোগ, ভোটে লাভ তুলতে এই ঘটনাকে ধামাচাপা দিয়েছে নীতীশ কুমারের সরকার ৷

সংবাদমাধ্য়মের রিপোর্ট অনুযায়ী, এলাকারই এক যুবক তার বন্ধুদের নিয়ে ওই যুবতিকে উত্য়ক্ত করত ৷ তার প্রতিবাদ করায় যুবতির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা ৷ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ সোমবার যুবতির পরিবারের সদস্যরা দেহ নিয়ে পটনার রাস্তায় বিক্ষোভ দেখান ৷ পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ তুলে নেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.