ETV Bharat / bharat

Woman Body Found in Freezer: ফিরল শ্রদ্ধা হত্যাকাণ্ডের স্মৃতি ! দিল্লিতে প্রেমিকাকে খুন করে ফ্রিজে রেখে দেওয়ার অভিযোগে ধৃত যুবক - Delhi woman killed by lover

শ্রাদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের স্মৃতি উসকে এবার দিল্লিতে ফ্রিজ থেকে উদ্ধার হল মহিলার দেহ (Woman Body in Freezer) ৷ ধৃত প্রেমিক ৷

ETV Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 14, 2023, 11:06 PM IST

নয়াদিল্লি, 14 ফেব্রুয়ারি: ফ্রিজের ভিতর থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ ৷ মঙ্গলবার নয়াদিল্লির নাজাফগড় এলাকার একটি ধাবা থেকে ওই দেহ উদ্ধার করে পুলিশ ৷ মৃতা দিল্লির উত্তমনগরের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে ৷ পুলিশ জানিয়েছে, 2-3 দিন আগে ওই প্রেমিকাকে খুন করে তাঁর দেহ ওই ধাবার একটি ফ্রিজে রেখে দেওয়া হয় (Delhi murder case) ৷

ওই ধাবা মালিকের নাম সাহিল গেহলত ৷ তাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ দ্বারকার অতিরিক্ত ডিসিপি বিক্রম সিং জানিয়েছেন ধৃত ব্যক্তি নাজাফগড়ের মিত্র গ্রামের বাসিন্দা ৷ মৃত মহিলার সঙ্গে তার সম্পর্ক ছিল ৷ বিক্রম সিং জানিয়েছেন, ওই মহিলার সঙ্গে সম্পর্ক থাকলেও সাহিল গেহলত অন্য মহিলাকে বিয়ের সিদ্ধান্ত নেন ৷ এই ঘটনা জানতে পেরে ওই মহিলা প্রতিবাদ করেন ও তাঁকে বিয়ের জন্য চাপ দেন সাহিলকে ৷ এই থেকেই ঝামেলার সূত্রপাত (Delhi woman killed by lover)৷

আরও পড়ুন: যোগীরাজ্যে উচ্ছেদ অভিযানে আগুনে পুড়ে মৃত্যু মা-মেয়ের, কাঠগড়ায় প্রশাসন

পুলিশ জানিয়েছে, ধৃত ওই ধাবা মালিক ওই মহিলাকে খুন করে তাঁর দেহ ফ্রিজে রেখে দিয়েছিলেন ৷ আরও জানা গিয়েছে, ওই মহিলা নিখোঁজ থাকার পর প্রায় 3 দিন কেটে গেলেও কোনও নিখোঁজ ডায়রি দায়ের হয়নি থানায় ৷ প্রথম সিবিআই ওই দেহের সন্ধান পায় ও তা পুলিশকে জানায় ৷ এই ঘটনা নিয়ে রহস্য দানা বাঁধছে ৷ উল্লেখ্য, কয়েক মাস আগে এরকমই এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছিল দেশের রাজধানীতে ৷ আফতাব পুনাওয়ালা নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে খুন করে তাঁর দেহ 35 টুকরো করে ফ্রিজে রেখে দেন ৷ 18 মে ঘটনা ঘটলেও নভেম্বর মাসে ঘটনাটি সামনে আসে ৷ মাঝের এই 6 মাসে আফতাব শ্রদ্ধার দেহাংশগুলি বিভিন্ন জায়গায় ফেলে দেয় ৷ এই ঘটনার খবর জানতে পেরে শিউড়ে ওঠে গোটা দেশ ৷

নয়াদিল্লি, 14 ফেব্রুয়ারি: ফ্রিজের ভিতর থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ ৷ মঙ্গলবার নয়াদিল্লির নাজাফগড় এলাকার একটি ধাবা থেকে ওই দেহ উদ্ধার করে পুলিশ ৷ মৃতা দিল্লির উত্তমনগরের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে ৷ পুলিশ জানিয়েছে, 2-3 দিন আগে ওই প্রেমিকাকে খুন করে তাঁর দেহ ওই ধাবার একটি ফ্রিজে রেখে দেওয়া হয় (Delhi murder case) ৷

ওই ধাবা মালিকের নাম সাহিল গেহলত ৷ তাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ দ্বারকার অতিরিক্ত ডিসিপি বিক্রম সিং জানিয়েছেন ধৃত ব্যক্তি নাজাফগড়ের মিত্র গ্রামের বাসিন্দা ৷ মৃত মহিলার সঙ্গে তার সম্পর্ক ছিল ৷ বিক্রম সিং জানিয়েছেন, ওই মহিলার সঙ্গে সম্পর্ক থাকলেও সাহিল গেহলত অন্য মহিলাকে বিয়ের সিদ্ধান্ত নেন ৷ এই ঘটনা জানতে পেরে ওই মহিলা প্রতিবাদ করেন ও তাঁকে বিয়ের জন্য চাপ দেন সাহিলকে ৷ এই থেকেই ঝামেলার সূত্রপাত (Delhi woman killed by lover)৷

আরও পড়ুন: যোগীরাজ্যে উচ্ছেদ অভিযানে আগুনে পুড়ে মৃত্যু মা-মেয়ের, কাঠগড়ায় প্রশাসন

পুলিশ জানিয়েছে, ধৃত ওই ধাবা মালিক ওই মহিলাকে খুন করে তাঁর দেহ ফ্রিজে রেখে দিয়েছিলেন ৷ আরও জানা গিয়েছে, ওই মহিলা নিখোঁজ থাকার পর প্রায় 3 দিন কেটে গেলেও কোনও নিখোঁজ ডায়রি দায়ের হয়নি থানায় ৷ প্রথম সিবিআই ওই দেহের সন্ধান পায় ও তা পুলিশকে জানায় ৷ এই ঘটনা নিয়ে রহস্য দানা বাঁধছে ৷ উল্লেখ্য, কয়েক মাস আগে এরকমই এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছিল দেশের রাজধানীতে ৷ আফতাব পুনাওয়ালা নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে খুন করে তাঁর দেহ 35 টুকরো করে ফ্রিজে রেখে দেন ৷ 18 মে ঘটনা ঘটলেও নভেম্বর মাসে ঘটনাটি সামনে আসে ৷ মাঝের এই 6 মাসে আফতাব শ্রদ্ধার দেহাংশগুলি বিভিন্ন জায়গায় ফেলে দেয় ৷ এই ঘটনার খবর জানতে পেরে শিউড়ে ওঠে গোটা দেশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.