ETV Bharat / bharat

Woman Assaulted in Bikaner: ‘ওয়াইফ সোয়্যাপে’র অংশ না-হতে চাওয়ায় স্ত্রী-কে লাগাতার নির্যাতন, বিকানেরের ঘটনায় চাঞ্চল্য - বিকানের

স্বামীর বিকৃত কামের (Wife-Swap Game) অংশ না-হতে চাওয়ায় মহিলাকে মারধর এবং নানাভাবে যৌন নির্যাতনের অভিযোগ (Woman Assaulted Over Months) ৷ বিকানেরের ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা ৷

Woman Assaulted Over Months for Not Playing Wife-Swap Game in Bikaner
Woman Assaulted Over Months for Not Playing Wife-Swap Game in Bikaner
author img

By

Published : Oct 17, 2022, 4:44 PM IST

Updated : Oct 18, 2022, 2:45 PM IST

ভোপাল, 17 অক্টোবর: বিবাহিতা স্ত্রীকে অন্যের শয্যাসঙ্গী করা ৷ বদলে সেই ব্যক্তির স্ত্রীকে নিজের শয্যাসঙ্গী বানানো ৷ আধুনিক মনস্কতার আড়ালে এই কর্মকাণ্ড ‘ওয়াইফ সোয়্যাপ’ (Wife Swap Game) নামে পরিচিত ৷ আর এই ‘ওয়াইফ সোয়্যাপ’ এর অংশ হতে না-চাওয়ায় এক মহিলাকে মাসের পর মাস মারধরের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে (Woman Assaulted Over Months) ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের বিকানেরে ৷ তবে, ওই মহিলা মধ্যপ্রদেশের ভোপালে অভিযোগ দায়ের করেছেন ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই মহিলা অভিযোগে জানিয়েছেন, মূল অভিযুক্ত অমর বিকানেরে একটি হোটেলে তাঁকে বন্দি করে রেখেছিলেন ৷ তাঁর মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয় ৷ প্রায় দু’দিন পর হিংসাত্মক কাজকর্ম শুরু করেন অভিযুক্ত ৷ মদ্যপান করা, মাদক সেবন, একাধিক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করা, এমনকি ছেলেদের সঙ্গে যৌন সম্পর্কে যাওয়া অভিযুক্ত অমর নামে ওই ব্যক্তির কাছে খুবই সাধারণ ব্যাপার ছিল ৷

পরিস্থিতি আরও জটিল হয় যখন ওই মহিলাকে অন্য পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক তৈরির জন্য চাপ দিতে থাকে সে ৷ রাজি না-হওয়ায় তাঁর উপর শুরু হয় অত্যাচার ৷ হিংস্রভাবে তাঁর উপর যৌন নির্যাতন চলত ৷ যার জেরে তাঁর শরীরে একাধিক ক্ষত তৈরি হয়েছে ৷ ওই মহিলার শারীরিক পরীক্ষা করানো হয়েছে ৷ শুধু তাই নয়, ওই মহিলার শাশুড়ি এবং ননদের বিরুদ্ধে 50 লক্ষ টাকা পণ দাবি করার অভিযোগও আনা হয়েছে ৷ এমনকি শাশুড়ির কাছে স্বামীর এই বিকৃত মানসিকতার কথা জানালে, তাঁরা পালটা নির্যাতিতাকেই অসামাজিক এবং আধুনিক মানসিকতার নয় বলে তিরস্কার করেন ৷

আরও পড়ুন: চরিত্র নিয়ে প্রশ্ন ! বিধবার চুল কেটে দেওয়ার অভিযোগ চাঁচলে

পুরো ঘটনায় নির্যাতিতাকে তাঁর আত্মীয়রা মধ্যপ্রদেশের একটি মহিলা পুলিশ স্টেশনে নিয়ে যান ৷ সেখানে তিনি স্বামী, শাশুড়ি এবং ননদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷

ভোপাল, 17 অক্টোবর: বিবাহিতা স্ত্রীকে অন্যের শয্যাসঙ্গী করা ৷ বদলে সেই ব্যক্তির স্ত্রীকে নিজের শয্যাসঙ্গী বানানো ৷ আধুনিক মনস্কতার আড়ালে এই কর্মকাণ্ড ‘ওয়াইফ সোয়্যাপ’ (Wife Swap Game) নামে পরিচিত ৷ আর এই ‘ওয়াইফ সোয়্যাপ’ এর অংশ হতে না-চাওয়ায় এক মহিলাকে মাসের পর মাস মারধরের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে (Woman Assaulted Over Months) ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের বিকানেরে ৷ তবে, ওই মহিলা মধ্যপ্রদেশের ভোপালে অভিযোগ দায়ের করেছেন ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই মহিলা অভিযোগে জানিয়েছেন, মূল অভিযুক্ত অমর বিকানেরে একটি হোটেলে তাঁকে বন্দি করে রেখেছিলেন ৷ তাঁর মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয় ৷ প্রায় দু’দিন পর হিংসাত্মক কাজকর্ম শুরু করেন অভিযুক্ত ৷ মদ্যপান করা, মাদক সেবন, একাধিক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করা, এমনকি ছেলেদের সঙ্গে যৌন সম্পর্কে যাওয়া অভিযুক্ত অমর নামে ওই ব্যক্তির কাছে খুবই সাধারণ ব্যাপার ছিল ৷

পরিস্থিতি আরও জটিল হয় যখন ওই মহিলাকে অন্য পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক তৈরির জন্য চাপ দিতে থাকে সে ৷ রাজি না-হওয়ায় তাঁর উপর শুরু হয় অত্যাচার ৷ হিংস্রভাবে তাঁর উপর যৌন নির্যাতন চলত ৷ যার জেরে তাঁর শরীরে একাধিক ক্ষত তৈরি হয়েছে ৷ ওই মহিলার শারীরিক পরীক্ষা করানো হয়েছে ৷ শুধু তাই নয়, ওই মহিলার শাশুড়ি এবং ননদের বিরুদ্ধে 50 লক্ষ টাকা পণ দাবি করার অভিযোগও আনা হয়েছে ৷ এমনকি শাশুড়ির কাছে স্বামীর এই বিকৃত মানসিকতার কথা জানালে, তাঁরা পালটা নির্যাতিতাকেই অসামাজিক এবং আধুনিক মানসিকতার নয় বলে তিরস্কার করেন ৷

আরও পড়ুন: চরিত্র নিয়ে প্রশ্ন ! বিধবার চুল কেটে দেওয়ার অভিযোগ চাঁচলে

পুরো ঘটনায় নির্যাতিতাকে তাঁর আত্মীয়রা মধ্যপ্রদেশের একটি মহিলা পুলিশ স্টেশনে নিয়ে যান ৷ সেখানে তিনি স্বামী, শাশুড়ি এবং ননদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷

Last Updated : Oct 18, 2022, 2:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.