ETV Bharat / bharat

Woman Gang Raped in Rajasthan: মহিলাকে অপহরণ করে টানা দু'মাস ধরে গণধর্ষণের অভিযোগ রাজস্থানে, দায়ের মামলা - Rajasthan Crime

Woman Allegedly kidnap and Gang-rape in Rajasthan: মহিলাকে 2 মাস ধরে গণধর্ষণের অভিযোগে 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করল রাজস্থান পুলিশ ৷ ঘটনায় মহিলাকে প্রথমে অপরহণ করা হয়েছিল বলে অভিযোগ ৷ এমনকি ধাপে ধাপে তাঁকে হস্তান্তর করা হয় বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা ৷

Woman Gang Raped in Rajasthan ETV BHARAT
Woman Gang Raped in Rajasthan
author img

By

Published : Aug 16, 2023, 5:51 PM IST

ভরতপুর (রাজস্থান), 16 অগস্ট: অপহরণের পর মহিলাকে দু'মাস ধরে গণধর্ষণের অভিযোগ উঠল রাজস্থানে ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভারতপুরের কাথেওয়াড়ায় ৷ জানা গিয়েছে, গত 14 অগস্ট মহিলা কাথেওয়াড়ায় অভিযুক্তদের ডেরা থেকে পালিয়ে পাহাড়িতে পরিবারের কাছে ফিরে আসেন ৷ এরপর স্বাধীনতা দিবসে 6 অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন মহিলা নিজেই ৷

পুলিশ সূত্রে খবর, মহিলা অভিযোগে জানিয়েছেন, মাসদু'য়েক আগে তিনি পাহাড়িতে কাদাল্লি এবং শাহরুখ নামে দুই পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করতে যান ৷ অভিযোগ, ওই দু’জন তাঁকে কাথেওয়াড়ায় নিয়ে গিয়ে আটকে রাখেন ৷ সেখানে প্রায় একমাস ধরে মহিলাকে ধর্ষণ করে দু'জনে ৷ একমাস পর তাঁকে ভিকি এবং সহকাম নামে দু’জনের হাতে তুলে দেয় কাদাল্লি এবং শাহরুখ ৷ ভিকি এবং সহকামও তাঁকে লাগাতার ধর্ষণ করে বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা ৷

নির্যাতিতার আরও অভিযোগ, প্রায় কুড়ি দিন তাঁর হাত-পা বেঁধে বন্দি করে রেখেছিল ভিকি এবং সহকাম ৷ এখানেই শেষ নয় ৷ পরবর্তী সময় ভিকি এবং সহকাম নির্যাতিতাকে ওসামা এবং ইরফান নামে দু’জনের হাতে সঁপে দিয়ে যায় ৷ সেখানে প্রায় 10 দিন মহিলাকে আটকে রাখা হয় ৷ সেইসঙ্গে চলে শারীরিক নির্যাতন ৷ গত 14 অগস্ট তিনি সুযোগ পেয়ে অভিযুক্তদের ডেরা থেকে পালিয়ে বাড়ি ফিরে আসেন ৷ প্রথমে তিনি পরিবারের সঙ্গে দেখা করেন এবং তারপরই পাহাড়ি থানায় 6 অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করেন ৷ অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ ও জোর করে আটকে রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন: টিউশন থেকে ফেরার পথে অজ্ঞান করে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার 3

ভরতপুরের ডিএসপি প্রদীপ যাদব এই ঘটনায় তদন্ত শুরু করেছেন ৷ তিনি জানিয়েছেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নির্যাতিতা মহিলার বয়ান রেকর্ড করা হবে ৷ পাশাপাশি, তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার পুলিশ সুপার ৷ তবে, 2 মাস ধরে মহিলা নিখোঁজ থাকা নিয়েও একাধিক রহস্য তৈরি হয়েছে ৷ এই সময়ে পরিবারে সদস্যরা কেউ পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন কি না, তা জানা যায়নি ৷

ভরতপুর (রাজস্থান), 16 অগস্ট: অপহরণের পর মহিলাকে দু'মাস ধরে গণধর্ষণের অভিযোগ উঠল রাজস্থানে ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভারতপুরের কাথেওয়াড়ায় ৷ জানা গিয়েছে, গত 14 অগস্ট মহিলা কাথেওয়াড়ায় অভিযুক্তদের ডেরা থেকে পালিয়ে পাহাড়িতে পরিবারের কাছে ফিরে আসেন ৷ এরপর স্বাধীনতা দিবসে 6 অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন মহিলা নিজেই ৷

পুলিশ সূত্রে খবর, মহিলা অভিযোগে জানিয়েছেন, মাসদু'য়েক আগে তিনি পাহাড়িতে কাদাল্লি এবং শাহরুখ নামে দুই পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করতে যান ৷ অভিযোগ, ওই দু’জন তাঁকে কাথেওয়াড়ায় নিয়ে গিয়ে আটকে রাখেন ৷ সেখানে প্রায় একমাস ধরে মহিলাকে ধর্ষণ করে দু'জনে ৷ একমাস পর তাঁকে ভিকি এবং সহকাম নামে দু’জনের হাতে তুলে দেয় কাদাল্লি এবং শাহরুখ ৷ ভিকি এবং সহকামও তাঁকে লাগাতার ধর্ষণ করে বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা ৷

নির্যাতিতার আরও অভিযোগ, প্রায় কুড়ি দিন তাঁর হাত-পা বেঁধে বন্দি করে রেখেছিল ভিকি এবং সহকাম ৷ এখানেই শেষ নয় ৷ পরবর্তী সময় ভিকি এবং সহকাম নির্যাতিতাকে ওসামা এবং ইরফান নামে দু’জনের হাতে সঁপে দিয়ে যায় ৷ সেখানে প্রায় 10 দিন মহিলাকে আটকে রাখা হয় ৷ সেইসঙ্গে চলে শারীরিক নির্যাতন ৷ গত 14 অগস্ট তিনি সুযোগ পেয়ে অভিযুক্তদের ডেরা থেকে পালিয়ে বাড়ি ফিরে আসেন ৷ প্রথমে তিনি পরিবারের সঙ্গে দেখা করেন এবং তারপরই পাহাড়ি থানায় 6 অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করেন ৷ অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ ও জোর করে আটকে রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন: টিউশন থেকে ফেরার পথে অজ্ঞান করে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার 3

ভরতপুরের ডিএসপি প্রদীপ যাদব এই ঘটনায় তদন্ত শুরু করেছেন ৷ তিনি জানিয়েছেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নির্যাতিতা মহিলার বয়ান রেকর্ড করা হবে ৷ পাশাপাশি, তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার পুলিশ সুপার ৷ তবে, 2 মাস ধরে মহিলা নিখোঁজ থাকা নিয়েও একাধিক রহস্য তৈরি হয়েছে ৷ এই সময়ে পরিবারে সদস্যরা কেউ পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন কি না, তা জানা যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.