ETV Bharat / bharat

Dilip Ghosh : পুলিশ-প্রশাসন ছাড়া তৃণমূল নির্বাচনে জিততে পারবে না : দিলীপ - 19 ডিসেম্বর পুরনির্বাচন কলকাতা এবং হাওড়ায়

আসন্ন পুরভোট প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, টিএমসি সরকার পুলিশকে বাদ দিয়ে ইলেকশন জিততে পারবে না ৷ এইরকম পরিস্থিতি মধ্যে লড়াই করেই আমাদের পরিবর্তন আনতে হবে, আমরা সেই মানসিকতা নিয়েই কাজ করছি ৷

without-the-help-of-police-tmc-will-not-be-able-to-win-the-elections, alleges dilip ghosh
পুলিশ-প্রশাসন ছাড়া তৃণমূল নির্বাচনে জিততে পারবে না
author img

By

Published : Nov 10, 2021, 6:21 PM IST

কলকাতা, 10 নভেম্বর : 19 ডিসেম্বর পুরনির্বাচন কলকাতা এবং হাওড়ায় । তার আগেই রাজ্যের শাসকদলকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ প্রতিদিনের মতো এদিনও নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন তিনি ৷ সেখানেই সাংবাদিকদের বলেন, পুলিশ প্রশাসন ছাড়া তৃণমূল নির্বাচনে জিততে পারবে না ৷

আরও পড়ুন: Subrata Mukherjee : আজ বিধানসভায় সুব্রত-স্মরণ, পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত

কলকাতা এবং হাওড়া পৌরনিগমের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে ৷ হাওড়া ও বালিকেও আলাদা করে দেওয়া হয়েছে । এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘রাজনৈতিক স্বার্থেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বালিকে আনার দরকারই বা কী ছিল । বালিকে ছাড়াই বা কী ছিল । হয়ত আগের সিদ্ধান্ত ঠিক ছিল না । চিন্তাভাবনা না করেই ঢুকিয়ে দেওয়া হয়েছিল তৎকালীন রাজনৈতিক লাভের জন্য । এখন দেখছে উল্টো হয়েছে, তাই পাল্টে দেওয়া হচ্ছে । এই যে খামখেয়ালিপনা, এটা যোগ্য প্রশাসকের পরিচয় নয় । এর জন্য বাংলার অসুবিধা হচ্ছে । যাই হোক, নির্বাচন একসাথে হোক আর আলাদা হোক, নির্বাচন আমরা লড়বই ৷ কলকাতা এবং হাওড়া পৌরনিগমের নির্বাচনের জন্য আলাদা টিম তৈরি করা হয়েছে । শেয়ারিং কমিটি তৈরি হয়ে গিয়েছে । মিটিং হয়ে গিয়েছে । আগে থেকেই চলছিল মাইক্রো লেভেলে, এখন বড় করে হয়েছে । পুরো শক্তি নিয়েই বিজেপি লড়াই করবে ।’’

যদিও নির্বাচনের দু'মাস আগেও পদ্মশিবিরের তরফে কোনও মেয়র প্রজেক্ট করা হয়নি । দিলীপ ঘোষ বলেন, ‘‘আপাতত মেয়র প্রজেক্টের ব্যাপারে ভাবা হয়নি । কাজ শুরু হোক, পরিস্থিতি অনুযায়ী ঠিক হবে ।’’ প্রতিবারই ভোটের পর কিছু না কিছু অভিযোগ আসে গেরুয়াশিবিরের পক্ষ থেকে ৷ দিলীপ ঘোষ বলেন, ‘‘এর আগে কলকাতা কর্পোরেশনের ভোটের ইতিহাস সবার মনে আছে । ভোট লুট হয়েছিল । সেজন্য স্বচ্ছ নির্বাচন কতটা হবে সন্দেহ আছে । এই নিয়ে পশ্চিমবঙ্গেরও অনেক বদনাম হয়েছে । গত বিধানসভা ইলেকশন, পরবর্তীতে বাই-ইলেকশন যেভাবে হয়েছে তাতে গণতন্ত্র ক্ষত-বিক্ষত হচ্ছে । সেজন্য পশ্চিমবঙ্গের কথা ভেবে, বাঙালির মান-সম্মানের কথা ভেবে ফ্রি-ফেয়ার ইলেকশন হোক ।’’

পুরভোটের দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ ৷ তা নিয়েও শাসকদলকে একহাত নিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ৷ তিনি বলেন, ‘‘টিএমসি সরকার প্রশাসন এবং পুলিশকে বাদ দিয়ে ইলেকশন জিততে পারবে না ৷ গণতন্ত্রের পক্ষে এটা ক্ষতিকারক । আমাদের এইরকম পরিস্থিতি মধ্যে লড়াই করেই পরিবর্তন করতে হবে, আমরা সেই মানসিকতা নিয়েই কাজ করছি ।’’

কলকাতা, 10 নভেম্বর : 19 ডিসেম্বর পুরনির্বাচন কলকাতা এবং হাওড়ায় । তার আগেই রাজ্যের শাসকদলকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ প্রতিদিনের মতো এদিনও নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন তিনি ৷ সেখানেই সাংবাদিকদের বলেন, পুলিশ প্রশাসন ছাড়া তৃণমূল নির্বাচনে জিততে পারবে না ৷

আরও পড়ুন: Subrata Mukherjee : আজ বিধানসভায় সুব্রত-স্মরণ, পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত

কলকাতা এবং হাওড়া পৌরনিগমের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে ৷ হাওড়া ও বালিকেও আলাদা করে দেওয়া হয়েছে । এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘রাজনৈতিক স্বার্থেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বালিকে আনার দরকারই বা কী ছিল । বালিকে ছাড়াই বা কী ছিল । হয়ত আগের সিদ্ধান্ত ঠিক ছিল না । চিন্তাভাবনা না করেই ঢুকিয়ে দেওয়া হয়েছিল তৎকালীন রাজনৈতিক লাভের জন্য । এখন দেখছে উল্টো হয়েছে, তাই পাল্টে দেওয়া হচ্ছে । এই যে খামখেয়ালিপনা, এটা যোগ্য প্রশাসকের পরিচয় নয় । এর জন্য বাংলার অসুবিধা হচ্ছে । যাই হোক, নির্বাচন একসাথে হোক আর আলাদা হোক, নির্বাচন আমরা লড়বই ৷ কলকাতা এবং হাওড়া পৌরনিগমের নির্বাচনের জন্য আলাদা টিম তৈরি করা হয়েছে । শেয়ারিং কমিটি তৈরি হয়ে গিয়েছে । মিটিং হয়ে গিয়েছে । আগে থেকেই চলছিল মাইক্রো লেভেলে, এখন বড় করে হয়েছে । পুরো শক্তি নিয়েই বিজেপি লড়াই করবে ।’’

যদিও নির্বাচনের দু'মাস আগেও পদ্মশিবিরের তরফে কোনও মেয়র প্রজেক্ট করা হয়নি । দিলীপ ঘোষ বলেন, ‘‘আপাতত মেয়র প্রজেক্টের ব্যাপারে ভাবা হয়নি । কাজ শুরু হোক, পরিস্থিতি অনুযায়ী ঠিক হবে ।’’ প্রতিবারই ভোটের পর কিছু না কিছু অভিযোগ আসে গেরুয়াশিবিরের পক্ষ থেকে ৷ দিলীপ ঘোষ বলেন, ‘‘এর আগে কলকাতা কর্পোরেশনের ভোটের ইতিহাস সবার মনে আছে । ভোট লুট হয়েছিল । সেজন্য স্বচ্ছ নির্বাচন কতটা হবে সন্দেহ আছে । এই নিয়ে পশ্চিমবঙ্গেরও অনেক বদনাম হয়েছে । গত বিধানসভা ইলেকশন, পরবর্তীতে বাই-ইলেকশন যেভাবে হয়েছে তাতে গণতন্ত্র ক্ষত-বিক্ষত হচ্ছে । সেজন্য পশ্চিমবঙ্গের কথা ভেবে, বাঙালির মান-সম্মানের কথা ভেবে ফ্রি-ফেয়ার ইলেকশন হোক ।’’

পুরভোটের দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ ৷ তা নিয়েও শাসকদলকে একহাত নিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ৷ তিনি বলেন, ‘‘টিএমসি সরকার প্রশাসন এবং পুলিশকে বাদ দিয়ে ইলেকশন জিততে পারবে না ৷ গণতন্ত্রের পক্ষে এটা ক্ষতিকারক । আমাদের এইরকম পরিস্থিতি মধ্যে লড়াই করেই পরিবর্তন করতে হবে, আমরা সেই মানসিকতা নিয়েই কাজ করছি ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.