চণ্ডীগড়, 21 নভেম্বর: পাসপোর্টের মেয়াদ পেরিয়ে গিয়েছে ছ’মাস আগেই ৷ তা সত্ত্বেও নতুন ভিসা নিয়ে দিব্যি পাকিস্তান থেকে ঘুরে চলে এলেন এক ভারতীয় ৷ তাঁর দাবি, বিদেশমন্ত্রকের তরফেই মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টের উপর তাঁকে ভিসা দেওয়া হয়েছে ৷
গুরুনানক জয়ন্তী উপলক্ষে ফের পঞ্জাবে কর্তারপুর করিডর খুলে দিয়েছে কেন্দ্র ৷ সেখান থেকে পাকিস্তানে গুরুদ্বার দরবার সাহিব কর্তারপুরের উদ্দেশে দলে দলে রওনা দিয়েছেন পুণ্যার্থীরা ৷ আবার ওয়াঘা সীমান্ত হয়েও কর্তারপুর যাচ্ছেন পুণ্যার্থীরা ।
আরও পড়ুন: Kalraj-Sakkshi on Farm Laws : প্রয়োজনে ফের কৃষি আইন, মোদির ঘোষণার পরও মন্তব্য কলরাজ-সাক্ষীর
সেই দলে সামিল ছিলেন ভাটিন্ডার বিবিওয়ালার বাসিন্দা বুটা সিং ঢিলোঁও ৷ তিনি 17 থেকে 26 নভেম্বর পর্যন্ত ভিসা নিয়ে পাকিস্তান গিয়েছিলেন ৷ কিন্তু বিপত্তি বাধে ফেরার সময় ৷
দেশে ঢোকার আগে তল্লাশির সময় এক অফিসার দেখেন, বুটা সিংয়ের পাসপোর্টর মেয়াদ শেষ হয়ে গিয়েছে ছ’মাস আগেই ৷ তাতে মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে যায় ৷ প্রশ্ন ওঠে, ভিসা দেওয়ার সময় বিষয়টি সকলের চোখ এড়িয়ে গেল কী ভাবে ৷
আরও পড়ুন: Cabinet reshuffle in Rajasthan : আজ নয়া 15 মন্ত্রী শপথ নেবেন রাজস্থানে
কিন্তু বুটা সিং সাফ জানিয়েছেন, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়ছে, তা জানতেনই না তিনি ৷ কর্তারপুর গুরুদ্বার যাবেন বলে সম্প্রতি ভিসার আবেদন করেন ৷ তা পেয়েও যান ৷ কিন্তু ফেরার পথে ওয়াঘা সীমান্তে এক অফিসারের চোখে বিষয়টি ধরা পড়লে, বিপত্তি বাধে ।
বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে । কী ভাবে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টের উপর ভিসা মঞ্জুর করা হল, তা খতিয়ে দেখা হচ্ছে ।