ETV Bharat / bharat

Mamata Banerjee : গোয়া-ত্রিপুরার ভোটে বহিরাগত তকমা মমতা-অভিষেকের কাছে ব্যুমেরাং হবে কি ? - BJP

যত ঘাসফুল শিবির বাংলার বাইরে দলের সংগঠনকে প্রসারিত করার চেষ্টা করছে, ততই প্রশ্ন উঠছে, ত্রিপুরা-গোয়ায় কি তৃণমূলের বাংলার নেতারা বহিরাগত নন ? যে মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায় মোদি-শাহকে বাংলায় বহিরাগত বলেছিলেন, তাঁরা কি এখন ত্রিপুরা-গোয়ায় বহিরাগত নন ?

will outsider issue be boomerang for mamata banerjee abhishek banerjee
Mamata Banerjee : গোয়া-ত্রিপুরার ভোটে বহিরাগত তকমা মমতা-অভিষেকের কাছে ব্যুমেরাং হবে কি ?
author img

By

Published : Oct 30, 2021, 9:37 PM IST

কলকাতা, 30 অক্টোবর : বহিরাগত ৷ এই একটা শব্দ মাস কয়েক আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছিল ৷ এই একটা শব্দ বারবার ব্যবহার করে বাঙালির মনে নরেন্দ্র মোদি-অমিত শাহ (Narendra Modi-Amit Shah) সহ বিজেপির (BJP) জাতীয় নেতাদের একটা ইমেজ তৈরি করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ যা ভোটের ময়দানে তৃণমূলকে লাভও এনে দিয়েছিল ৷

কিন্তু সেই ‘বহিরাগত’ শব্দটিই ব্যুমেরাং হয়ে ফিরে আসছে ঘাসফুল শিবিরের দিকেই ৷ যত তারা বাংলার বাইরে দলের সংগঠনকে প্রসারিত করার চেষ্টা করছে, ততই প্রশ্ন উঠছে, ত্রিপুরা-গোয়ায় কি তৃণমূলের বাংলার নেতারা বহিরাগত নন ? যে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মোদি-শাহকে বাংলায় বহিরাগত বলেছিলেন, তাঁরা কি এখন ত্রিপুরা (Tripura) ও গোয়ায় (Goa) বহিরাগত নন ?

আরও পড়ুন : Mamata Banerjee : তৃতীয় ফ্রন্ট তৈরির বার্তা নিয়ে মমতার কাছে গোয়ার আঞ্চলিক দলের নেতারা

যদিও এই যুক্তি মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সাম্প্রতিক গোয়া সফরে তিনি জানিয়েছেন যে তিনি বাংলারও মেয়ে ৷ গোয়ারও মেয়ে ৷ তিনি ভারতের মেয়ে ৷ ফলে ত্রিপুরা হোক বা গোয়া, কোথাও তিনি যে বহিরাগত নন, সেটাই বোঝাতে চেয়েছেন মমতা ৷ এই উত্তর যদিও প্রশ্নের ঝড় থামাতে পারছে না ৷ উলটে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান, আসলে দ্বিচারিতা বলে অভিযোগ উঠছে ৷

তবে এতে অবাক নয় বিজেপি ৷ দলের নেতা তথা মুখপাত্র শমীক ভট্টাচার্যের কটাক্ষ, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই সব ব্যাপারেই দ্বিচারিতা করে এসেছেন । তাই দ্বিচারিতা তাঁর কাছে নতুন কিছু নয় ।’’ একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে বিজেপি তৃণমূলের পথে হাঁটবে না ৷ মোদি-শাহকে তৃণমূল বহিরাগত বললেও বাইরের রাজ্যে মমতা-অভিষেককে বহিরাগত তকমা দেওয়া হবে না ৷

আরও পড়ুন : Sukanta Majumdar : উপনির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়নি, অভিযোগ সুকান্তর

বরং শমীকবাবু চান যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কী কাজ হয়েছে, সেগুলি দেখে এসে বাংলায় সেই ধরনের উন্নয়নের কাজ করুন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

বিজেপি মমতাকে বাংলার বাইরে বহিরাগত হিসেবে না দেখলেও কংগ্রেসকে (Congress) কিন্তু এই ইস্যুতে কড়া আক্রমণ করেছে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে ৷ দলের নেতা শুভঙ্কর সরকার বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা অতীতেও দেখেছি ৷ বাংলার ভোটে যে বহিরাগত অভিযোগ তুলেছিলেন, এখানেও সেই একই বিষয় প্রযোজ্য ৷ সবচেয়ে বড় কথা, উনি জোটের কথা বলে সর্বভারতীয় ক্ষেত্রে জোটের সম্ভাবনাকে শেষ করছেন ৷ এটা আরও বড় দ্বিচারিতা ৷ আসলে ওঁর ক্ষেত্রে দ্বিচারিতাই স্বাভাবিক ৷’’

আরও পড়ুন : BJP-TMC : অভিষেকের মিছিলের আগের দিনই ত্রিপুরায় ঢুকতে আরটিপিসিআর বাধ্যতামূলক করল বিপ্লব দেবের সরকার

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা বিধায়ক তাপস রায় এই দ্বিচারিচারিতার অভিযোগ খারিজ করে দিয়েছেন ৷ তাঁর ব্যাখ্যা, ‘‘আমরা ওখানে গোয়ার মানুষের উপর কর্তৃত্ব ফলাতে যাচ্ছি না ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে গোয়া শাসন করবে গোয়ার ভূমিপুত্ররাই ৷ কিন্তু বিজেপি চেষ্টা করছিল দিল্লি থেকে বাংলাকে নিয়ন্ত্রণ করার ৷ তাই বহিরাগত বলা হচ্ছিল ৷ আমাদের ক্ষেত্রে তা নয় ৷ তৃণমূলের সংশ্লিষ্ট রাজ্য নেতৃত্ব সমস্ত সিদ্ধান্ত নেবে ৷ আমরা গোয়ার মানুষের জন্য লড়াই করছি ৷ মানুষ চাইলে পশ্চিমবঙ্গের উন্নয়নকে সামনে রেখে আমরা সেখানকার মানুষের জন্য কাজ করব ৷’’

আর সিপিএমের (CPIM) যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এই ইস্যুতে মমতাকে বহুরূপীর সঙ্গে তুলনা করেছেন ৷ তিনি বলেন, ‘‘গ্রাম দেশে এক শ্রেণির বহুরূপী মানুষ আছে, যাদের কাজ হল রূপ বদলে মানুষকে বোকা বানানো । আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সে রকমই একজন বহুরূপী। তাই উনি যেখানে যেমন, সেখানে তেমন ।’’

আরও পড়ুন : Priyanka Gandhi Vadra : বিদ্যুতের বিলের নামে জনগণকে লুটছে যোগী সরকার, তোপ প্রিয়াঙ্কার

মোদি-শাহদের বহিরাগত বলে প্রচারে যে বাংলার মানুষের মনে প্রভাব ফেলেছিল তা তো ভোটের ফলেই বোঝা গিয়েছে ৷ এখন দেখার এই বহিরাগত তকমাই গোয়া-ত্রিপুরায় তৃণমূলকে বিপাকে ফেলে, নাকি মোদি বিরোধিতায় মমতাকেই আপন করে নেন বাংলার বাইরের বাকি ভারত ৷

কলকাতা, 30 অক্টোবর : বহিরাগত ৷ এই একটা শব্দ মাস কয়েক আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছিল ৷ এই একটা শব্দ বারবার ব্যবহার করে বাঙালির মনে নরেন্দ্র মোদি-অমিত শাহ (Narendra Modi-Amit Shah) সহ বিজেপির (BJP) জাতীয় নেতাদের একটা ইমেজ তৈরি করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ যা ভোটের ময়দানে তৃণমূলকে লাভও এনে দিয়েছিল ৷

কিন্তু সেই ‘বহিরাগত’ শব্দটিই ব্যুমেরাং হয়ে ফিরে আসছে ঘাসফুল শিবিরের দিকেই ৷ যত তারা বাংলার বাইরে দলের সংগঠনকে প্রসারিত করার চেষ্টা করছে, ততই প্রশ্ন উঠছে, ত্রিপুরা-গোয়ায় কি তৃণমূলের বাংলার নেতারা বহিরাগত নন ? যে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মোদি-শাহকে বাংলায় বহিরাগত বলেছিলেন, তাঁরা কি এখন ত্রিপুরা (Tripura) ও গোয়ায় (Goa) বহিরাগত নন ?

আরও পড়ুন : Mamata Banerjee : তৃতীয় ফ্রন্ট তৈরির বার্তা নিয়ে মমতার কাছে গোয়ার আঞ্চলিক দলের নেতারা

যদিও এই যুক্তি মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সাম্প্রতিক গোয়া সফরে তিনি জানিয়েছেন যে তিনি বাংলারও মেয়ে ৷ গোয়ারও মেয়ে ৷ তিনি ভারতের মেয়ে ৷ ফলে ত্রিপুরা হোক বা গোয়া, কোথাও তিনি যে বহিরাগত নন, সেটাই বোঝাতে চেয়েছেন মমতা ৷ এই উত্তর যদিও প্রশ্নের ঝড় থামাতে পারছে না ৷ উলটে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান, আসলে দ্বিচারিতা বলে অভিযোগ উঠছে ৷

তবে এতে অবাক নয় বিজেপি ৷ দলের নেতা তথা মুখপাত্র শমীক ভট্টাচার্যের কটাক্ষ, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই সব ব্যাপারেই দ্বিচারিতা করে এসেছেন । তাই দ্বিচারিতা তাঁর কাছে নতুন কিছু নয় ।’’ একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে বিজেপি তৃণমূলের পথে হাঁটবে না ৷ মোদি-শাহকে তৃণমূল বহিরাগত বললেও বাইরের রাজ্যে মমতা-অভিষেককে বহিরাগত তকমা দেওয়া হবে না ৷

আরও পড়ুন : Sukanta Majumdar : উপনির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়নি, অভিযোগ সুকান্তর

বরং শমীকবাবু চান যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কী কাজ হয়েছে, সেগুলি দেখে এসে বাংলায় সেই ধরনের উন্নয়নের কাজ করুন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

বিজেপি মমতাকে বাংলার বাইরে বহিরাগত হিসেবে না দেখলেও কংগ্রেসকে (Congress) কিন্তু এই ইস্যুতে কড়া আক্রমণ করেছে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে ৷ দলের নেতা শুভঙ্কর সরকার বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা অতীতেও দেখেছি ৷ বাংলার ভোটে যে বহিরাগত অভিযোগ তুলেছিলেন, এখানেও সেই একই বিষয় প্রযোজ্য ৷ সবচেয়ে বড় কথা, উনি জোটের কথা বলে সর্বভারতীয় ক্ষেত্রে জোটের সম্ভাবনাকে শেষ করছেন ৷ এটা আরও বড় দ্বিচারিতা ৷ আসলে ওঁর ক্ষেত্রে দ্বিচারিতাই স্বাভাবিক ৷’’

আরও পড়ুন : BJP-TMC : অভিষেকের মিছিলের আগের দিনই ত্রিপুরায় ঢুকতে আরটিপিসিআর বাধ্যতামূলক করল বিপ্লব দেবের সরকার

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা বিধায়ক তাপস রায় এই দ্বিচারিচারিতার অভিযোগ খারিজ করে দিয়েছেন ৷ তাঁর ব্যাখ্যা, ‘‘আমরা ওখানে গোয়ার মানুষের উপর কর্তৃত্ব ফলাতে যাচ্ছি না ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে গোয়া শাসন করবে গোয়ার ভূমিপুত্ররাই ৷ কিন্তু বিজেপি চেষ্টা করছিল দিল্লি থেকে বাংলাকে নিয়ন্ত্রণ করার ৷ তাই বহিরাগত বলা হচ্ছিল ৷ আমাদের ক্ষেত্রে তা নয় ৷ তৃণমূলের সংশ্লিষ্ট রাজ্য নেতৃত্ব সমস্ত সিদ্ধান্ত নেবে ৷ আমরা গোয়ার মানুষের জন্য লড়াই করছি ৷ মানুষ চাইলে পশ্চিমবঙ্গের উন্নয়নকে সামনে রেখে আমরা সেখানকার মানুষের জন্য কাজ করব ৷’’

আর সিপিএমের (CPIM) যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এই ইস্যুতে মমতাকে বহুরূপীর সঙ্গে তুলনা করেছেন ৷ তিনি বলেন, ‘‘গ্রাম দেশে এক শ্রেণির বহুরূপী মানুষ আছে, যাদের কাজ হল রূপ বদলে মানুষকে বোকা বানানো । আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সে রকমই একজন বহুরূপী। তাই উনি যেখানে যেমন, সেখানে তেমন ।’’

আরও পড়ুন : Priyanka Gandhi Vadra : বিদ্যুতের বিলের নামে জনগণকে লুটছে যোগী সরকার, তোপ প্রিয়াঙ্কার

মোদি-শাহদের বহিরাগত বলে প্রচারে যে বাংলার মানুষের মনে প্রভাব ফেলেছিল তা তো ভোটের ফলেই বোঝা গিয়েছে ৷ এখন দেখার এই বহিরাগত তকমাই গোয়া-ত্রিপুরায় তৃণমূলকে বিপাকে ফেলে, নাকি মোদি বিরোধিতায় মমতাকেই আপন করে নেন বাংলার বাইরের বাকি ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.