মুম্বই, 28 অক্টোবর : আগাম নোটিশ ছাড়া গ্রেফতার করা হবে না মহারাষ্ট্রে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এর শীর্ষ আধিকারিক সমীর ওয়াংখেড়েকে ৷ বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে এই কথা জানিয়েছে মহারাষ্ট্র সরকার ৷ এদিন আদালতে সরকারি আইনজীবী জানান, সমীরের বিরুদ্ধে যদি কোনও কেস নথিভুক্ত হয় এবং তাঁকে গ্রেফতারের প্রয়োজন হয়, তাহলে 72 ঘণ্টা আগে নোটিশ দেওয়া হবে ৷
আরও পড়ুন : Aryan Khan: মাদক-কাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ানের জামিন, ছাড়া পেলেন আরবাজ-মুনমুনও
উল্লেখ্য, বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের বিরুদ্ধে ওঠা মাদকযোগ কাণ্ডের তদন্ত করছেন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে ৷ কিন্তু তাঁর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠায় সম্প্রতি সমীরের বিরুদ্ধেই পৃথক তদন্ত শুরু করে মহারাষ্ট্র পুলিশ ৷ এরপরেই, মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারে এই আশঙ্কায় বম্বে আদালতে অন্তর্বর্তী সুরক্ষা চেয়ে আবেদন জানান সমীর ওয়াংখেড়ে ৷ এই আবেদনের শুনানিতেই এদিন আদালতে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে জানানো হয়, তিন দিনের আগাম নোটিশ না দিয়ে গ্রেফতার করা হবে না সমীরকে ৷ এরপরেই এই মামলার নিষ্পত্তি করে দেয় আদালত ৷