ETV Bharat / bharat

বিদেশি খেলোয়াড়দের ন্যূনতম দিনের জন্য কোয়ারানটিনে রাখতে তৎপর কেন্দ্র - দিল্লি

কোভিড পরিস্থিতিতে ভারতে খেলতে আসা বিদেশি খেলোয়াড়দের যাতে খুব বেশি দিন কোয়ারানটিনে থাকতে না হয়, তা নিশ্চিত করতে চায় ক্রীড়া মন্ত্রক ৷ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু জানান, ভারতে যখনই, যে কোনও আন্তর্জাতিক খেলার আসর বসবে, তখনই করোনা রুখতে যাবতীয় প্রয়োজনীয় ব্য়বস্থা গ্রহণ করা হবে ৷ যাতে বিদেশি খেলোয়াড়দের খুব বেশি দিন কোয়ারানটাইনে থাকতে না হয় ৷

Will do our best so that international athletes stay in quarantine for minimal days in India, says Rijiju
বিদেশি খেলোয়াড়দের ন্যূনতম দিনের জন্য কোয়ারানটাইনে রাখতে তৎপর কেন্দ্র
author img

By

Published : Feb 24, 2021, 8:22 PM IST

আমেদাবাদ, 24 ফেব্রুয়ারি: ভারতে যখনই কোনও আন্তর্জাতিকস্তরের খেলা হবে, তখনই বিদেশি খেলোয়াড়দের ন্যূনতম দিনের জন্য কোয়ারানটিনে রাখা হবে ৷ কেন্দ্রের তরফে এই নিশ্চয়তা দিয়েছেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷ বিদেশি খেলোয়াড়রা যাতে ভারতে খেলতে আসতে নিরুৎসাহিত না হন, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা ৷

আগামী 18 থেকে 29 মার্চ পর্যন্ত দিল্লিতে আইএসএসএফ কম্বাইন্ড শুটিং ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে চলেছে ৷ তথ্য বলছে, বিভিন্ন বিভাগে প্রায় 30টি ফাইনাল ম্য়াচ অনুষ্ঠিত হবে ৷ যা আইএসএসএফ কম্বাইন্ড শুটিং ওয়ার্ল্ড কাপের ইতিহাসে এই প্রথম ৷ গত বছরই দলগত বিভাজনের ক্ষেত্রে নয়া নিয়মে অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ ৷ তার জেরেই বেড়েছে ফাইনাল ম্য়াচের সংখ্যা ৷

সাম্প্রতিক এনআরএআই ব়্যাঙ্কিংয়ের ভিত্তিতেই খেলোয়াড়দের এই প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়েছে ৷ কোরিয়া, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইরান, ইউক্রেন, ফ্রান্স, হাঙ্গেরি, ইতালি, থাইল্য়ান্ড এবং তুর্কি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা আসন্ন এই শুটিং বিশ্বকাপে অংশগ্রহণ করছে ৷

আমেদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে রিজিজু বলেন, ‘‘আমি আগেই জানিয়ে দিয়েছি, ভারতে যখনই প্রতিযোগিতা শুরু হোক না কেন, আমরা সমস্ত নিয়মবিধি কঠোরভাবে পালন করব ৷ যাতে বিদেশি খেলোয়াড়দের অতিরিক্ত সময়ের জন্য কোয়ারানটিনে থাকতে না হয় এবং তাঁরা নিরুৎসাহিত হয়ে না পড়েন ৷ আমাদের খেলোয়াড়দেরও যদি 14 দিনের কোয়ারানটিনে থাকতে বলা হয়, তাহলে তাঁরাও যেতে চাইবেন না ৷ সেখানে কিছু নিয়মবিধি রয়েছে ৷ আমরাও আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব ৷ যাতে বিদেশি খেলোয়াড়দের ন্য়ূনতম সময়ের জন্যই কোয়ারানটিনে থাকতে হয় ৷’’

আরও পড়ুন: রাষ্ট্রপতির হাতে উদ্বোধন নরেন্দ্র মোদি স্টেডিয়ামের

খেলার ময়দানে করোনার অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্রীয় সরকার যে বদ্ধপরিকর, তাও স্পষ্ট করেছেন রিজিজু ৷ তিনি বলেন, ‘‘আমরা সবকিছুই নিয়ম মেনে করব ৷ আমরা খেলোয়াড়দের বলব, তাঁরা যাতে নিজেদের দেশেই কোভিড-19 পরীক্ষা করিয়ে আসেন ৷ তবে যে মুহূর্তে তাঁরা ভারতে আসবেন, সঙ্গে সঙ্গেই তাঁদের ফের একবার পরীক্ষা করা হবে ৷ আমরা তাঁদের এমন পরিবেশে রাখব, যাতে তাঁদের স্বাস্থ্য ভালো থাকে ৷’’

আসন্ন টোকিও অলিম্পিকের কথা মাথায় রেখে খেলোয়াড়দের টিকাকরণে জোর দেওয়া হবে কি না, তাও জানতে চাওয়া হয় রিজিজুর কাছে ৷ উত্তরে তিনি জানান, টিকাকরণের ক্ষেত্রে করোনা যোদ্ধাদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে ৷ সেই পর্ব মিটলে খেলোয়াড়-সহ বাকিদেরও টিকা দেওয়া হবে ৷

আমেদাবাদ, 24 ফেব্রুয়ারি: ভারতে যখনই কোনও আন্তর্জাতিকস্তরের খেলা হবে, তখনই বিদেশি খেলোয়াড়দের ন্যূনতম দিনের জন্য কোয়ারানটিনে রাখা হবে ৷ কেন্দ্রের তরফে এই নিশ্চয়তা দিয়েছেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷ বিদেশি খেলোয়াড়রা যাতে ভারতে খেলতে আসতে নিরুৎসাহিত না হন, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা ৷

আগামী 18 থেকে 29 মার্চ পর্যন্ত দিল্লিতে আইএসএসএফ কম্বাইন্ড শুটিং ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে চলেছে ৷ তথ্য বলছে, বিভিন্ন বিভাগে প্রায় 30টি ফাইনাল ম্য়াচ অনুষ্ঠিত হবে ৷ যা আইএসএসএফ কম্বাইন্ড শুটিং ওয়ার্ল্ড কাপের ইতিহাসে এই প্রথম ৷ গত বছরই দলগত বিভাজনের ক্ষেত্রে নয়া নিয়মে অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ ৷ তার জেরেই বেড়েছে ফাইনাল ম্য়াচের সংখ্যা ৷

সাম্প্রতিক এনআরএআই ব়্যাঙ্কিংয়ের ভিত্তিতেই খেলোয়াড়দের এই প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়েছে ৷ কোরিয়া, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইরান, ইউক্রেন, ফ্রান্স, হাঙ্গেরি, ইতালি, থাইল্য়ান্ড এবং তুর্কি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা আসন্ন এই শুটিং বিশ্বকাপে অংশগ্রহণ করছে ৷

আমেদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে রিজিজু বলেন, ‘‘আমি আগেই জানিয়ে দিয়েছি, ভারতে যখনই প্রতিযোগিতা শুরু হোক না কেন, আমরা সমস্ত নিয়মবিধি কঠোরভাবে পালন করব ৷ যাতে বিদেশি খেলোয়াড়দের অতিরিক্ত সময়ের জন্য কোয়ারানটিনে থাকতে না হয় এবং তাঁরা নিরুৎসাহিত হয়ে না পড়েন ৷ আমাদের খেলোয়াড়দেরও যদি 14 দিনের কোয়ারানটিনে থাকতে বলা হয়, তাহলে তাঁরাও যেতে চাইবেন না ৷ সেখানে কিছু নিয়মবিধি রয়েছে ৷ আমরাও আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব ৷ যাতে বিদেশি খেলোয়াড়দের ন্য়ূনতম সময়ের জন্যই কোয়ারানটিনে থাকতে হয় ৷’’

আরও পড়ুন: রাষ্ট্রপতির হাতে উদ্বোধন নরেন্দ্র মোদি স্টেডিয়ামের

খেলার ময়দানে করোনার অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্রীয় সরকার যে বদ্ধপরিকর, তাও স্পষ্ট করেছেন রিজিজু ৷ তিনি বলেন, ‘‘আমরা সবকিছুই নিয়ম মেনে করব ৷ আমরা খেলোয়াড়দের বলব, তাঁরা যাতে নিজেদের দেশেই কোভিড-19 পরীক্ষা করিয়ে আসেন ৷ তবে যে মুহূর্তে তাঁরা ভারতে আসবেন, সঙ্গে সঙ্গেই তাঁদের ফের একবার পরীক্ষা করা হবে ৷ আমরা তাঁদের এমন পরিবেশে রাখব, যাতে তাঁদের স্বাস্থ্য ভালো থাকে ৷’’

আসন্ন টোকিও অলিম্পিকের কথা মাথায় রেখে খেলোয়াড়দের টিকাকরণে জোর দেওয়া হবে কি না, তাও জানতে চাওয়া হয় রিজিজুর কাছে ৷ উত্তরে তিনি জানান, টিকাকরণের ক্ষেত্রে করোনা যোদ্ধাদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে ৷ সেই পর্ব মিটলে খেলোয়াড়-সহ বাকিদেরও টিকা দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.