ETV Bharat / bharat

বিদেশি খেলোয়াড়দের ন্যূনতম দিনের জন্য কোয়ারানটিনে রাখতে তৎপর কেন্দ্র

author img

By

Published : Feb 24, 2021, 8:22 PM IST

কোভিড পরিস্থিতিতে ভারতে খেলতে আসা বিদেশি খেলোয়াড়দের যাতে খুব বেশি দিন কোয়ারানটিনে থাকতে না হয়, তা নিশ্চিত করতে চায় ক্রীড়া মন্ত্রক ৷ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু জানান, ভারতে যখনই, যে কোনও আন্তর্জাতিক খেলার আসর বসবে, তখনই করোনা রুখতে যাবতীয় প্রয়োজনীয় ব্য়বস্থা গ্রহণ করা হবে ৷ যাতে বিদেশি খেলোয়াড়দের খুব বেশি দিন কোয়ারানটাইনে থাকতে না হয় ৷

Will do our best so that international athletes stay in quarantine for minimal days in India, says Rijiju
বিদেশি খেলোয়াড়দের ন্যূনতম দিনের জন্য কোয়ারানটাইনে রাখতে তৎপর কেন্দ্র

আমেদাবাদ, 24 ফেব্রুয়ারি: ভারতে যখনই কোনও আন্তর্জাতিকস্তরের খেলা হবে, তখনই বিদেশি খেলোয়াড়দের ন্যূনতম দিনের জন্য কোয়ারানটিনে রাখা হবে ৷ কেন্দ্রের তরফে এই নিশ্চয়তা দিয়েছেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷ বিদেশি খেলোয়াড়রা যাতে ভারতে খেলতে আসতে নিরুৎসাহিত না হন, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা ৷

আগামী 18 থেকে 29 মার্চ পর্যন্ত দিল্লিতে আইএসএসএফ কম্বাইন্ড শুটিং ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে চলেছে ৷ তথ্য বলছে, বিভিন্ন বিভাগে প্রায় 30টি ফাইনাল ম্য়াচ অনুষ্ঠিত হবে ৷ যা আইএসএসএফ কম্বাইন্ড শুটিং ওয়ার্ল্ড কাপের ইতিহাসে এই প্রথম ৷ গত বছরই দলগত বিভাজনের ক্ষেত্রে নয়া নিয়মে অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ ৷ তার জেরেই বেড়েছে ফাইনাল ম্য়াচের সংখ্যা ৷

সাম্প্রতিক এনআরএআই ব়্যাঙ্কিংয়ের ভিত্তিতেই খেলোয়াড়দের এই প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়েছে ৷ কোরিয়া, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইরান, ইউক্রেন, ফ্রান্স, হাঙ্গেরি, ইতালি, থাইল্য়ান্ড এবং তুর্কি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা আসন্ন এই শুটিং বিশ্বকাপে অংশগ্রহণ করছে ৷

আমেদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে রিজিজু বলেন, ‘‘আমি আগেই জানিয়ে দিয়েছি, ভারতে যখনই প্রতিযোগিতা শুরু হোক না কেন, আমরা সমস্ত নিয়মবিধি কঠোরভাবে পালন করব ৷ যাতে বিদেশি খেলোয়াড়দের অতিরিক্ত সময়ের জন্য কোয়ারানটিনে থাকতে না হয় এবং তাঁরা নিরুৎসাহিত হয়ে না পড়েন ৷ আমাদের খেলোয়াড়দেরও যদি 14 দিনের কোয়ারানটিনে থাকতে বলা হয়, তাহলে তাঁরাও যেতে চাইবেন না ৷ সেখানে কিছু নিয়মবিধি রয়েছে ৷ আমরাও আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব ৷ যাতে বিদেশি খেলোয়াড়দের ন্য়ূনতম সময়ের জন্যই কোয়ারানটিনে থাকতে হয় ৷’’

আরও পড়ুন: রাষ্ট্রপতির হাতে উদ্বোধন নরেন্দ্র মোদি স্টেডিয়ামের

খেলার ময়দানে করোনার অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্রীয় সরকার যে বদ্ধপরিকর, তাও স্পষ্ট করেছেন রিজিজু ৷ তিনি বলেন, ‘‘আমরা সবকিছুই নিয়ম মেনে করব ৷ আমরা খেলোয়াড়দের বলব, তাঁরা যাতে নিজেদের দেশেই কোভিড-19 পরীক্ষা করিয়ে আসেন ৷ তবে যে মুহূর্তে তাঁরা ভারতে আসবেন, সঙ্গে সঙ্গেই তাঁদের ফের একবার পরীক্ষা করা হবে ৷ আমরা তাঁদের এমন পরিবেশে রাখব, যাতে তাঁদের স্বাস্থ্য ভালো থাকে ৷’’

আসন্ন টোকিও অলিম্পিকের কথা মাথায় রেখে খেলোয়াড়দের টিকাকরণে জোর দেওয়া হবে কি না, তাও জানতে চাওয়া হয় রিজিজুর কাছে ৷ উত্তরে তিনি জানান, টিকাকরণের ক্ষেত্রে করোনা যোদ্ধাদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে ৷ সেই পর্ব মিটলে খেলোয়াড়-সহ বাকিদেরও টিকা দেওয়া হবে ৷

আমেদাবাদ, 24 ফেব্রুয়ারি: ভারতে যখনই কোনও আন্তর্জাতিকস্তরের খেলা হবে, তখনই বিদেশি খেলোয়াড়দের ন্যূনতম দিনের জন্য কোয়ারানটিনে রাখা হবে ৷ কেন্দ্রের তরফে এই নিশ্চয়তা দিয়েছেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷ বিদেশি খেলোয়াড়রা যাতে ভারতে খেলতে আসতে নিরুৎসাহিত না হন, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা ৷

আগামী 18 থেকে 29 মার্চ পর্যন্ত দিল্লিতে আইএসএসএফ কম্বাইন্ড শুটিং ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে চলেছে ৷ তথ্য বলছে, বিভিন্ন বিভাগে প্রায় 30টি ফাইনাল ম্য়াচ অনুষ্ঠিত হবে ৷ যা আইএসএসএফ কম্বাইন্ড শুটিং ওয়ার্ল্ড কাপের ইতিহাসে এই প্রথম ৷ গত বছরই দলগত বিভাজনের ক্ষেত্রে নয়া নিয়মে অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ ৷ তার জেরেই বেড়েছে ফাইনাল ম্য়াচের সংখ্যা ৷

সাম্প্রতিক এনআরএআই ব়্যাঙ্কিংয়ের ভিত্তিতেই খেলোয়াড়দের এই প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়েছে ৷ কোরিয়া, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইরান, ইউক্রেন, ফ্রান্স, হাঙ্গেরি, ইতালি, থাইল্য়ান্ড এবং তুর্কি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা আসন্ন এই শুটিং বিশ্বকাপে অংশগ্রহণ করছে ৷

আমেদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে রিজিজু বলেন, ‘‘আমি আগেই জানিয়ে দিয়েছি, ভারতে যখনই প্রতিযোগিতা শুরু হোক না কেন, আমরা সমস্ত নিয়মবিধি কঠোরভাবে পালন করব ৷ যাতে বিদেশি খেলোয়াড়দের অতিরিক্ত সময়ের জন্য কোয়ারানটিনে থাকতে না হয় এবং তাঁরা নিরুৎসাহিত হয়ে না পড়েন ৷ আমাদের খেলোয়াড়দেরও যদি 14 দিনের কোয়ারানটিনে থাকতে বলা হয়, তাহলে তাঁরাও যেতে চাইবেন না ৷ সেখানে কিছু নিয়মবিধি রয়েছে ৷ আমরাও আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব ৷ যাতে বিদেশি খেলোয়াড়দের ন্য়ূনতম সময়ের জন্যই কোয়ারানটিনে থাকতে হয় ৷’’

আরও পড়ুন: রাষ্ট্রপতির হাতে উদ্বোধন নরেন্দ্র মোদি স্টেডিয়ামের

খেলার ময়দানে করোনার অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্রীয় সরকার যে বদ্ধপরিকর, তাও স্পষ্ট করেছেন রিজিজু ৷ তিনি বলেন, ‘‘আমরা সবকিছুই নিয়ম মেনে করব ৷ আমরা খেলোয়াড়দের বলব, তাঁরা যাতে নিজেদের দেশেই কোভিড-19 পরীক্ষা করিয়ে আসেন ৷ তবে যে মুহূর্তে তাঁরা ভারতে আসবেন, সঙ্গে সঙ্গেই তাঁদের ফের একবার পরীক্ষা করা হবে ৷ আমরা তাঁদের এমন পরিবেশে রাখব, যাতে তাঁদের স্বাস্থ্য ভালো থাকে ৷’’

আসন্ন টোকিও অলিম্পিকের কথা মাথায় রেখে খেলোয়াড়দের টিকাকরণে জোর দেওয়া হবে কি না, তাও জানতে চাওয়া হয় রিজিজুর কাছে ৷ উত্তরে তিনি জানান, টিকাকরণের ক্ষেত্রে করোনা যোদ্ধাদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে ৷ সেই পর্ব মিটলে খেলোয়াড়-সহ বাকিদেরও টিকা দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.