নয়াদিল্লি, 20 এপ্রিল: ফৌজদারি মানহানির মামলায় রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে আদালত যে নির্দেশ দিয়েছে তার উপর স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিয়েছে গুজরাত আদালত ৷ তবে এতেই ভেঙে না পড়ে, এরপরেও আইনের অধীনে এখনও উপলব্ধ যে সমস্ত বিকল্পগুলি রয়েছে, তা ব্যবহার করা চালিয়ে যাবে বলে জানিয়ে দিল কংগ্রেস ।
গুজরাতের সুরাত শহরের একটি আদালত 'মোদি পদবি' নিয়ে রাহুল গান্ধির মন্তব্যের জন্য তাঁকে দোষী সাব্যস্ত করে দু বছরের সাজা শুনিয়েছে ৷ সেই নির্দেশে স্থগিতাদেশ দেওয়ার আবেদন জানিয়ে আবেদন করেছিলেন কংগ্রেস নেতা ৷ তবে তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত ৷ এরপরই কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ একটি টুইট বার্তায় বলেছেন, "আমরা আইনের অধীনে আমাদের কাছে এখনও উপলব্ধ সমস্ত বিকল্পগুলি ব্যবহার করতে থাকব । ড. এএম সিংভি বিকেল 4টায় রাহুল গান্ধির আবেদনের বিষয়ে মিডিয়াকে ব্রিফ করবেন ।"
অতিরিক্ত দায়রা বিচারক আরপি মোগেরার আদালত রাহুল গান্ধিকে নিম্ন আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ডের আদেশের স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিয়েছে ৷ রাহুল 3 এপ্রিল নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে আবেদন জানিয়ে দায়রা আদালতের দ্বারস্থ হয়েছিলেন । নগর দায়রা আদালত দোষী সাব্যস্ত হওয়ার উপর স্থগিতাদেশ দিলে রাহুল গান্ধিকে সাংসদ হিসাবে পুনর্বহাল করার পথ প্রশস্ত হতে পারে ।
নিম্ন আদালত রাহুল গান্ধিকে ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত করার পর তাঁকে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল ৷ সেই আদেশের স্থগিতাদেশ চেয়েছিলেন রাগা ৷ "কীভাবে সব চোরদের একই রকম মোদি পদবি ?" 2019 সালের 13 এপ্রিল কর্ণাটকের কোলারে একটি নির্বাচনী সমাবেশের সময় এই মন্তব্য করেছিলেন রাহুল গান্ধি ৷ সেই কারণে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করা হয় গুজরাতে ৷
2019 সালের এপ্রিলে কর্ণাটকের কোলারে একটি সমাবেশে রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিয়ে বলেন, "সব চোরদের একই রকম পদবি মোদি কীভাবে হয় ?" তাঁর দোষী সাব্যস্ত হওয়ার পরে 2013 সালে সুপ্রিম কোর্টের একটি রায় অনুসারে রাহুলের 24 মার্চ সাংসদ পদ খোয়াতে হয় ৷ দোষী সাব্যস্ত হওয়ার পর দুই বছর বা তার বেশি দিনের সাজা হলে যে কোনও সাংসদ বা বিধায়ক সংসদের অযোগ্য বলে বিবেচিত হন এবং তাঁর সেই পদ খোয়া যায় ৷