ETV Bharat / bharat

অন্য়ত্র সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে হাথরস মামলা - হাথরস

হাথরস মামলা অন্য়ত্র সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা রয়েছে এলাহাবাদ হাইকোর্টের। নির্যাতিতা পরিবার ও আইনজীবীদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়৷ তারপরেই মামলা অন্য়ত্র সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা ৷

hathras
হাথরস
author img

By

Published : Mar 21, 2021, 4:31 PM IST

লখনউ, 21 মার্চ : হাথরস মামলা অন্য়ত্র সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা রয়েছে এলাহাবাদ হাইকোর্টের। নির্যাতিতার পরিবার ও আইনজীবীদের সুরক্ষার জন্য়ই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷ হাথরসের নির্যাতিতার পরিবারের তরফে একটি হলফনামা জমা দেওয়া হয় আদালতে ৷ সেখানে বলা হয়, তাঁদের ও আইনজীবীদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে ৷ সেই হলফনামা জমা দেওয়ার পরেই আদালতের তরফে মামলা সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে ৷ এতদিন এলাহাবাদ আদালতের লখনউ বেঞ্চের বিশেষ নজরদারিতে ছিল মামলাটি ৷

আরও পড়ুন- যোগী রাজ্য়ে প্রত্য়েকদিন কোনও না কোনও পরিবার ন্য়ায়বিচার চাইছে : প্রিয়াঙ্কা

কেন এই সিদ্ধান্ত নিতে পারে আদালত

5 মার্চ হাথরস মামলার শুনানি চলছিল সেখানকার জেলা আদালতে ৷ নির্যাতিতার ভাইয়ের অভিযোগ ছিল সেদিন শুনানি চলাকালীন এক মত্ত আইনজীবী আদালত কক্ষে ঢুকে যায় এবং হুমকি দিতে থাকে ৷ শুধু তাই নয় তারপর আরও একদল আইনজীবী শুনানি চলাকালীন ঢুকে পড়ে আদালতে ৷ তাঁরাও হুমকি দিতে থাকে বলে অভিযোগ ৷ বলা হয়, মামলা বেশিদূর এগিয়ে নিয়ে গেলে পরিস্থিতি খারাপ হবে ৷ না।

আরও পড়ুন-হাথরসের গ্রামে CBI, নির্যাতিতার মা-ভাইকে সঙ্গে নিয়ে তদন্ত

নির্য়াতিতার পরিবারের তরফে এলাহাবাদ হাইকোর্টে যে হলফনামা জমা দেওয়া হয় তাতে এই ঘটনাগুলির কথা উল্লেখ করা হয় ৷ তার পরিপ্রেক্ষিতে এলাহাবাদ আদালত একটি রিপোর্ট চেয়েছে ৷ জানতে চেয়েছে কেন সেদিন শুনানি চালকালীন মত্ত আইনজীবী ভিতরে ঢুকে গেল ৷ এর বিস্তারিত জবাব দিতে বলা হয়েছে ৷

এই ঘটনার পরেই মামলা অন্য়ত্র সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলে আদালত জানিয়েছে ৷

লখনউ, 21 মার্চ : হাথরস মামলা অন্য়ত্র সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা রয়েছে এলাহাবাদ হাইকোর্টের। নির্যাতিতার পরিবার ও আইনজীবীদের সুরক্ষার জন্য়ই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷ হাথরসের নির্যাতিতার পরিবারের তরফে একটি হলফনামা জমা দেওয়া হয় আদালতে ৷ সেখানে বলা হয়, তাঁদের ও আইনজীবীদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে ৷ সেই হলফনামা জমা দেওয়ার পরেই আদালতের তরফে মামলা সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে ৷ এতদিন এলাহাবাদ আদালতের লখনউ বেঞ্চের বিশেষ নজরদারিতে ছিল মামলাটি ৷

আরও পড়ুন- যোগী রাজ্য়ে প্রত্য়েকদিন কোনও না কোনও পরিবার ন্য়ায়বিচার চাইছে : প্রিয়াঙ্কা

কেন এই সিদ্ধান্ত নিতে পারে আদালত

5 মার্চ হাথরস মামলার শুনানি চলছিল সেখানকার জেলা আদালতে ৷ নির্যাতিতার ভাইয়ের অভিযোগ ছিল সেদিন শুনানি চলাকালীন এক মত্ত আইনজীবী আদালত কক্ষে ঢুকে যায় এবং হুমকি দিতে থাকে ৷ শুধু তাই নয় তারপর আরও একদল আইনজীবী শুনানি চলাকালীন ঢুকে পড়ে আদালতে ৷ তাঁরাও হুমকি দিতে থাকে বলে অভিযোগ ৷ বলা হয়, মামলা বেশিদূর এগিয়ে নিয়ে গেলে পরিস্থিতি খারাপ হবে ৷ না।

আরও পড়ুন-হাথরসের গ্রামে CBI, নির্যাতিতার মা-ভাইকে সঙ্গে নিয়ে তদন্ত

নির্য়াতিতার পরিবারের তরফে এলাহাবাদ হাইকোর্টে যে হলফনামা জমা দেওয়া হয় তাতে এই ঘটনাগুলির কথা উল্লেখ করা হয় ৷ তার পরিপ্রেক্ষিতে এলাহাবাদ আদালত একটি রিপোর্ট চেয়েছে ৷ জানতে চেয়েছে কেন সেদিন শুনানি চালকালীন মত্ত আইনজীবী ভিতরে ঢুকে গেল ৷ এর বিস্তারিত জবাব দিতে বলা হয়েছে ৷

এই ঘটনার পরেই মামলা অন্য়ত্র সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলে আদালত জানিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.