নেল্লোর (অন্ধ্রপ্রদেশ), 4 নভেম্বর: স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে ৷ প্রেমিককে দেওয়া গয়নার বিষয় লুকিয়ে রাখার জন্য স্বামীকে তিনি খুন করেছেন বলে অভিযোগ ৷ অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) নেল্লোরে ঘটনাটি ঘটেছে ৷ পুলিশ ওই মহিলা ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে ৷
পুলিশ জানিয়েছে, মৃতের নাম দামোদর আর ধৃতদের নাম অনুরাধা ও গঙ্গারাজু ৷ বিয়ের আগেই দুই সন্তানের বাবা গঙ্গারাজুর সঙ্গে পরকীয়ায় (Extra Marital Affair) জড়িয়েছিলেন অনুরাধা ৷ 2019 সালে দামোদরকে বিয়ের পরও সেই সম্পর্ক তিনি ভাঙেননি ৷ উলটে নিজের সব গয়না তিনি দিয়ে দিয়েছিলেন প্রেমিককে ৷
তিনি ভেবেছিলেন যে কেউ বিষয়টি জানতে পারবে না ৷ কিন্তু বিপত্তি তৈরি হয় একটি সম্পত্তি কেনাকে কেন্দ্র করে ৷ তখন তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা তাঁর কাছ থেকে গয়না চান ৷ কারণ, সম্পত্তি কেনার জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় হচ্ছিল না ৷ তখনই বিপদে পড়েন অনুরাধা ৷ কীভাবে পরিস্থিতি সামলাবেন, তা নিয়ে বিচলিত হয়ে পড়েন ৷
পুলিশ আরও জানিয়েছে, সেই সময়ই প্রেমিক গঙ্গারাজুর সঙ্গে মিলে দামোদরকে খুনের ছক কষেন অনুরাধা ৷ প্রথমে তিনি শ্বশুরবাড়িতে জানান যে তাঁর গয়না সব বাপের বাড়িতে রয়েছে ৷ উৎসবের সময় যখন বাপের বাড়ি যাবেন, তখন গয়না আনবেন ৷
এর পর তিনি বাপের বাড়ি যান৷ পরে স্বামীর সঙ্গে সেখান থেকে বের হন ৷ সেই খবর আগে থেকেই তিনি দিয়ে দেন গঙ্গারাজুকে ৷ সেই মতো রাস্তায় গঙ্গারাজু হামলা করেন ৷ দামোদরের চোখে প্রথমে লঙ্কাগুঁড়ো দিয়ে দেন ৷ তার পর ভারী কিছু দিয়ে দামোদরকে আঘাত করে ৷ দামোদরের মৃত্যু হয় ৷
পুলিশ জানিয়েছে, পরিকল্পনামাফিক পুলিশের কাছে অনুরাধা অভিযোগ করেন যে লুটেরারা তাঁর স্বামীকে খুন করেছে ৷ গয়না নিয়ে পালিয়ে যায় ৷ কিন্তু পুলিশ তদন্ত শুরু করার পর ক্রমশ আসল সত্যি সামনে আসতে থাকে ৷ শেষে পুলিশ অনুরাধা ও গঙ্গারাজুকে গ্রেফতার করে (Police Arrested Wife and Her Lover) ৷
আরও পড়ুন: পরকীয়ায় বাধা দেওয়ায় ছেলেকে খুন, অভিযুক্ত মা