ETV Bharat / bharat

Man Wear Women's Underwear: স্বামী মহিলাদের অন্তর্বাস ও লিপস্টিক পরেন, থানায় অভিযোগ যুবতীর - অন্তর্বাস পরেন ও লিপস্টিক লাগান

স্বামী রাতে মহিলাদের অন্তর্বাস ও লিপস্টিক পরেন বলে থানায় অভিযোগ দায়ের করলেন যুবতী ৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কুমারস্বামী এলাকার ৷

Husband Wears Womens Undergarments
স্বামী মহিলাদের অন্তর্বাস ও লিপস্টিক পরেন
author img

By

Published : Apr 1, 2023, 10:28 AM IST

Updated : Apr 1, 2023, 3:05 PM IST

বেঙ্গালুরু, 1 এপ্রিল: আজব ঘটনা বেঙ্গালুরুতে ৷ স্বামী তাঁর অন্তর্বাস পরেন । এমনকী লিপস্টিকও লাগান ৷ থানায় গিয়ে এমনই অভিযোগ করলেন যুবতী ৷ শুধু স্বামী নন, তাঁর পরিবারের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন 25 বছর বয়সি ওই যুবতী ৷ তাঁর অভিযোগ, বিয়ের প্রথম রাত থেকেই স্বামী অদ্ভুত আচরণ করেন ৷ মহিলাদের পোশাক পরে সেজেগুজে বসে থাকেন ৷ এমনকী নানা অজুহাতে তাঁকে যৌতুক নিয়ে যুবক অত্যাচার করছেন বলে অভিযোগ স্ত্রীর । এই বিষয়ে বেঙ্গালুরুর কুমারস্বামী লেআউট থানায় যুবতী এফআইআর দায়ের করেছেন ৷ মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী, শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করা সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে ৷

আলাপ মেট্রিমোনিয়াল সাইটে: অভিযুক্তের সঙ্গে তিন বছর আগে মেট্রিমোনিয়াল সাইটে যুবতীর আলাপ হয় । যুবক দাবি করেছিলেন তিনি এমটেক করেছেন এবং ভালো চাকরি করেন । পরবর্তীতে সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায় ৷ পরিবারের সম্মতিতে 2020 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা । বিয়েতে যৌতুক হিসেবে 800 গ্রাম সোনা, এক কেজি রুপো ও 5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল বলে যুবতীর দাবি ।

বিয়ের রাত থেকে অস্বাভাবিক আচরণ যুবকের: ফুলশয্যার রাত থেকেই স্বামী আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক পরতেন । পরে তিনি মহিলাদের অন্তর্বাসও পরতে শুরু করেন । এরকম আচরণের কারণ জানতে চাইলে যুবক জানান, তিনি পুরুষদের প্রতি আকর্ষিত হন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিত্যদিন ঝামেলা হত বলে জানা গিয়েছে ।

যুবকের অদ্ভূত আচরণ প্রতিদিন বাড়তে থাকে। স্বামীর চিকিৎসার জন্য যুবতীকে তাঁর বাপের বাড়ি থেকে 10 লাখ টাকা আনতে বলা হয়। টাকা না পাওয়ায় অত্যাচারের মাত্রাও বাড়তে থাকে বলে অভিযোগ যুবতীর । পরে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি । এরপর তিনি তাঁর ভাসুরের বাড়িতে থাকতে শুরু করেন ৷ কিন্তু সেখানেও তাঁকে মানসিকভাবে অত্যাচার করা হত বলে অভিযোগ । শেষমেশ থানার দ্বারস্থ হলেন যুবতী ।

আরও পড়ুন: মধ্যরাতে যৌন হেনস্থা, যুবককে কুপিয়ে 'খুন' তরুণীর

বেঙ্গালুরু, 1 এপ্রিল: আজব ঘটনা বেঙ্গালুরুতে ৷ স্বামী তাঁর অন্তর্বাস পরেন । এমনকী লিপস্টিকও লাগান ৷ থানায় গিয়ে এমনই অভিযোগ করলেন যুবতী ৷ শুধু স্বামী নন, তাঁর পরিবারের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন 25 বছর বয়সি ওই যুবতী ৷ তাঁর অভিযোগ, বিয়ের প্রথম রাত থেকেই স্বামী অদ্ভুত আচরণ করেন ৷ মহিলাদের পোশাক পরে সেজেগুজে বসে থাকেন ৷ এমনকী নানা অজুহাতে তাঁকে যৌতুক নিয়ে যুবক অত্যাচার করছেন বলে অভিযোগ স্ত্রীর । এই বিষয়ে বেঙ্গালুরুর কুমারস্বামী লেআউট থানায় যুবতী এফআইআর দায়ের করেছেন ৷ মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী, শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করা সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে ৷

আলাপ মেট্রিমোনিয়াল সাইটে: অভিযুক্তের সঙ্গে তিন বছর আগে মেট্রিমোনিয়াল সাইটে যুবতীর আলাপ হয় । যুবক দাবি করেছিলেন তিনি এমটেক করেছেন এবং ভালো চাকরি করেন । পরবর্তীতে সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায় ৷ পরিবারের সম্মতিতে 2020 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা । বিয়েতে যৌতুক হিসেবে 800 গ্রাম সোনা, এক কেজি রুপো ও 5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল বলে যুবতীর দাবি ।

বিয়ের রাত থেকে অস্বাভাবিক আচরণ যুবকের: ফুলশয্যার রাত থেকেই স্বামী আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক পরতেন । পরে তিনি মহিলাদের অন্তর্বাসও পরতে শুরু করেন । এরকম আচরণের কারণ জানতে চাইলে যুবক জানান, তিনি পুরুষদের প্রতি আকর্ষিত হন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিত্যদিন ঝামেলা হত বলে জানা গিয়েছে ।

যুবকের অদ্ভূত আচরণ প্রতিদিন বাড়তে থাকে। স্বামীর চিকিৎসার জন্য যুবতীকে তাঁর বাপের বাড়ি থেকে 10 লাখ টাকা আনতে বলা হয়। টাকা না পাওয়ায় অত্যাচারের মাত্রাও বাড়তে থাকে বলে অভিযোগ যুবতীর । পরে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি । এরপর তিনি তাঁর ভাসুরের বাড়িতে থাকতে শুরু করেন ৷ কিন্তু সেখানেও তাঁকে মানসিকভাবে অত্যাচার করা হত বলে অভিযোগ । শেষমেশ থানার দ্বারস্থ হলেন যুবতী ।

আরও পড়ুন: মধ্যরাতে যৌন হেনস্থা, যুবককে কুপিয়ে 'খুন' তরুণীর

Last Updated : Apr 1, 2023, 3:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.