দিল্লি, 11 ফেব্রুয়ারি: ভারতীয় জওয়ানদের আত্মবলিদানকে অপমান করেছে কেন্দ্রীয় সরকার৷ বৃহস্পতিবার রাজ্য়সভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাষণের প্রেক্ষিতে এমনটাই অভিযোগ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির৷
-
No status quo ante = No peace & tranquility.
— Rahul Gandhi (@RahulGandhi) February 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Why is GOI insulting the sacrifice of our jawans & letting go of our territory?
">No status quo ante = No peace & tranquility.
— Rahul Gandhi (@RahulGandhi) February 11, 2021
Why is GOI insulting the sacrifice of our jawans & letting go of our territory?No status quo ante = No peace & tranquility.
— Rahul Gandhi (@RahulGandhi) February 11, 2021
Why is GOI insulting the sacrifice of our jawans & letting go of our territory?
এদিনই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী জানান, লাদাখের প্য়াংগং সো বরাবর সেনা অপসারণে সহমত হয়েছে বেজিং৷ রাজনাথের দাবি, কোনও ক্ষতি স্বীকার না করেই প্রতিবেশী চিনের সঙ্গে সীমান্ত সমস্য়া মেটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে পেরেছে ভারত৷ আর এখানেই প্রশ্ন তুলেছেন রাহুল৷ প্রসঙ্গত, গত বছরের গোড়ার দিকেই লাদাখে সীমান্ত সমস্য়া নিয়ে লালফৌজের সঙ্গে সংঘর্ষে জড়ান ভারতীয় সেনারা৷ তাতে প্রাণ হারান 20 জন ভারতীয় সেনা জওয়ান৷
আরও পড়ুন: কোনও ক্ষতি স্বীকার না করেই লাদাখে চিনের সঙ্গে সমস্যা মেটাল ভারত : রাজনাথ
বৃহস্পতিবার টুইটারে রাহুল লেখেন, ভারত-চিন সীমান্তে স্থিতাবস্থা না ফেরা পর্যন্ত সেখানে শান্তি ও স্থিরতা ফিরবে না৷ কেন ভারত সরকার আমাদের জওয়ানদের আত্মবলিদানকে অপমান করছে? কেন আমাদের মাটি অন্যদের হাতে তুলে দেওয়া হচ্ছে?