ETV Bharat / bharat

COVAXIN: বিশ্বব্যাপী ছাড়পত্র কোভ্যাক্সিন-কে! মঙ্গলবার সিদ্ধান্ত নিতে পারে হু

কোথাও কোনও খটকা না থাকলেই, কোভ্যাক্সিন টিকাকে ছাড়পত্র দিয়ে দেওয়া হবে ৷ সে ক্ষেত্রে কোভিড সংক্রান্ত সঙ্কট দেখা দিলে রাষ্ট্রপুঞ্জ মারফত বিশ্বের যে কোনও সংস্থা কোভ্যাক্সিন কিনতে পারবে ৷ টিকার কার্যকারিতা যাচাই করেই ছাড়পত্র দেবে হু ৷

WHO to decide emergency use listing approval of COVAXIN
বিশ্বব্যাপী ছাড়পত্র কোভ্যাক্সিন-কে!
author img

By

Published : Oct 18, 2021, 4:41 PM IST

জেনেভা, 18 অক্টোবর: বিশ্বব্যাপী ব্যবহারের ক্ষেত্রে কোভ্যাক্সিন-কে ছাড়পত্র দেওয়া নিয়ে আগামী সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) । 26 অক্টোবর হু-র প্রযুক্তি উপদেষ্টা কমিটির বৈঠক । সেখানেই জরুরি প্রয়োজনে বিশ্বের সর্বত্র ব্যবহার করা যায় এমন টিকার তালিকার (এমার্জেন্সি ইউজ লিস্টিং) কোভ্যাক্সিন-এর অন্তর্ভুক্তিতে ছাড়পত্র দেওয়া যায় কি না, সিদ্ধান্ত নেবে তারা ।

ভারতে সার্বিক টিকাকরণে বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন ব্যবহৃত হচ্ছে ৷ তবে হু-র ছাড়পত্র পেতে দীর্ঘ দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত বায়োটেক ৷ তার জন্য গবেষণা এবং টিকার পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল সংক্রান্ত নথিপত্র ধাপে ধাপে হু-র কাছে জমা দিয়েছে তারা ৷ সেই সব নথিপত্র খতিয়ে দেখছে হু-র বিশেষজ্ঞ কমিটি ৷ তার জন্য ভারত বায়োটেক-এর কাছ থেকে টিকা সংক্রান্ত অতিরিক্ত নথিও চেয়ে পাঠিয়েছিল তারা , যা 27 সেপ্টেম্বর জমা পড়ে ৷

আরও পড়ুন: Surat Fire : মাস্ক তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, হত 2, আহত 15

তাতে কোথাও কোনও খটকা না থাকলেই, কোভ্যাক্সিন টিকাকে ছাড়পত্র দিয়ে দেওয়া হবে ৷ সে ক্ষেত্রে কোভিড সংক্রান্ত সঙ্কট দেখা দিলে রাষ্ট্রপুঞ্জ মারফত বিশ্বের যে কোনও সংস্থা কোভ্যাক্সিন কিনতে পারবে ৷ টিকার কার্যকারিতা যাচাই করেই ছাড়পত্র দেবে হু ৷ সে ক্ষেত্রে তাদের উপর আশ্বাস রেখেই কোভ্যাক্সিন কেনায় আগ্রহ দেখাতে পারে বিভিন্ন দেশের সরকারও ৷

কোভ্যাক্সিন আগামী সপ্তাহে আদৌ ছাড়পত্র পাবে কি না, তা নিয়ে কিছু খোলসা না করলেও, হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন টুইটে লেখেন, ‘জরুরি প্রয়োজনে ব্যবহার করা যায়, এমন টিকার তালিকায় কোভ্যাক্সিন-এর অন্তর্ভুক্তি নিয়ে 26 অক্টোবর হু-র প্রযুক্তিগত উপদেষ্টা সংগনের বৈঠক রয়েছে৷ সম্পূর্ণ নথিপত্র হাতে পেতে ভারত বায়োটেক-এর সঙ্গে একজোটে কাজ করছে হু ৷ জরুরি প্রয়োজনে বিশ্বের সব প্রান্তের মানুষের কাছে টিকা পৌঁছে দেওয়াই লক্ষ্য আমাদের ৷ তার আগে সব কিছু বিশদে তথ্য খতিয়ে দেখা প্রয়োজন ৷’

আরও পড়ুন: Natwar singh: সোনিয়াই 'অল-টাইম বস', ওয়ার্কিং কমিটির বৈঠক 'লোকদেখানো'; কটাক্ষ নটবরের

কোভিড প্রতিরোধে কোভ্যাক্সিনই ভারতের তৈরি প্রথম টিকা ৷ ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর), ন্যাশনাল ইনস্টিটিউট অব ভআইরোলজি (এনআইভি)-র সহযোগিতায় সেটি তৈরি করেছে ভারত বায়োটেক ৷ এ ছাড়াও অস্কফোর্ড ও সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড, রাশিয়ার স্পুটনিক ভি, মডার্নার তৈরি করোনা টিকা, জনসন অ্যান্ড জনসনের তৈরি টিকা এবং জাইডাস ক্যাডিলার তৈরি জাইকোভ-ডি ভারতে টিকাকরণে ব্যবহৃত হচ্ছে ৷

জেনেভা, 18 অক্টোবর: বিশ্বব্যাপী ব্যবহারের ক্ষেত্রে কোভ্যাক্সিন-কে ছাড়পত্র দেওয়া নিয়ে আগামী সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) । 26 অক্টোবর হু-র প্রযুক্তি উপদেষ্টা কমিটির বৈঠক । সেখানেই জরুরি প্রয়োজনে বিশ্বের সর্বত্র ব্যবহার করা যায় এমন টিকার তালিকার (এমার্জেন্সি ইউজ লিস্টিং) কোভ্যাক্সিন-এর অন্তর্ভুক্তিতে ছাড়পত্র দেওয়া যায় কি না, সিদ্ধান্ত নেবে তারা ।

ভারতে সার্বিক টিকাকরণে বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন ব্যবহৃত হচ্ছে ৷ তবে হু-র ছাড়পত্র পেতে দীর্ঘ দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত বায়োটেক ৷ তার জন্য গবেষণা এবং টিকার পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল সংক্রান্ত নথিপত্র ধাপে ধাপে হু-র কাছে জমা দিয়েছে তারা ৷ সেই সব নথিপত্র খতিয়ে দেখছে হু-র বিশেষজ্ঞ কমিটি ৷ তার জন্য ভারত বায়োটেক-এর কাছ থেকে টিকা সংক্রান্ত অতিরিক্ত নথিও চেয়ে পাঠিয়েছিল তারা , যা 27 সেপ্টেম্বর জমা পড়ে ৷

আরও পড়ুন: Surat Fire : মাস্ক তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, হত 2, আহত 15

তাতে কোথাও কোনও খটকা না থাকলেই, কোভ্যাক্সিন টিকাকে ছাড়পত্র দিয়ে দেওয়া হবে ৷ সে ক্ষেত্রে কোভিড সংক্রান্ত সঙ্কট দেখা দিলে রাষ্ট্রপুঞ্জ মারফত বিশ্বের যে কোনও সংস্থা কোভ্যাক্সিন কিনতে পারবে ৷ টিকার কার্যকারিতা যাচাই করেই ছাড়পত্র দেবে হু ৷ সে ক্ষেত্রে তাদের উপর আশ্বাস রেখেই কোভ্যাক্সিন কেনায় আগ্রহ দেখাতে পারে বিভিন্ন দেশের সরকারও ৷

কোভ্যাক্সিন আগামী সপ্তাহে আদৌ ছাড়পত্র পাবে কি না, তা নিয়ে কিছু খোলসা না করলেও, হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন টুইটে লেখেন, ‘জরুরি প্রয়োজনে ব্যবহার করা যায়, এমন টিকার তালিকায় কোভ্যাক্সিন-এর অন্তর্ভুক্তি নিয়ে 26 অক্টোবর হু-র প্রযুক্তিগত উপদেষ্টা সংগনের বৈঠক রয়েছে৷ সম্পূর্ণ নথিপত্র হাতে পেতে ভারত বায়োটেক-এর সঙ্গে একজোটে কাজ করছে হু ৷ জরুরি প্রয়োজনে বিশ্বের সব প্রান্তের মানুষের কাছে টিকা পৌঁছে দেওয়াই লক্ষ্য আমাদের ৷ তার আগে সব কিছু বিশদে তথ্য খতিয়ে দেখা প্রয়োজন ৷’

আরও পড়ুন: Natwar singh: সোনিয়াই 'অল-টাইম বস', ওয়ার্কিং কমিটির বৈঠক 'লোকদেখানো'; কটাক্ষ নটবরের

কোভিড প্রতিরোধে কোভ্যাক্সিনই ভারতের তৈরি প্রথম টিকা ৷ ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর), ন্যাশনাল ইনস্টিটিউট অব ভআইরোলজি (এনআইভি)-র সহযোগিতায় সেটি তৈরি করেছে ভারত বায়োটেক ৷ এ ছাড়াও অস্কফোর্ড ও সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড, রাশিয়ার স্পুটনিক ভি, মডার্নার তৈরি করোনা টিকা, জনসন অ্যান্ড জনসনের তৈরি টিকা এবং জাইডাস ক্যাডিলার তৈরি জাইকোভ-ডি ভারতে টিকাকরণে ব্যবহৃত হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.