নয়াদিল্লি, 18 ডিসেম্বর : ভারতীয় সংস্থা সেরাম ইনস্টিটিউটে তৈরি করোনার ভ্যাকসিন কোভোভ্যাক্সকে জরুরি ক্ষেত্রে ব্যবহারে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) (Emergency Approval for Serum Institute Made COVOVAX) ৷ মার্কিন সংস্থা নোভাভ্যাক্সের লাইসেন্স ব্য়বহার করে এই ভ্যাকসিন তৈরি করেছে সেরাম ইনস্টিটিউট ৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা ৷ যেখানে তিনি উল্লেখ করেছেন, কোভিড-19’র বিরুদ্ধে লড়াইয়ে আরও একটি মাইলস্টোন ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এ নিয়ে গতকাল একটি টুইট করা হয় ৷ যেখানে বলা হয়েছে, ‘‘জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য কোভোভ্যাক্সকে ছাড়পত্র দিচ্ছে হু (WHO) ৷ করোনার বিরুদ্ধে লড়াইয়ে অনুমোদিত ভ্যাকসিনের তালিকাকে প্রসারিত করা হল ৷ নোভাভ্যাক্স সংস্থার লাইসেন্সের এই ভ্যাকসিন তৈরি করেছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (Emergency Approval for Serum Institute Novavax Made Covid 19 Vaccine COVOVAX) ৷’’
আরও পড়ুন : Sputnik Light Booster : ওমিক্রন রুখতে অন্য ভ্য়াকসিনের কার্যকরী ক্ষমতা বাড়ায় স্পুটনিক লাইট বুস্টার
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, কোভোভ্যাক্সের গুণমান, কতটা নিরাপদ, কার্যকারিতা, রিস্ক ম্যানেজমেন্ট, ভ্যাকসিন তৈরির পদ্ধতি এবং উৎপাদন স্থলের পরিদর্শন সংক্রান্ত যে রিপোর্ট ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) দিয়েছে ৷ তার উপরে ভিত্তি করেই এই ছাড়পত্র দেওয়া হয়েছে ৷ সেখানে এও বলা হয়েছে যে, জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য হু এর টেকনিক্যাল অ্যাডভাইসরি কমিটি এবং বিশ্বের বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হয়েছে ৷ সেখানে দেখা গিয়েছে সেরাম ইনস্টিটিউটের এই ভ্যাকসিন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানকে ছুঁতে পেরেছে ৷ এ নিয়ে সেরাম ইনস্টিটিউট এবং নোভাভ্যাক্সের তরফে একটি যৌথ বিবৃতিও প্রকাশ করা হয় ৷