ETV Bharat / bharat

Covaxin : কোভ্যাকসিনের ছাড়পত্র-সহ একাধিক ইস্যুতে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধানের সঙ্গে ফোনে কথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর সঙ্গে কথা বললেন বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম ঘেব্রেসাস ৷ টুইট করে খবরটি দিয়েছেন টেড্রস নিজেই ৷

who-chief-discusses-covaxin-resumption-of-astrazeneca-vaccine-supplies-to-covax-facility-with-health-minister-mandaviya
Covaxin : কোভ্যাকসিনের ছাড়পত্র-সহ একাধিক ইস্যুতে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধানের সঙ্গে ফোনে কথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
author img

By

Published : Oct 20, 2021, 3:28 PM IST

রাষ্ট্রসংঘ (জেনেভা), 20 অক্টোবর : ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনের (Covaxin) জরুরি ব্যবহারে ছাড়পত্র দেওয়া নিয়ে ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর (Health Minister Mansukh Mandaviya) সঙ্গে কথা বললেন বিশ্বস্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান টেড্রস আধানম ঘেব্রেসাস (Tedros Adhanom Ghebreyesus) ৷ তাছাড়া সেরাম ইনস্টিটিউটে তৈরি হতে যাওয়া অ্যাস্ট্রো-জেনকার ভ্যাকসিন (COVID-19 vaccine) কোভ্যাক্সের সরবরাহ ফের চালু নিয়েও আলোচনা হয়েছে তাঁদের মধ্যে ৷

টুইট করে খবরটি দিয়েছেন টেড্রস নিজেই ৷ সেখানে তিনি জানিয়েছেন, কোভিড-সহ ভারতের স্বাস্থ্য ব্যবস্থা সংক্রান্ত একাধিক বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে ৷

আরও পড়ুন : Corona in India : আশঙ্কা বাড়িয়ে ফের ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ

মনসুখ মাণ্ডব্যও এই নিয়ে টুইট করেন ৷ জানান যে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধানের সঙ্গে তাঁর প্যানডেমিক পরিস্থিতি মোকাবিলা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কার-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে ৷ করোনার টিকাকরণ নিয়ে ভারতের ভূমিকারও প্রশংসা করেন ঘেব্রেসাস ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে ভারতে মঙ্গলবার পর্যন্ত 99 কোটি লোককে ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে ৷ শীঘ্রই এই সংখ্যা 100 কোটি পেরিয়ে যাবে ৷ দেশের 74.45 শতাংশ প্রাপ্তবয়স্ক ভ্যাকসিনের একটা ডোজ নিয়ে নিয়েছেন ৷ আর 30.63 শতাংশ প্রাপ্তবয়স্ক ভ্যাকসিনের ডাবল ডোজ নিয়ে নিয়েছেন ৷

আরও পড়ুন : Corona in India : 231 দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও

এর আগে সোমবার বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছিল যে ভারত বায়োটেকের থেকে কোভিড-19 ভ্যাকসিন নিয়ে আরও কিছু অতিরিক্ত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে ৷ দ্রুত এই ভ্যাকসিন ছাড়পত্র পাবে বলেই আশা প্রকাশ করা হয় ওই সংস্থার তরফে ৷ তবে টুইটে ঘেব্রেসাস জানিয়েছেন যে এই নিয়ে তাঁরা কোনওরকম তাড়াহুড়ো করতে চান না ৷

প্রসঙ্গত, ভারত বায়োটেক কোভ্যাকসিনের প্রস্তুতকারক ৷ আর এই ভ্যাকসিন ভারত বায়োটেকেই আবিষ্কৃত হয়েছে ৷ ভারতে জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিন দেওয়ার অনুমতি অনেক আগেই দিয়েছে সরকার ৷ কিন্তু এখনও বিশ্বস্বাস্থ্য সংস্থার ছাড়পত্র আদায় করতে পারেনি এই ভ্যাকসিন ৷ এই নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা চলছে ৷ রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন যে 26 অক্টোবর কোভ্যাকসিন নিয়ে বৈঠক হবে ৷

আরও পড়ুন : Covid Vaccine : করোনা প্রতিরোধে সবচেয়ে কার্যকরী কোভিশিল্ড-কোভ্যাকসিনের মিশ্রণ

রাষ্ট্রসংঘ (জেনেভা), 20 অক্টোবর : ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনের (Covaxin) জরুরি ব্যবহারে ছাড়পত্র দেওয়া নিয়ে ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর (Health Minister Mansukh Mandaviya) সঙ্গে কথা বললেন বিশ্বস্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান টেড্রস আধানম ঘেব্রেসাস (Tedros Adhanom Ghebreyesus) ৷ তাছাড়া সেরাম ইনস্টিটিউটে তৈরি হতে যাওয়া অ্যাস্ট্রো-জেনকার ভ্যাকসিন (COVID-19 vaccine) কোভ্যাক্সের সরবরাহ ফের চালু নিয়েও আলোচনা হয়েছে তাঁদের মধ্যে ৷

টুইট করে খবরটি দিয়েছেন টেড্রস নিজেই ৷ সেখানে তিনি জানিয়েছেন, কোভিড-সহ ভারতের স্বাস্থ্য ব্যবস্থা সংক্রান্ত একাধিক বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে ৷

আরও পড়ুন : Corona in India : আশঙ্কা বাড়িয়ে ফের ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ

মনসুখ মাণ্ডব্যও এই নিয়ে টুইট করেন ৷ জানান যে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধানের সঙ্গে তাঁর প্যানডেমিক পরিস্থিতি মোকাবিলা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কার-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে ৷ করোনার টিকাকরণ নিয়ে ভারতের ভূমিকারও প্রশংসা করেন ঘেব্রেসাস ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে ভারতে মঙ্গলবার পর্যন্ত 99 কোটি লোককে ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে ৷ শীঘ্রই এই সংখ্যা 100 কোটি পেরিয়ে যাবে ৷ দেশের 74.45 শতাংশ প্রাপ্তবয়স্ক ভ্যাকসিনের একটা ডোজ নিয়ে নিয়েছেন ৷ আর 30.63 শতাংশ প্রাপ্তবয়স্ক ভ্যাকসিনের ডাবল ডোজ নিয়ে নিয়েছেন ৷

আরও পড়ুন : Corona in India : 231 দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও

এর আগে সোমবার বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছিল যে ভারত বায়োটেকের থেকে কোভিড-19 ভ্যাকসিন নিয়ে আরও কিছু অতিরিক্ত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে ৷ দ্রুত এই ভ্যাকসিন ছাড়পত্র পাবে বলেই আশা প্রকাশ করা হয় ওই সংস্থার তরফে ৷ তবে টুইটে ঘেব্রেসাস জানিয়েছেন যে এই নিয়ে তাঁরা কোনওরকম তাড়াহুড়ো করতে চান না ৷

প্রসঙ্গত, ভারত বায়োটেক কোভ্যাকসিনের প্রস্তুতকারক ৷ আর এই ভ্যাকসিন ভারত বায়োটেকেই আবিষ্কৃত হয়েছে ৷ ভারতে জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিন দেওয়ার অনুমতি অনেক আগেই দিয়েছে সরকার ৷ কিন্তু এখনও বিশ্বস্বাস্থ্য সংস্থার ছাড়পত্র আদায় করতে পারেনি এই ভ্যাকসিন ৷ এই নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা চলছে ৷ রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন যে 26 অক্টোবর কোভ্যাকসিন নিয়ে বৈঠক হবে ৷

আরও পড়ুন : Covid Vaccine : করোনা প্রতিরোধে সবচেয়ে কার্যকরী কোভিশিল্ড-কোভ্যাকসিনের মিশ্রণ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.