ETV Bharat / bharat

Covaxin : বিশ্বস্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পেল কোভ্যাকসিন - Bharat Biotech

অবশেষে ছাড়পত্র পেল কোভ্যাকসিন ৷ বুধবারই বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে যে ভারত বায়োটেকের তৈরি করোনার এই টিকাকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়া হল ৷

who approves bharat biotech covaxin for emergency use listing
Covaxin : বিশ্বস্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পেল কোভ্যাকসিন
author img

By

Published : Nov 3, 2021, 5:46 PM IST

Updated : Nov 3, 2021, 6:30 PM IST

কলকাতা, 3 নভেম্বর : অবশেষে ছাড়পত্র পেল কোভ্যাকসিন (Covaxin) ৷ বুধবারই বিশ্বস্বাস্থ্য সংস্থার (WHO) তরফে জানানো হয়েছে যে ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি করোনার এই টিকাকে (Covid Vaccine) জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়া হল ৷

কোভ্যাকসিন ভারতের নিজস্ব ভ্যাকসিন ৷ এর ফর্মুলা ভারতের সংস্থা ভারত বায়োটেকের আবিষ্কৃত ৷ গত জানুয়ারিতেই এই টিকার জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দেয় ডিসিজিআই ৷ তার পর থেকে সরকারি উদ্যোগে কোভ্যাকসিন দেওয়া চলছে ৷

আরও পড়ুন : Covid Vaccination : বাড়ি বাড়ি টিকাকরণে জোর দিতে পরামর্শ মোদির

কিন্তু এই ভ্যাকসিনের ছাড়পত্র বিশ্বস্বাস্থ্য সংস্থা থেকে না আসায় অনেক সমস্যাও তৈরি হচ্ছিল ৷ বিশেষ করে বিদেশে যাওয়ার ক্ষেত্রেই তৈরি হচ্ছিল এই ধরনের সমস্যা ৷ তাই ছাড়পত্র আনতে গত জুলাই থেকে বিশ্বস্বাস্থ্য সংস্থার সঙ্গে দফা দফায় বৈঠক করছিল ভারত বায়োটেক ৷ যার সুফল মিলল আজ ৷

  • Union Health Minister Mansukh Mandaviya thanks WHO for Emergency Use Listing (EUL) to Made-in-India Covaxin

    "This is a sign of a capable leadership. This is the story of Modi Ji's resolve," he tweets. pic.twitter.com/fGSNcYufuQ

    — ANI (@ANI) November 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফেও জানানো হয়েছে যে চার সপ্তাহের ব্যবধানে দু’টি ডোজ নেওয়া যাবে ৷ আর সারা বিশ্বে এই ভ্যাকসিন দেওয়া যাবে ৷ তবে হু জানিয়েছে, অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে এই টিকার কার্যকারিতার বিষয়ে পুরোপুরি ছাড়পত্র ৷

আরও পড়ুন : Corona in India : দীপাবলির আগে করোনা সংক্রমণ বেড়ে 11 হাজারে, কমল মৃত্যু

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এই ছাড়পত্র দেওয়ার জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থাকে ধন্যবাদ দিয়েছেন ৷ তিনি এই নিয়ে টুইটও করেছেন ৷

কলকাতা, 3 নভেম্বর : অবশেষে ছাড়পত্র পেল কোভ্যাকসিন (Covaxin) ৷ বুধবারই বিশ্বস্বাস্থ্য সংস্থার (WHO) তরফে জানানো হয়েছে যে ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি করোনার এই টিকাকে (Covid Vaccine) জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়া হল ৷

কোভ্যাকসিন ভারতের নিজস্ব ভ্যাকসিন ৷ এর ফর্মুলা ভারতের সংস্থা ভারত বায়োটেকের আবিষ্কৃত ৷ গত জানুয়ারিতেই এই টিকার জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দেয় ডিসিজিআই ৷ তার পর থেকে সরকারি উদ্যোগে কোভ্যাকসিন দেওয়া চলছে ৷

আরও পড়ুন : Covid Vaccination : বাড়ি বাড়ি টিকাকরণে জোর দিতে পরামর্শ মোদির

কিন্তু এই ভ্যাকসিনের ছাড়পত্র বিশ্বস্বাস্থ্য সংস্থা থেকে না আসায় অনেক সমস্যাও তৈরি হচ্ছিল ৷ বিশেষ করে বিদেশে যাওয়ার ক্ষেত্রেই তৈরি হচ্ছিল এই ধরনের সমস্যা ৷ তাই ছাড়পত্র আনতে গত জুলাই থেকে বিশ্বস্বাস্থ্য সংস্থার সঙ্গে দফা দফায় বৈঠক করছিল ভারত বায়োটেক ৷ যার সুফল মিলল আজ ৷

  • Union Health Minister Mansukh Mandaviya thanks WHO for Emergency Use Listing (EUL) to Made-in-India Covaxin

    "This is a sign of a capable leadership. This is the story of Modi Ji's resolve," he tweets. pic.twitter.com/fGSNcYufuQ

    — ANI (@ANI) November 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফেও জানানো হয়েছে যে চার সপ্তাহের ব্যবধানে দু’টি ডোজ নেওয়া যাবে ৷ আর সারা বিশ্বে এই ভ্যাকসিন দেওয়া যাবে ৷ তবে হু জানিয়েছে, অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে এই টিকার কার্যকারিতার বিষয়ে পুরোপুরি ছাড়পত্র ৷

আরও পড়ুন : Corona in India : দীপাবলির আগে করোনা সংক্রমণ বেড়ে 11 হাজারে, কমল মৃত্যু

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এই ছাড়পত্র দেওয়ার জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থাকে ধন্যবাদ দিয়েছেন ৷ তিনি এই নিয়ে টুইটও করেছেন ৷

Last Updated : Nov 3, 2021, 6:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.