ETV Bharat / bharat

হোয়াইট ফাংগাসে খাদ্যনালীর ক্ষুদ্রান্তে ও বৃহদন্ত্রে ক্ষত মহিলার - খাদ্যনালীর ক্ষুদ্রান্তে ও বৃহদন্ত্রে ছেদ

দিল্লির গঙ্গারাম হাসপাতালে হোয়াইট ফাংগাসের ভয়াবহ একটি ঘটনা সামনে এসেছে ৷ যেখানে মানব শরীরের ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রের মধ্যে ক্ষত লক্ষ্য করা গিয়েছে । হাসপাতাল তরফ থেকে দাবি করা হয়েছে, পৃথিবীর মধ্যে এটাই প্রথম এরকম ঘটনা যেখানে রোগীর খাদ্যনালীর ক্ষুদ্রান্তে ও বৃহদন্ত্রে এরকম ক্ষত লক্ষ করা গিয়েছে এবং যার জন্য দায়ী হোয়াইট ফাংগাস।

হোয়াইট ফাঙ্গাসে ছেদ ক্ষুদ্রান্তে ও বৃহদন্ত্রে
হোয়াইট ফাঙ্গাসে ছেদ ক্ষুদ্রান্তে ও বৃহদন্ত্রে
author img

By

Published : May 27, 2021, 10:43 PM IST

27 মে, দিল্লি: দিল্লির গঙ্গারাম হাসপাতালে হোয়াইট ফাংগাসের বিরলএকটি ঘটনা সামনে এসেছে ৷ যেখানে মানব শরীরের ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রের মধ্যে ক্ষত লক্ষ্য করা গেছে । হাসপাতাল তরফ থেকে দাবি করা হয়েছে, পৃথিবীর মধ্যে এটাই প্রথম এরকম ঘটনা যেখানে রোগীর খাদ্যনালীর ক্ষুদ্রান্তে ও বৃহদন্ত্রে এরকম ক্ষত দেখা গেল এবং যার জন্য দায়ী হোয়াইট ফাংগাস । হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, চলতি মাসের 13 তারিখে 49 বছর বয়সি এক মহিলাকে তড়িঘড়ি হাসপাতালে আনা হয় । তাঁর পেটে অসহ্য যন্ত্রণা ও বমি হচ্ছিল ।

মহিলাটি ক্যান্সার রোগী এবং চার সপ্তাহ আগে তাঁকে কেমোথেরাপি দেওয়া হয়েছে । এই রকম পরিস্থিতি দেখে ডাক্তাররা সিটি স্ক্যান করার সিদ্ধান্ত নেন এবং তাঁরা মহিলার পেটে তরলজাতীয় কোনও দ্রব্যের উপস্থিতি লক্ষ্য করেন। এবং তারপরেই তাঁরা বুঝতে পারেন যে ক্ষুদ্রান্তে ও বৃহদন্ত্রে ক্ষত হয়েছে এবং এর জন্য দায়ী হোয়াইট ফাংগাস । দায়িত্বপ্রাপ্ত ডাক্তারের মতে, বর্তমানে অধিকাংশ করোনার ঘটনা হোয়াইট বা ব্ল্যাক ফাংগাসে পরিণত হচ্ছে । ওই মহিলাকে কয়েকদিন আগেই ব্রেস্ট ক্যান্সারের জন্য অপারেশন করা হয়েছিল এবং তারপর কেমোথেরাপি দেওয়া হয়েছিল । তার পরে তিনি করোনা আক্রান্ত হন । এই তিনটি ঘটনা পরপর ঘটার কারণে তার শরীরে হোয়াইট ফাংগাসের আক্রমণ ঘটে, তাঁকে তড়িঘড়ি অপারেশন করা হয় এবং খাদ্যনালী ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র ক্ষত লক্ষ্য করা যায় ।

27 মে, দিল্লি: দিল্লির গঙ্গারাম হাসপাতালে হোয়াইট ফাংগাসের বিরলএকটি ঘটনা সামনে এসেছে ৷ যেখানে মানব শরীরের ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রের মধ্যে ক্ষত লক্ষ্য করা গেছে । হাসপাতাল তরফ থেকে দাবি করা হয়েছে, পৃথিবীর মধ্যে এটাই প্রথম এরকম ঘটনা যেখানে রোগীর খাদ্যনালীর ক্ষুদ্রান্তে ও বৃহদন্ত্রে এরকম ক্ষত দেখা গেল এবং যার জন্য দায়ী হোয়াইট ফাংগাস । হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, চলতি মাসের 13 তারিখে 49 বছর বয়সি এক মহিলাকে তড়িঘড়ি হাসপাতালে আনা হয় । তাঁর পেটে অসহ্য যন্ত্রণা ও বমি হচ্ছিল ।

মহিলাটি ক্যান্সার রোগী এবং চার সপ্তাহ আগে তাঁকে কেমোথেরাপি দেওয়া হয়েছে । এই রকম পরিস্থিতি দেখে ডাক্তাররা সিটি স্ক্যান করার সিদ্ধান্ত নেন এবং তাঁরা মহিলার পেটে তরলজাতীয় কোনও দ্রব্যের উপস্থিতি লক্ষ্য করেন। এবং তারপরেই তাঁরা বুঝতে পারেন যে ক্ষুদ্রান্তে ও বৃহদন্ত্রে ক্ষত হয়েছে এবং এর জন্য দায়ী হোয়াইট ফাংগাস । দায়িত্বপ্রাপ্ত ডাক্তারের মতে, বর্তমানে অধিকাংশ করোনার ঘটনা হোয়াইট বা ব্ল্যাক ফাংগাসে পরিণত হচ্ছে । ওই মহিলাকে কয়েকদিন আগেই ব্রেস্ট ক্যান্সারের জন্য অপারেশন করা হয়েছিল এবং তারপর কেমোথেরাপি দেওয়া হয়েছিল । তার পরে তিনি করোনা আক্রান্ত হন । এই তিনটি ঘটনা পরপর ঘটার কারণে তার শরীরে হোয়াইট ফাংগাসের আক্রমণ ঘটে, তাঁকে তড়িঘড়ি অপারেশন করা হয় এবং খাদ্যনালী ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র ক্ষত লক্ষ্য করা যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.