ETV Bharat / bharat

Israel Hamas Conflict: হামাসের বিরুদ্ধে যুদ্ধে পাশে দাঁড়ানোয় মোদিকে ধন্যবাদ ইজরায়েলের - বেঞ্জামিন নেতানিয়াহু

Israel Thanks PM Modi: মঙ্গলবার ফোনে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোশাল মিডিয়ায় এক বার্তায় সে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ANI

Published : Oct 10, 2023, 11:04 PM IST

নয়াদিল্লি, 10 অক্টোবর: ইজরায়েল ও হামাসের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংগ্রামের মাঝেই ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবারই সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা কথা বলার সময় পাশে থাকার বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ জানিয়েছেন, ভারত দৃঢ়ভাবে সন্ত্রাাসবাদের নিন্দা করে, এই কঠিন সময়ে ভারতবাসী ইজরায়েলের পাশে রয়েছে ৷ প্রধানমন্ত্রীর এই বার্তাকে এদিন স্বাগত জানানো হয়েছে ইজরায়েলের তরফে ৷ মুম্বইয়ে সে দেশের কনস্যুলেট জেনারেল কোব্বি শোশানি এদিন জানিয়েছেন, নরেন্দ্র মোদির মতো নেতা যখন ইজরায়েলের পাশে থাকার বার্তা দেন, তা দেশকে অনেক শক্তি জোগায় ৷

কোব্বি শোশানি জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কথোপকোথন অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ তাঁর কথায়, "ভারতের থেকে আমরা যে বন্ধুত্ব, সাহায্য পাচ্ছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ ভারতের নৈতিক সমর্থন আমাদের প্রয়োজন ৷ বিশ্বের অন্য গণতান্ত্রিক দেশের সঙ্গে যখন প্রধানমন্ত্রী মোদির মতো নেতাও এই কঠিন সময়ে ইজরায়েলের পাশে এসে দাঁড়ান তখন তা আমাদের শক্তি জোগায় ৷" ইজরায়েলে থাকা ভারতীয়রা দেশে ফরতে চাইলে তাঁদের সবরকম সাহায্য করা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন ৷

আরও পড়ুন: মোদিকে ফোন নেতানিয়াহুর, ইজরায়েলের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

উল্লেখ্য, মঙ্গলবার ছিল ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষের চতুর্থ দিন ৷ সময় যত এগোচ্ছে তত ভয়াবহ ও রক্তাক্ত আকার নিচ্ছে এই যুদ্ধ ৷ সংঘর্ষ থামার কোনও লক্ষণ নেই এখনই ৷ ইজরায়েল ও গাজা মিলিয়ে গত 4 দিনে মৃতের সংখ্যা 1800 পেরিয়েছে ৷ এদের মধ্যে হামাসের রকেট হানায় ইজরায়েলে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে ৷ অন্যদিকে, ইজরায়েলের এয়ারস্ট্রাইক বা বিমানহানায় গাজায় মৃতের সংখ্যা কমপক্ষে 830 ৷ ইজরায়েলে আহতের সংখ্যা 2 হাজারের বেশি ৷ ইজরায়েলের একটি সূত্রে দাবি করা হয়েছে, গাজায় প্রায় 150 জন ইজরায়েলিকে পণবন্দী করেছে হামাস ৷ দেশে হামাসের জঙ্গি হানার জবাব দিতে ইজরায়েল প্রায় 3 লক্ষ সেনাকে যুদ্ধে নামিয়েছে বলে খবর ৷ মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইজরায়েল ও হামাস সংঘর্ষকে মার্কিন কূটনীতির ব্যর্থতা বলে দাবি করেছেন ৷ (এএনআই)

নয়াদিল্লি, 10 অক্টোবর: ইজরায়েল ও হামাসের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংগ্রামের মাঝেই ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবারই সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা কথা বলার সময় পাশে থাকার বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ জানিয়েছেন, ভারত দৃঢ়ভাবে সন্ত্রাাসবাদের নিন্দা করে, এই কঠিন সময়ে ভারতবাসী ইজরায়েলের পাশে রয়েছে ৷ প্রধানমন্ত্রীর এই বার্তাকে এদিন স্বাগত জানানো হয়েছে ইজরায়েলের তরফে ৷ মুম্বইয়ে সে দেশের কনস্যুলেট জেনারেল কোব্বি শোশানি এদিন জানিয়েছেন, নরেন্দ্র মোদির মতো নেতা যখন ইজরায়েলের পাশে থাকার বার্তা দেন, তা দেশকে অনেক শক্তি জোগায় ৷

কোব্বি শোশানি জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কথোপকোথন অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ তাঁর কথায়, "ভারতের থেকে আমরা যে বন্ধুত্ব, সাহায্য পাচ্ছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ ভারতের নৈতিক সমর্থন আমাদের প্রয়োজন ৷ বিশ্বের অন্য গণতান্ত্রিক দেশের সঙ্গে যখন প্রধানমন্ত্রী মোদির মতো নেতাও এই কঠিন সময়ে ইজরায়েলের পাশে এসে দাঁড়ান তখন তা আমাদের শক্তি জোগায় ৷" ইজরায়েলে থাকা ভারতীয়রা দেশে ফরতে চাইলে তাঁদের সবরকম সাহায্য করা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন ৷

আরও পড়ুন: মোদিকে ফোন নেতানিয়াহুর, ইজরায়েলের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

উল্লেখ্য, মঙ্গলবার ছিল ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষের চতুর্থ দিন ৷ সময় যত এগোচ্ছে তত ভয়াবহ ও রক্তাক্ত আকার নিচ্ছে এই যুদ্ধ ৷ সংঘর্ষ থামার কোনও লক্ষণ নেই এখনই ৷ ইজরায়েল ও গাজা মিলিয়ে গত 4 দিনে মৃতের সংখ্যা 1800 পেরিয়েছে ৷ এদের মধ্যে হামাসের রকেট হানায় ইজরায়েলে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে ৷ অন্যদিকে, ইজরায়েলের এয়ারস্ট্রাইক বা বিমানহানায় গাজায় মৃতের সংখ্যা কমপক্ষে 830 ৷ ইজরায়েলে আহতের সংখ্যা 2 হাজারের বেশি ৷ ইজরায়েলের একটি সূত্রে দাবি করা হয়েছে, গাজায় প্রায় 150 জন ইজরায়েলিকে পণবন্দী করেছে হামাস ৷ দেশে হামাসের জঙ্গি হানার জবাব দিতে ইজরায়েল প্রায় 3 লক্ষ সেনাকে যুদ্ধে নামিয়েছে বলে খবর ৷ মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইজরায়েল ও হামাস সংঘর্ষকে মার্কিন কূটনীতির ব্যর্থতা বলে দাবি করেছেন ৷ (এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.